ETV Bharat / state

রাজ্যে করোনায় সুস্থতার হার বেড়ে 87.60 শতাংশ - করোনা আপডেট পশ্চিমবঙ্গ

গত 24 ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 19 হাজার 428 জন ৷ গতকালের থেকে সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা ৷

COVID Tracker
COVID Tracker
author img

By

Published : May 18, 2021, 9:56 PM IST

কলকাতা, 18 মে : রাজ্যে প্রায় সমানে সমানে চলছে আক্রান্ত ও সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা রয়েছে 19 হাজারের উপরে ৷ একদিনে সুস্থ হয়েছেন 19 হাজারের বেশি মানুষ ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন 19 হাজার 50 জন ৷ সুস্থতার হার বেড়ে হয়েছে 87.60 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 19 হাজার 428 ৷ গতকালের থেকে সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা ৷ গতকাল সংখ্যাটা ছিল 19 হাজার 3 জন ৷ পাশাপাশি খুব সামান্য হলেও কমেছে মৃতের সংখ্যাও ৷ গতকাল করোনায় প্রাণ হারিয়েছিলেন 147 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 145 জনের ৷ এই নিয়ে রাজ্য়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 11 লাখ 71 হাজার 861 ৷ রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 31 হাজার 793 ৷

আরও পড়ুন : দেশের মোট জনসংখ্যার 2%-এরও কম কোভিডে ক্ষতিগ্রস্ত : কেন্দ্র

আক্রান্তের নিরিখে গোটা রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা ৷ জেলাটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজারের উপরে থাকছে ৷ গত 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় 4 হাজার 115 জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 36 জনের ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা ৷ একদিনে কলকাতায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 774 ৷ মৃতের সংখ্যা 38 ৷ এছাড়া হুগলি, হাওড়া ও দক্ষিণ 24 পরগনায় আক্রান্তের সংখ্যা হাজারের উপরে রয়েছে ৷

কলকাতা, 18 মে : রাজ্যে প্রায় সমানে সমানে চলছে আক্রান্ত ও সুস্থতার সংখ্যা ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা রয়েছে 19 হাজারের উপরে ৷ একদিনে সুস্থ হয়েছেন 19 হাজারের বেশি মানুষ ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে সুস্থ হয়েছেন 19 হাজার 50 জন ৷ সুস্থতার হার বেড়ে হয়েছে 87.60 শতাংশ ৷

গত 24 ঘণ্টায় রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 19 হাজার 428 ৷ গতকালের থেকে সামান্য বেড়েছে আক্রান্তের সংখ্যা ৷ গতকাল সংখ্যাটা ছিল 19 হাজার 3 জন ৷ পাশাপাশি খুব সামান্য হলেও কমেছে মৃতের সংখ্যাও ৷ গতকাল করোনায় প্রাণ হারিয়েছিলেন 147 জন ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে 145 জনের ৷ এই নিয়ে রাজ্য়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 11 লাখ 71 হাজার 861 ৷ রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা 1 লাখ 31 হাজার 793 ৷

আরও পড়ুন : দেশের মোট জনসংখ্যার 2%-এরও কম কোভিডে ক্ষতিগ্রস্ত : কেন্দ্র

আক্রান্তের নিরিখে গোটা রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা ৷ জেলাটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা চার হাজারের উপরে থাকছে ৷ গত 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় 4 হাজার 115 জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 36 জনের ৷ দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা ৷ একদিনে কলকাতায় আক্রান্তের সংখ্যা 3 হাজার 774 ৷ মৃতের সংখ্যা 38 ৷ এছাড়া হুগলি, হাওড়া ও দক্ষিণ 24 পরগনায় আক্রান্তের সংখ্যা হাজারের উপরে রয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.