ETV Bharat / state

এবারও জামাইষষ্ঠীতে পূর্ণ দিবস ছুটি থাকছে রাজ্যে - মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার নয়, বৃহস্পতিবার থেকেই 25% সরকারি কর্মচারী নিয়ে কাজ শুরু হবে । জানিয়ে দিল নবান্ন ।

Jamai Sasthi
ছবি
author img

By

Published : Jun 15, 2021, 4:56 PM IST

কলকাতা, 15 জুন : জামাইষষ্ঠীর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এতদিন পর্যন্ত সরকারি কর্মচারীদের জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি দেওয়া হত । এ বছর করোনা আবহে একেতেই যান চলাচল বন্ধ রয়েছে । এক্ষেত্রে মাত্র 25% সরকারি কর্মচারী অফিসে আসার কথা । কিন্তু সকলের কথা ভেবেই মুখ্যমন্ত্রী এবারের জামাইষষ্ঠীতে ছুটি ঘোষণা করলেন ।

আজ নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে -- বুধবার নয়, বৃহস্পতিবার থেকেই এই 25% সরকারি কর্মচারী নিয়ে কাজ শুরু হবে । উল্লেখ্য 2011 সালে সরকার গঠনের পর থেকেই জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি দিচ্ছে রাজ্য সরকার । কিন্তু গত দু'বছর আবার অর্ধ দিবস নয়, পূর্ণ দিবস ছুটি দেওয়া হয়েছে ।

25% কর্মী নিয়ে কাজ শুরুর দিন বুধবার থেকে বদলে বৃহস্পতিবার করার সেই রীতিই চালু থাকল নবান্নে ।

আরও পড়ুন : সূর্য মোদকের ভিয়েনে এবার 'বৌমা ষষ্ঠী'

কলকাতা, 15 জুন : জামাইষষ্ঠীর ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এতদিন পর্যন্ত সরকারি কর্মচারীদের জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি দেওয়া হত । এ বছর করোনা আবহে একেতেই যান চলাচল বন্ধ রয়েছে । এক্ষেত্রে মাত্র 25% সরকারি কর্মচারী অফিসে আসার কথা । কিন্তু সকলের কথা ভেবেই মুখ্যমন্ত্রী এবারের জামাইষষ্ঠীতে ছুটি ঘোষণা করলেন ।

আজ নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে -- বুধবার নয়, বৃহস্পতিবার থেকেই এই 25% সরকারি কর্মচারী নিয়ে কাজ শুরু হবে । উল্লেখ্য 2011 সালে সরকার গঠনের পর থেকেই জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি দিচ্ছে রাজ্য সরকার । কিন্তু গত দু'বছর আবার অর্ধ দিবস নয়, পূর্ণ দিবস ছুটি দেওয়া হয়েছে ।

25% কর্মী নিয়ে কাজ শুরুর দিন বুধবার থেকে বদলে বৃহস্পতিবার করার সেই রীতিই চালু থাকল নবান্নে ।

আরও পড়ুন : সূর্য মোদকের ভিয়েনে এবার 'বৌমা ষষ্ঠী'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.