কলকাতা, 21 অক্টোবর: প্রকাশিত হল রাজ্য সরকারের কর্মীদের জন্য 2023 সালের ছুটির তালিকা (West Bengal Government) । শুক্রবার রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে । আগামী বছর দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে 18 অক্টোবর, চতুর্থী থেকে । চলবে 29 তারিখ পর্যন্ত (Public Holiday list of 2023 ) ।
পঞ্জিকা মেনে আগামী বছর দুর্গাপুজোর সপ্তমী পড়ছে শনিবার, 21 অক্টোবর । 22 তারিখ রবিবার, অর্থাৎ সপ্তাহান্তের ছুটি । ফলে অষ্টমীর ছুটি আলাদা করে পাবেন না সরকারি কর্মচারীরা । 23 ও 24 অক্টোবর নবমী এবং দশমীর ছুটি । লক্ষ্মীপুজোয় ছুটি 28 অক্টোবর, শনিবার । অতএব সরকারি অফিস খুলবে 30 অক্টোবর । আগামী বছর 12 নভেম্বর পড়েছে কালীপুজো । সেই দিনও রবিবার হওয়ায় কালীপুজো উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকছে । 13 এবং 14 নভেম্বর বাড়তি ছুটি পাবেন সরকারি কর্মচারীরা । একই সঙ্গে 15 নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে রাজ্যে । ওইদিনই ভ্রাতৃদ্বিতীয়া । পরদিন অর্থাৎ 16 নভেম্বরও থাকছে ছুটি । আগামী বছর ছটপুজো রবিবার হওয়াতে ছুটি থাকবে একদিন । 19 নভেম্বর ছটপুজো । পরদিন, অর্থাৎ 20 নভেম্বর ছটপুজোর জন্য ছুটি দিয়েছে রাজ্য সরকার ।
আগামী বছর ঈদ-উল-ফিতর এবং ঈদ-উদ-জোহা রয়েছে দুর্গাপুজোর আগেই । চাঁদের অবস্থান নির্ভর করে এই দুই ছুটির দিন নির্ধারিত হলেও তালিকায় ছুটি ধরা হয়েছে যথাক্রমে 22 এপ্রিল ও 29 জুন । এনআই অ্যাক্ট অনুযায়ী, আগামী বছর মোট 25টি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা । তবে রাজ্য সরকার দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করে কর্মচারীদের আরও 21টি ছুটি ঘোষণা করেছে । পাশাপাশি 2টি বিভাগীয় ছুটি পাবেন বিশেষ সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মচারীরা । তালিকা অনুযায়ী ছুটি শুরু হচ্ছে মে দিবস দিয়ে । মে মাসে মোট ছুটি থাকছে 3 দিন ।
আরও পড়ুন: কালীপুজো থেকে ছট- রাজ্য সরকারি কর্মীদের 9 দিন টানা ছুটি
1, 5 এবং 9 তারিখ এই 3 দিন থাকছে যথাক্রমে মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শ্রমিক দিবস । জুন, জুলাই, অগস্টে থাকবে একদিন করে ছুটি । 29 জুলাই মহরমের ছুটি । 15 অগস্ট স্বাধীনতা দিবস, 2 অক্টোবর গান্ধি জয়ন্তী । আগামী বছর মহালয়ার ছুটি 14 অক্টোবর । 15 নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া, 27 নভেম্বর গুরু নানকের জন্মদিবস উপলক্ষে ছুটি । 25 ডিসেম্বর থাকবে ক্রিসমাসের ছুটি । পাশাপাশি দোল ও সরস্বতী পুজোয় একদিন করে বাড়তি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার । এছাড়া গুরু রবিদাসের জন্মদিন, ইস্টার স্যাটারডে, হুল দিবস ও করম পুজো উপলক্ষে বিশেষ সম্প্রদায়ের কর্মচারীদের ছুটি থাকবে ।