কলকাতা, 21 মার্চ : কোরোনা সতর্কতায় এবার পানশালা ও রেস্তরাঁ বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার ৷ আজ নবান্নের তরফে জারি করা নির্দেশিকায় জানানো হয়, কাল সকাল থেকে 31 মার্চ পর্যন্ত পানশালা, হুঁক্কাবার, পাব, ম্যাসাজ পার্লার, রেস্তরাঁ, নাইট ক্লাব, চিড়িয়াখানা, পার্ক ইত্যাদি বন্ধ রাখতে হবে ৷
বিজ্ঞপ্তিতে উল্লেখ, কোরোনা ভাইরাসের সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য একাধিক সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ চলছে প্রচার ৷ ভিড় এড়ানো, অনুষ্ঠানে যোগ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ৷ সাধারণ মানুষকে আরও সতর্ক করতে এবার বন্ধ করা হচ্ছে পানশালা, পাবগুলি ৷ সরকারের নির্দেশিকা না মানলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷ সেই ইঙ্গিতও দেওয়া রয়েছে নির্দেশিকায় ৷ বলা হয়েছে, নির্দেশিকা না মানলে আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন ৷
প্রসঙ্গত, কোরোনা নিয়ে রাজ্যবাসীকে ইতিমধ্যেই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সাধারণ মানুষকে যতটা সম্ভব বাড়ি থেকে কম বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি ৷ কেন্দ্রের তরফেও একই পরামর্শ দেওয়া হয়েছে ৷ খোদ প্রধানমন্ত্রীও একই আবেদন করেছেন ৷ তার জেরে রাস্তা-ঘাটে ভিড় কমেছে ৷ বন্ধ হয়েছে নানা সামাজিক অনুষ্ঠান ৷ এরাজ্যে ইতিমধ্যেই সোনার গয়নার দোকানগুলিতে বিক্রির সময় কমিয়ে দেওয়া হয়েছে ৷
তবে এখনও রেল স্টেশন, বাসস্ট্যান্ডের মতো জায়গাগুলিতে ভিড় হচ্ছে যথেষ্টই ৷ যা নিয়ে চিন্তিত রাজ্য সরকার ৷ পানশালা, পাব, নাইটক্লাবের মতো জায়গাগুলিতেও সাধারণ মানুষের যাওয়া আসা আগের থেকে কমলেও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না ৷ নবান্ন সূত্রে খবর, সেকারণেই এগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ৷