ETV Bharat / state

High Madrasha Result: প্রকাশিত হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফল, বাড়ল পাশের হার - আলিম ও ফাজিলের ফল

প্রকাশিত হল হাই মাদ্রাসার ফলাফল । শনিবার রাজ্যের মাদ্রাসা বোর্ডের তরফে হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলপ্রকাশ হয়েছে ৷

ETV Bharat
মাদ্রাসার ফল প্রকাশ
author img

By

Published : May 20, 2023, 4:14 PM IST

Updated : May 20, 2023, 4:53 PM IST

কলকাতা, 20 মে: প্রকাশিত হল হাই মাদ্রাসার ফলাফল । এই বছর মাদ্রাসার পাশের হার গত বছরের তুলনায় এক শতাংশ বেড়েছে । এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 35 হাজার 206 জন । পাশ করেছে 31 হাজার 14 জন । শতকরা হিসেবে পাশের হার 88.09 শতাংশ । হাই মাদ্রাসার পরীক্ষায় ছাত্রীদের টেক্কা দিয়েছে ছাত্ররা । হাই মাদ্রাসাতে প্রথম হয়েছে মুর্শিদাবাদের ছাত্র আশিক ইকবাল, তার প্রাপ্ত নম্বর 780 । দ্বিতীয় স্থানে রয়েছে ডোমকলের নাসিরউদ্দিন মোল্লা । তার প্রাপ্ত নম্বর 775 ৷ তৃতীয় স্থানে রয়েছে মালদার মহম্মদ মুক্তাদুর রহমান ৷ তার প্রাপ্ত নম্বর 774 ।

রাজ্যের মাদ্রাসা শিক্ষা বোর্ডের তরফে এদিন হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলপ্রকাশ করা হয় ৷ আলিমের ক্ষেত্রে এবছর পাশের হার 91.15 শতাংশ ৷ সেখানেও বাজিমাত করেছে ছাত্ররা । প্রথম স্থানে রয়েছে উত্তর 24 পরগনার মহঃ সুজাউদ্দিন লষ্কর ৷ তার প্রাপ্ত নম্বর 885 । দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনার করিমুল ইসলাম মণ্ডল এবং মুর্শিদাবাদের আবদুল হালিম, তাদের প্রাপ্ত নম্বর 843 । তৃতীয় স্থানে রয়েছেন মুর্শিদাবাদের আবদুর রহমান তার প্রাপ্ত নম্বর 839 ।

অন্যদিকে, ফাজিলে মোট পাশের হার 91.15 শতাংশ ৷ প্রথম হয়েছে হুগলির ফাহিম আক্তার, প্রাপ্ত নম্বর 565 । দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের মোজাম্মেল মল্লিক, তার প্রাপ্ত নম্বর 551 । তৃতীয় স্থানে রয়েছে হুগলির ইজাজ আহমেদ মণ্ডল যার প্রাপ্ত নম্বর 549 । এই বছর সিবিএসই, আইএসসি, আইসিএসই ও মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কমেছে গত বছরের তুলনায় । কিন্তু হাই মাদ্রাসার ক্ষেত্রে সেই হার বাড়তে দেখা গিয়েছে ।

আরও পড়ুন: মেধা তালিকায় যমজ ভাই, দু‘জনই চায় চিকিৎসক হতে

এর কারণ হিসেবে মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের বলেন,"করোনার পরবর্তীকালের জন্য আমরা বেশ কিছু ব্যবস্থাপনা নিয়েছিলাম । লাইভ ক্লাস এছাড়াও মূলত বেশ কিছু সাবজেক্ট এর ওপর এক্সট্রা ক্লাস দেওয়া হয়েছিল ।" আগামী বছরে হাই মাদ্রাসার পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হওয়ারই সম্ভাবনা বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি ।

কলকাতা, 20 মে: প্রকাশিত হল হাই মাদ্রাসার ফলাফল । এই বছর মাদ্রাসার পাশের হার গত বছরের তুলনায় এক শতাংশ বেড়েছে । এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 35 হাজার 206 জন । পাশ করেছে 31 হাজার 14 জন । শতকরা হিসেবে পাশের হার 88.09 শতাংশ । হাই মাদ্রাসার পরীক্ষায় ছাত্রীদের টেক্কা দিয়েছে ছাত্ররা । হাই মাদ্রাসাতে প্রথম হয়েছে মুর্শিদাবাদের ছাত্র আশিক ইকবাল, তার প্রাপ্ত নম্বর 780 । দ্বিতীয় স্থানে রয়েছে ডোমকলের নাসিরউদ্দিন মোল্লা । তার প্রাপ্ত নম্বর 775 ৷ তৃতীয় স্থানে রয়েছে মালদার মহম্মদ মুক্তাদুর রহমান ৷ তার প্রাপ্ত নম্বর 774 ।

রাজ্যের মাদ্রাসা শিক্ষা বোর্ডের তরফে এদিন হাই মাদ্রাসা, আলিম ও ফাজিলের ফলপ্রকাশ করা হয় ৷ আলিমের ক্ষেত্রে এবছর পাশের হার 91.15 শতাংশ ৷ সেখানেও বাজিমাত করেছে ছাত্ররা । প্রথম স্থানে রয়েছে উত্তর 24 পরগনার মহঃ সুজাউদ্দিন লষ্কর ৷ তার প্রাপ্ত নম্বর 885 । দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনার করিমুল ইসলাম মণ্ডল এবং মুর্শিদাবাদের আবদুল হালিম, তাদের প্রাপ্ত নম্বর 843 । তৃতীয় স্থানে রয়েছেন মুর্শিদাবাদের আবদুর রহমান তার প্রাপ্ত নম্বর 839 ।

অন্যদিকে, ফাজিলে মোট পাশের হার 91.15 শতাংশ ৷ প্রথম হয়েছে হুগলির ফাহিম আক্তার, প্রাপ্ত নম্বর 565 । দ্বিতীয় স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের মোজাম্মেল মল্লিক, তার প্রাপ্ত নম্বর 551 । তৃতীয় স্থানে রয়েছে হুগলির ইজাজ আহমেদ মণ্ডল যার প্রাপ্ত নম্বর 549 । এই বছর সিবিএসই, আইএসসি, আইসিএসই ও মাধ্যমিক পরীক্ষায় পাশের হার কমেছে গত বছরের তুলনায় । কিন্তু হাই মাদ্রাসার ক্ষেত্রে সেই হার বাড়তে দেখা গিয়েছে ।

আরও পড়ুন: মেধা তালিকায় যমজ ভাই, দু‘জনই চায় চিকিৎসক হতে

এর কারণ হিসেবে মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের বলেন,"করোনার পরবর্তীকালের জন্য আমরা বেশ কিছু ব্যবস্থাপনা নিয়েছিলাম । লাইভ ক্লাস এছাড়াও মূলত বেশ কিছু সাবজেক্ট এর ওপর এক্সট্রা ক্লাস দেওয়া হয়েছিল ।" আগামী বছরে হাই মাদ্রাসার পরীক্ষা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে হওয়ারই সম্ভাবনা বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি ।

Last Updated : May 20, 2023, 4:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.