ETV Bharat / state

মমতা ব্যানার্জির গুন্ডাবাহিনী রাজ্য চালাচ্ছে : কৈলাস - cm

"মমতা ব্যানার্জি রাজ্যের দায়িত্ব গুন্ডাদের দিয়েছেন । রাজ্যে শুধু গুন্ডামি ছড়াচ্ছে, কোনও গণতন্ত্র নেই ।" বলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

Etv - Bharat
author img

By

Published : May 19, 2019, 6:43 PM IST

কলকাতা, 19 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডাবাহিনী রাজ্য চালাচ্ছে । রাজ্য সরকার, পুলিশ মিলে গণতন্ত্রের খুন করছে । এই মন্তব্য করলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

তিনি বলেন, "ডায়মন্ড হারবার ওরা দখল করে নিয়েছে । সব পোলিং এজেন্টদের বাইরে বার করে দিয়েছে । শাসন, প্রশাসন, গুন্ডা সবাই মিলিয়ে ভোট দিচ্ছে । আট লোকসভায় বিভিন্নভাবে হিংসা ছড়াচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও বলেন, "মমতা ব্যানার্জি রাজ্যের দায়িত্ব গুন্ডাদের দিয়েছেন । রাজ্যে শুধু গুন্ডামি ছড়াচ্ছে, কোনও গণতন্ত্র নেই । আছে শুধু একনায়কতন্ত্র । BJP রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে । আর মমতার সরকার সাধারণ মানুষকে BJP-র হয়ে ভোট দিতে দিচ্ছে না । আমি জানতে পেরেছি পশ্চিমবঙ্গের মানুষ BJP-কে ভোট দিতে চাইছে । কিন্তু রাজ্য সরকারি কর্মীরা তাদের ভোট দিতে বাধা দিচ্ছে । আমার বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারেন ।"

কলকাতা, 19 মে : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডাবাহিনী রাজ্য চালাচ্ছে । রাজ্য সরকার, পুলিশ মিলে গণতন্ত্রের খুন করছে । এই মন্তব্য করলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় ।

তিনি বলেন, "ডায়মন্ড হারবার ওরা দখল করে নিয়েছে । সব পোলিং এজেন্টদের বাইরে বার করে দিয়েছে । শাসন, প্রশাসন, গুন্ডা সবাই মিলিয়ে ভোট দিচ্ছে । আট লোকসভায় বিভিন্নভাবে হিংসা ছড়াচ্ছে ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

তিনি আরও বলেন, "মমতা ব্যানার্জি রাজ্যের দায়িত্ব গুন্ডাদের দিয়েছেন । রাজ্যে শুধু গুন্ডামি ছড়াচ্ছে, কোনও গণতন্ত্র নেই । আছে শুধু একনায়কতন্ত্র । BJP রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করছে । আর মমতার সরকার সাধারণ মানুষকে BJP-র হয়ে ভোট দিতে দিচ্ছে না । আমি জানতে পেরেছি পশ্চিমবঙ্গের মানুষ BJP-কে ভোট দিতে চাইছে । কিন্তু রাজ্য সরকারি কর্মীরা তাদের ভোট দিতে বাধা দিচ্ছে । আমার বিশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে পারেন ।"

Intro:বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয় বর্গীর বাইটBody:বাইটConclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.