ETV Bharat / state

Bengal CS at Raj Bhawan: রাজ্যপালের জরুরি তলবে রাজভবনে মুখ্যসচিব, প্রায় এক ঘণ্টা বৈঠক - মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী

রাজ্যপাল সিভি আনন্দ বোস মঙ্গলবার বৈঠক করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে ৷ প্রায় এক ঘণ্টা রাজভবনে দু’জনের বৈঠক হয় ৷ সূত্রের খবর, সাম্প্রতিক অশান্তি নিয়ে রাজ্যের রিপোর্ট রাজ্যপালকে দিয়েছেন মুখ্যসচিব ৷

Bengal CS at Raj Bhawan
Bengal CS at Raj Bhawan
author img

By

Published : Apr 11, 2023, 3:03 PM IST

কলকাতা, 11 এপ্রিল: মঙ্গলবার আচমকাই রাজভবনে গেলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এদিন সকাল 11টা নাগাদ আচমকাই রাজভবনে যান মুখ্যসচিব । এদিন সকাল 10টা নাগাদ নবান্নে আসেন তিনি এবং সেখান থেকে সরাসরি পৌঁছে যান রাজভবনে । সূত্রের খবর, রাজ্যপালের জরুরি তলবেই রাজভবনে গিয়েছিলেন মুখ্যসচিব ।

হুগলির রিষড়া ও হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনার পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই নিয়ে সরাসরি মুখ্যসচিবের রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল । প্রশাসন সূত্রে খবর, এ দিন রাজভবনে গিয়ে সেই রিপোর্ট রাজ্যপালের হাতে তুলে দিয়ে এসেছেন মুখ্যসচিব ।

প্রসঙ্গত, গতকাল সোমবারই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রাজভবনে গিয়ে এই দুই ঘটনা নিয়ে একটি রিপোর্ট রাজ্যপালের কাছে জমা দেন । তার পরদিনই রাজ্যের তরফে রিপোর্ট দেওয়া হল রাজ্যপালের কাছে ৷ সূত্রের খবর, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের বিষয় নিয়েও মুখ্যসচিবের সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে । এক ঘণ্টার বেশি সময় দু’জনের মধ্যে বৈঠক হয় । তবে বৈঠকে আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে রাজ্যপাল ও মুখ্যসচিবের মধ্যে সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ৷

প্রসঙ্গত, রামনবমীতে শিবপুরের ঘটনার পর থেকেই সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । শিবপুর নিয়ে তিনি শুধু মুখ্যসচিব নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন । রিষড়ার ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে তিনি কলকাতায় ফেরেন ৷ সরাসরি চলে যান রিষড়ায় ৷ সেখানে পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন ৷ অন্যদিকে হনুমান জয়ন্তীর দিন নিজে রাস্তায় নেমে মানুষের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল ।

এবার রাজ্য সরকারের তরফে শিবপুর ও রিষড়ার সাম্প্রতিক অশান্তি নিয়ে রিপোর্টও দেওয়া হল ৷ প্রশাসন সূত্রে অবশ্য রিপোর্টে কী আছে, সেই বিষয়ে কোনও কিছু জানানো হয়নি ৷ ফলে এই রিপোর্ট দেখার পর রাজ্যপালের তরফে কী প্রতিক্রিয়া দেওয়া হয়, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন: একই দিনে দ্বিতীয়বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচার্য বোস, শুনতে হল গো-ব্যাক স্লোগান

কলকাতা, 11 এপ্রিল: মঙ্গলবার আচমকাই রাজভবনে গেলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী । এদিন সকাল 11টা নাগাদ আচমকাই রাজভবনে যান মুখ্যসচিব । এদিন সকাল 10টা নাগাদ নবান্নে আসেন তিনি এবং সেখান থেকে সরাসরি পৌঁছে যান রাজভবনে । সূত্রের খবর, রাজ্যপালের জরুরি তলবেই রাজভবনে গিয়েছিলেন মুখ্যসচিব ।

হুগলির রিষড়া ও হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনার পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে, তা জানতে চেয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এই নিয়ে সরাসরি মুখ্যসচিবের রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল । প্রশাসন সূত্রে খবর, এ দিন রাজভবনে গিয়ে সেই রিপোর্ট রাজ্যপালের হাতে তুলে দিয়ে এসেছেন মুখ্যসচিব ।

প্রসঙ্গত, গতকাল সোমবারই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি রাজভবনে গিয়ে এই দুই ঘটনা নিয়ে একটি রিপোর্ট রাজ্যপালের কাছে জমা দেন । তার পরদিনই রাজ্যের তরফে রিপোর্ট দেওয়া হল রাজ্যপালের কাছে ৷ সূত্রের খবর, ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের বিষয় নিয়েও মুখ্যসচিবের সঙ্গে রাজ্যপালের কথা হয়েছে । এক ঘণ্টার বেশি সময় দু’জনের মধ্যে বৈঠক হয় । তবে বৈঠকে আর কী কী বিষয়ে আলোচনা হয়েছে রাজ্যপাল ও মুখ্যসচিবের মধ্যে সেই বিষয়ে কোনও তথ্য পাওয়া যায়নি ৷

প্রসঙ্গত, রামনবমীতে শিবপুরের ঘটনার পর থেকেই সক্রিয় ভূমিকায় দেখা যাচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । শিবপুর নিয়ে তিনি শুধু মুখ্যসচিব নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন । রিষড়ার ঘটনার খবর পেয়ে উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে তিনি কলকাতায় ফেরেন ৷ সরাসরি চলে যান রিষড়ায় ৷ সেখানে পুলিশের আধিকারিকদের সঙ্গে কথা বলেন ৷ অন্যদিকে হনুমান জয়ন্তীর দিন নিজে রাস্তায় নেমে মানুষের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল ।

এবার রাজ্য সরকারের তরফে শিবপুর ও রিষড়ার সাম্প্রতিক অশান্তি নিয়ে রিপোর্টও দেওয়া হল ৷ প্রশাসন সূত্রে অবশ্য রিপোর্টে কী আছে, সেই বিষয়ে কোনও কিছু জানানো হয়নি ৷ ফলে এই রিপোর্ট দেখার পর রাজ্যপালের তরফে কী প্রতিক্রিয়া দেওয়া হয়, সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন: একই দিনে দ্বিতীয়বার কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচার্য বোস, শুনতে হল গো-ব্যাক স্লোগান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.