কলকাতা, 11 মে : রাজ্যের পরিবহন দফতরের দায়িত্ব পাওয়ার পর থেকেই কাজে নেমে পড়লেন ফিরহাদ হাকিম ৷ বুঝিয়ে দিলেন, করোনা পরিস্থিতির মোকাবিলাই তাঁর প্রধান লক্ষ্য ৷ করোনা সংক্রমণ রুখতে পরিবহণ দফতরের পরিকল্পনা নিয়ে সাংবাদিক বৈঠক করলেন আজ ৷ বললেন, বাস পরিষেবা স্বাভাবিক রাখার চেষ্টা হচ্ছে ।
আজ থেকে রাজ্যের বেসরকারি বাসকর্মীদের টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছে ৷ সেই টিকাকরণ ব্যবস্থাও ঘুরে দেখেন ফিরহাদ হাকিম ৷
পাশাপাশি বৈদ্যুতিন গাড়ির ব্যবহারের উপরেও জোর দেওয়ার কথা বলা হয়েছে ৷ ফিরহাদ হাকিম বলেছেন, "কেন্দ্র তেলের দাম বাড়াতেই থাকবে । আমরা তেলের দাম নিয়ন্ত্রণ করতে পারব না । আমাদের বৈদ্যুতিন গাড়ির ব্যবহারের উপর জোর দিতে হবে । এর জন্য আমরা পরিকল্পনা করে রেখেছি ।"
রাজ্যে বাসের ভাড়া বাড়ানো নিয়ে যে দীর্ঘদিনের সমস্যা চলে আসছে, সেই সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ই-বাসের সংখ্যা বাড়লে ভাড়া বাড়ানোর সমস্যাটা আর থাকবে না । তবে ই-বাস বাড়ানোর আগে পরিকাঠামো তৈরি করতে হবে । বৈদ্যুতিন গাড়ির জন্য চার্জিং পয়েন্ট তৈরি করতে হবে ।