কলকাতা, 28 জুলাই : উচ্চ মাধ্যমিকের সংশোধিত ফলাফল প্রকাশ হওয়ার আগেই বদলি করা হল 37 জন জেলা স্কুল পরিদর্শককে । বুধবার এমনই নির্দেশ দিয়েছে রাজ্য সরকার । যদিও বিজ্ঞপ্তিতে স্কুলশিক্ষা দফতর একে নিয়মমাফিক বদলি বলেই জানিয়েছে ৷ তবে উচ্চমাধ্যমিকের ফলাফলকে ঘিরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছিল তার পরিপ্রেক্ষিতেই এই বদলি কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে । এই আধিকারিকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর থেকেই ফলাফলকে ঘিরে রাজ্যের বিভিন্ন জায়গায় চলতে থাকে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ । ছড়ায় উত্তেজনাও । এরপর নবান্ন ও শিক্ষা দফতর দফায় দফায় বৈঠক করে । এমনকি শিক্ষা সচিব মনীশ জৈন সমস্ত জেলাশাসকদের হস্তক্ষেপের নির্দেশ দিয়ে সমস্ত জেলাশাসকদের চিঠি পাঠান ।
আরও পড়ুন: 100 শতাংশ পরীক্ষার্থীকেই পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের
করোনাকালে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি । তবে সংসদ ফল প্রকাশের দিন জানায়, যে সবদিক বিবেচনা করেও নম্বরের ভিত্তিতে 20,000 পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে । এরপরেই ছাত্র-ছাত্রীরা রোষে ফেটে পড়ে । তাদের মতে যখন পরীক্ষাই হয়নি তখন আর পাশ-ফেল কিসের? এরপরেই গতকাল স্কুল শিক্ষা দফতর জানায়, যে 100 শতাংশ ছাত্র-ছাত্রীকেই পাশ করাবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।