কলকাতা, 10 ফেব্রুয়ারি: 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day) ৷ ভালোবাসার দিন ৷ সেই দিনটিকে ‘গরু আলিঙ্গন’ দিবস হিসেবে পালন করতে চায় কেন্দ্রের মোদি সরকার (Modi Government) ৷ কেন্দ্রের এই নির্দেশের বিরুদ্ধে এবার সরব হল বিজ্ঞান কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ (Paschim Banga Vigyan Mancha) ৷ তাদের তরফে এই নির্দেশিকার সমালোচনা ও নিন্দা করা হয়েছে ৷ এই নিয়ে তারা একটি বিবৃতিও দিয়েছেন ৷
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের মৎস্য ও প্রাণীপালন মন্ত্রকের অধীনে প্রাণী পালন পর্ষদের তরফে একটি নির্দেশিকা জারি করে বলা হয়, বৈদিক ভাবাবেগ অক্ষুন্ন রাখতে পাশ্চাত্য সংস্কৃতিতে উন্মত্ত না হয়ে গরুকে আলিঙ্গনের মধ্য দিয়ে গরুর প্রতি অপত্য ভালোবাসা আবেগে সন্নিবিষ্ট হতে । তাতে নাকি সকলের জীবনে আসবে সুখ ও সঞ্চারিত হবে ইতিবাচক শক্তি । আগামী 14 ফেব্রুয়ারি ওই দিন পালন করার কথা বলা হয়েছে প্রাণী পালন পর্ষদের নির্দেশিকায় ৷
কেন্দ্রের এই নির্দেশিকা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পরে গিয়েছে নানা মহলে । কেন্দ্রীয় সরকারের এমন একটি বিজ্ঞপ্তি জারি নিয়ে শাসক ও বিরোধীর মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে ৷ বিজেপি (BJP) বিরোধী বহু রাজনৈতিক দল এই বিজ্ঞপ্তিতে অবৈজ্ঞানিক বলে দাবি করেছেন । অনেকের মতে, কেন্দ্রের তরফে এমন বিজ্ঞপ্তি বিজ্ঞান মনস্কতা সঞ্চার করার অন্তরায় হতে পরে । এবার সেই নির্দেশিকার বিরুদ্ধে বিবৃতি দিয়ে নিন্দা জানালেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ (Science Forum) ।
তারা বিবৃতিতে লিখেছেন, সরকারি দফতরের এমন অসাংবিধানিক ও অবৈজ্ঞানিক বিজ্ঞপ্তিকে তীব্রভাবে ধিক্কার জানাচ্ছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ । বিজ্ঞান প্রযুক্তি অগ্রগতির যুগে পশ্চাৎপদ এই ভাবনা দেশবাসীর মধ্যে সঞ্চার করা অভিসন্ধিমূলক একটি সামাজিক অপরাধ । এই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করতে হবে বলেও দাবি করেছে তারা ।
সংগঠনের তরফ থেকে আরও বলা হয়েছে, যারা এই হঠকারী সিদ্ধান্তের সঙ্গে যুক্ত, তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে । দেশের অর্থনীতিতে গো সম্পদের প্রভাব অপরিসীম । তাই কেন্দ্রের সরকারের উচিত গো সম্পদের উন্নয়নের বিজ্ঞানভিত্তিক গবেষণা ও তার সঠিক প্রয়োগের দিকে নজর দেওয়া । যুক্তিহীন বিজ্ঞানমনস্কতা বিরোধী, অসাংবিধানিক, সরকারি উদ্যোগ বিজ্ঞান সচেতন মানুষ মান্যতা দেবে না । তাই এই নির্দেশিকা কেন্দ্র অবিলম্বে প্রত্যাহার করুক ৷
আরও পড়ুন: 14 ফেব্রুয়ারি 'গরু আলিঙ্গন দিবস' পালন করুন ! বার্তা কেন্দ্রের