ETV Bharat / state

বিভিন্ন দেশে আটকে থাকা নাগরিকদের স্বাগত জানাতে আগ্রহী রাজ্য : পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তর - West Bengal Home Department

ভিন রাজ্যের পর, এবার ভিন দেশে আটকে পড়া পশ্চিমবঙ্গের নাগরিকদের রাজ্যে ফেরাতে আগ্রহ প্রকাশ করল সরকার । আজ সেকথা পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয় ।

Nabanna
নবান্ন
author img

By

Published : May 15, 2020, 2:29 PM IST

কলকাতা, 15 মে : লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া মানুষকে ফেরাতে আগেই অতিরিক্ত 105 টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার । এবার বিভিন্ন দেশে আটকে পড়া পশ্চিমবঙ্গের নাগরিকদের রাজ্যে ফেরাতে আগ্রহ প্রকাশ করল সরকার । আজ সেকথা পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয় ।

গতকালই টুইটে মুখ্যমন্ত্রী জানান, ভিন রাজ্যে আটকে পড়া মানুষকে ফিরিয়ে আনতে যে প্রতিশ্রুতি সরকারের তরফে দেওয়া হয়েছিল তা পূরণ করতে অতিরিক্ত 105 টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে । আগামী দিনগুলিতে এই ট্রেনগুলি বিভিন্ন রাজ্য থেকে মানুষকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে ফিরিয়ে আনবে ।

মুখ্যমন্ত্রীর টুইটের পরের দিন আজ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়, বিভিন্ন দেশে আটকে থাকা পশ্চিমবঙ্গের মানুষকে ফিরিয়ে আনতে আগ্রহী সরকার ।

  • Government of West Bengal keen to welcome back our people stranded in different countries and has long back communicated its agreement as well as quarantine arrangements details etc to GOI for special international inbound journeys: Home Department, Government of West Bengal pic.twitter.com/IZtLNWIVj0

    — ANI (@ANI) May 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বরাষ্ট্র দপ্তরেরে তরফে জানানো হয়, এই বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে । বিভিন্ন দেশ থেকে যাঁরা ফিরবেন তাঁদের কোয়ারানটিনে রাখার ব্যবস্থা-সহ একাধিক পদক্ষেপ সম্পর্কেও জানানো হয়েছে ।

কলকাতা, 15 মে : লকডাউনে ভিন রাজ্যে আটকে পড়া মানুষকে ফেরাতে আগেই অতিরিক্ত 105 টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রাজ্য সরকার । এবার বিভিন্ন দেশে আটকে পড়া পশ্চিমবঙ্গের নাগরিকদের রাজ্যে ফেরাতে আগ্রহ প্রকাশ করল সরকার । আজ সেকথা পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয় ।

গতকালই টুইটে মুখ্যমন্ত্রী জানান, ভিন রাজ্যে আটকে পড়া মানুষকে ফিরিয়ে আনতে যে প্রতিশ্রুতি সরকারের তরফে দেওয়া হয়েছিল তা পূরণ করতে অতিরিক্ত 105 টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে । আগামী দিনগুলিতে এই ট্রেনগুলি বিভিন্ন রাজ্য থেকে মানুষকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে ফিরিয়ে আনবে ।

মুখ্যমন্ত্রীর টুইটের পরের দিন আজ রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফে জানানো হয়, বিভিন্ন দেশে আটকে থাকা পশ্চিমবঙ্গের মানুষকে ফিরিয়ে আনতে আগ্রহী সরকার ।

  • Government of West Bengal keen to welcome back our people stranded in different countries and has long back communicated its agreement as well as quarantine arrangements details etc to GOI for special international inbound journeys: Home Department, Government of West Bengal pic.twitter.com/IZtLNWIVj0

    — ANI (@ANI) May 15, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

স্বরাষ্ট্র দপ্তরেরে তরফে জানানো হয়, এই বিষয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করা হয়েছে । বিভিন্ন দেশ থেকে যাঁরা ফিরবেন তাঁদের কোয়ারানটিনে রাখার ব্যবস্থা-সহ একাধিক পদক্ষেপ সম্পর্কেও জানানো হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.