ETV Bharat / state

WB Govt Holiday List 2023: উৎসবের রেশ কাটেনি, আগামী বছরের ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন - উৎসবের রেশ এখনও কাটেনি

উৎসবের রেশ এখনও কাটেনি। এরমধ্যেই পরের বছরের ছুটির তালিকা ঘোষণা করে দিল নবান্ন (Public Holiday list of 2023)। 2023 সালে রাজ্য সরকারের কর্মীরা কত দিন ছুটি পাবেন, সেই বিজ্ঞপ্তি প্রকাশ করল অর্থ দফতর (West Bengal Government) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 21, 2022, 10:48 PM IST

কলকাতা, 21 অক্টোবর: প্রকাশিত হল রাজ্য সরকারের কর্মীদের জন্য 2023 সালের ছুটির তালিকা (West Bengal Government) । শুক্রবার রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে । আগামী বছর দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে 18 অক্টোবর, চতুর্থী থেকে । চলবে 29 তারিখ পর্যন্ত (Public Holiday list of 2023 ) ।

পঞ্জিকা মেনে আগামী বছর দুর্গাপুজোর সপ্তমী পড়ছে শনিবার, 21 অক্টোবর । 22 তারিখ রবিবার, অর্থাৎ সপ্তাহান্তের ছুটি । ফলে অষ্টমীর ছুটি আলাদা করে পাবেন না সরকারি কর্মচারীরা । 23 ও 24 অক্টোবর নবমী এবং দশমীর ছুটি । লক্ষ্মীপুজোয় ছুটি 28 অক্টোবর, শনিবার । অতএব সরকারি অফিস খুলবে 30 অক্টোবর । আগামী বছর 12 নভেম্বর পড়েছে কালীপুজো । সেই দিনও রবিবার হওয়ায় কালীপুজো উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকছে । 13 এবং 14 নভেম্বর বাড়তি ছুটি পাবেন সরকারি কর্মচারীরা । একই সঙ্গে 15 নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে রাজ্যে । ওইদিনই ভ্রাতৃদ্বিতীয়া । পরদিন অর্থাৎ 16 নভেম্বরও থাকছে ছুটি । আগামী বছর ছটপুজো রবিবার হওয়াতে ছুটি থাকবে একদিন । 19 নভেম্বর ছটপুজো । পরদিন, অর্থাৎ 20 নভেম্বর ছটপুজোর জন্য ছুটি দিয়েছে রাজ্য সরকার ।

আগামী বছর ঈদ-উল-ফিতর এবং ঈদ-উদ-জোহা রয়েছে দুর্গাপুজোর আগেই । চাঁদের অবস্থান নির্ভর করে এই দুই ছুটির দিন নির্ধারিত হলেও তালিকায় ছুটি ধরা হয়েছে যথাক্রমে 22 এপ্রিল ও 29 জুন । এনআই অ্যাক্ট অনুযায়ী, আগামী বছর মোট 25টি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা । তবে রাজ্য সরকার দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করে কর্মচারীদের আরও 21টি ছুটি ঘোষণা করেছে । পাশাপাশি 2টি বিভাগীয় ছুটি পাবেন বিশেষ সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মচারীরা । তালিকা অনুযায়ী ছুটি শুরু হচ্ছে মে দিবস দিয়ে । মে মাসে মোট ছুটি থাকছে 3 দিন ।

আরও পড়ুন: কালীপুজো থেকে ছট- রাজ্য সরকারি কর্মীদের 9 দিন টানা ছুটি

1, 5 এবং 9 তারিখ এই 3 দিন থাকছে যথাক্রমে মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শ্রমিক দিবস । জুন, জুলাই, অগস্টে থাকবে একদিন করে ছুটি । 29 জুলাই মহরমের ছুটি । 15 অগস্ট স্বাধীনতা দিবস, 2 অক্টোবর গান্ধি জয়ন্তী । আগামী বছর মহালয়ার ছুটি 14 অক্টোবর । 15 নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া, 27 নভেম্বর গুরু নানকের জন্মদিবস উপলক্ষে ছুটি । 25 ডিসেম্বর থাকবে ক্রিসমাসের ছুটি । পাশাপাশি দোল ও সরস্বতী পুজোয় একদিন করে বাড়তি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার । এছাড়া গুরু রবিদাসের জন্মদিন, ইস্টার স্যাটারডে, হুল দিবস ও করম পুজো উপলক্ষে বিশেষ সম্প্রদায়ের কর্মচারীদের ছুটি থাকবে ।

কলকাতা, 21 অক্টোবর: প্রকাশিত হল রাজ্য সরকারের কর্মীদের জন্য 2023 সালের ছুটির তালিকা (West Bengal Government) । শুক্রবার রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে । আগামী বছর দুর্গাপুজোর ছুটি শুরু হচ্ছে 18 অক্টোবর, চতুর্থী থেকে । চলবে 29 তারিখ পর্যন্ত (Public Holiday list of 2023 ) ।

পঞ্জিকা মেনে আগামী বছর দুর্গাপুজোর সপ্তমী পড়ছে শনিবার, 21 অক্টোবর । 22 তারিখ রবিবার, অর্থাৎ সপ্তাহান্তের ছুটি । ফলে অষ্টমীর ছুটি আলাদা করে পাবেন না সরকারি কর্মচারীরা । 23 ও 24 অক্টোবর নবমী এবং দশমীর ছুটি । লক্ষ্মীপুজোয় ছুটি 28 অক্টোবর, শনিবার । অতএব সরকারি অফিস খুলবে 30 অক্টোবর । আগামী বছর 12 নভেম্বর পড়েছে কালীপুজো । সেই দিনও রবিবার হওয়ায় কালীপুজো উপলক্ষে অতিরিক্ত ছুটি থাকছে । 13 এবং 14 নভেম্বর বাড়তি ছুটি পাবেন সরকারি কর্মচারীরা । একই সঙ্গে 15 নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে রাজ্যে । ওইদিনই ভ্রাতৃদ্বিতীয়া । পরদিন অর্থাৎ 16 নভেম্বরও থাকছে ছুটি । আগামী বছর ছটপুজো রবিবার হওয়াতে ছুটি থাকবে একদিন । 19 নভেম্বর ছটপুজো । পরদিন, অর্থাৎ 20 নভেম্বর ছটপুজোর জন্য ছুটি দিয়েছে রাজ্য সরকার ।

আগামী বছর ঈদ-উল-ফিতর এবং ঈদ-উদ-জোহা রয়েছে দুর্গাপুজোর আগেই । চাঁদের অবস্থান নির্ভর করে এই দুই ছুটির দিন নির্ধারিত হলেও তালিকায় ছুটি ধরা হয়েছে যথাক্রমে 22 এপ্রিল ও 29 জুন । এনআই অ্যাক্ট অনুযায়ী, আগামী বছর মোট 25টি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা । তবে রাজ্য সরকার দ্বিতীয় একটি তালিকা প্রকাশ করে কর্মচারীদের আরও 21টি ছুটি ঘোষণা করেছে । পাশাপাশি 2টি বিভাগীয় ছুটি পাবেন বিশেষ সম্প্রদায়ভুক্ত সরকারি কর্মচারীরা । তালিকা অনুযায়ী ছুটি শুরু হচ্ছে মে দিবস দিয়ে । মে মাসে মোট ছুটি থাকছে 3 দিন ।

আরও পড়ুন: কালীপুজো থেকে ছট- রাজ্য সরকারি কর্মীদের 9 দিন টানা ছুটি

1, 5 এবং 9 তারিখ এই 3 দিন থাকছে যথাক্রমে মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শ্রমিক দিবস । জুন, জুলাই, অগস্টে থাকবে একদিন করে ছুটি । 29 জুলাই মহরমের ছুটি । 15 অগস্ট স্বাধীনতা দিবস, 2 অক্টোবর গান্ধি জয়ন্তী । আগামী বছর মহালয়ার ছুটি 14 অক্টোবর । 15 নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া, 27 নভেম্বর গুরু নানকের জন্মদিবস উপলক্ষে ছুটি । 25 ডিসেম্বর থাকবে ক্রিসমাসের ছুটি । পাশাপাশি দোল ও সরস্বতী পুজোয় একদিন করে বাড়তি ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার । এছাড়া গুরু রবিদাসের জন্মদিন, ইস্টার স্যাটারডে, হুল দিবস ও করম পুজো উপলক্ষে বিশেষ সম্প্রদায়ের কর্মচারীদের ছুটি থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.