ETV Bharat / state

Akhil Giri: রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন অখিল, দাবি রাজ্য বিজেপির - BJP alleged that Akhil Giri has made

রাজ্য বিজেপির তরফে টুইট করে বলা হয়েছে, "অখিল রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার সামনে দাঁড়িয়ে রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন । আমাদের রাষ্ট্রপতি একজন আদিবাসী । এখান থেকেই বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল আদিবাসী বিরোধী (BJP Slammed Akhil giri for his commennt about President Droupadi Murmu) ।"

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 12, 2022, 7:54 AM IST

Updated : Nov 12, 2022, 10:01 AM IST

কলকাতা, 11 নভেম্বর: রাজ্য মন্ত্রিসভার এক সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বিজেপি । গেরুয়া শিবিরের দাবি নন্দীগ্রামের এক সভা থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন অখিল গিরি (BJP alleged that Akhil Giri has made objectionable comments about President) ।

10 নভেম্বর নন্দীগ্রাম গোকুলনগর শহিদ মঞ্চে শহিদদের শ্রদ্ধা জানাতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফ থেকে শহিদ দিবস পালন করা হয় । রাতের অন্ধকারে তৃণমূল সমর্থিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদ মঞ্চে বিজেপির লোকেরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । তৃণমূল কর্মী-সমর্থকরা বাধা দিতে গেলে তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ । এরপরই প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল । সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, শশী পাঁজা, অখিল গিরি, সৌমেন মহাপাত্র-সহ অন্যান্য নেতারা ।

  • President Droupadi Murmu, hails from the Tribal community. Akhil Giri, TMC Minister of Correctional Homes made objectionable comments about her in the presence of Shashi Panja, another minister from the women’s welfare department

    Mamata Banerjee and TMC are anti-tribal. pic.twitter.com/vJNiZ7nBLM

    — BJP Bengal (@BJP4Bengal) November 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিবাদ সভা থেকে অখিল বিরোধী দলনেতা শুভেন্দুকে আক্রমণ করতে শুরু করেন । তাঁর হাত-পাঁজর ভেঙে দেওয়ারও হুমকি দেন মন্ত্রী । এরপরই তাঁকে বলতে শোনা যায়, "আমরা রূপ বিচার করি না । রাষ্ট্রপতির পদকে আমরা সম্মান করি কিন্তু তোমার (শুভেন্দু অধিকারী) রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা ? " বিজেপির দাবি এভাবে দেশের প্রথম নাগরিককে অপমান করেছেন রাজ্যের এই মন্ত্রী । রাজ্য বিজেপির তরফে টুইট করে বলা হয়েছে, "অখিল রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার সামনে দাঁড়িয়ে রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন । আমাদের রাষ্ট্রপতি একজন আদিবাসী । এখান থেকেই বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল আদিবাসী বিরোধী ।"

আরও পড়ুন: "মমতা ইশারা করলেই শুভেন্দুর হাত-পাঁজর ভেঙে দেব", হুঁশিয়ারি অখিলের

কলকাতা, 11 নভেম্বর: রাজ্য মন্ত্রিসভার এক সদস্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল বিজেপি । গেরুয়া শিবিরের দাবি নন্দীগ্রামের এক সভা থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন অখিল গিরি (BJP alleged that Akhil Giri has made objectionable comments about President) ।

10 নভেম্বর নন্দীগ্রাম গোকুলনগর শহিদ মঞ্চে শহিদদের শ্রদ্ধা জানাতে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির তরফ থেকে শহিদ দিবস পালন করা হয় । রাতের অন্ধকারে তৃণমূল সমর্থিত ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির শহিদ মঞ্চে বিজেপির লোকেরা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ । তৃণমূল কর্মী-সমর্থকরা বাধা দিতে গেলে তাঁদের মারধরও করা হয় বলে অভিযোগ । এরপরই প্রতিবাদ সভার আয়োজন করে তৃণমূল । সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, শশী পাঁজা, অখিল গিরি, সৌমেন মহাপাত্র-সহ অন্যান্য নেতারা ।

  • President Droupadi Murmu, hails from the Tribal community. Akhil Giri, TMC Minister of Correctional Homes made objectionable comments about her in the presence of Shashi Panja, another minister from the women’s welfare department

    Mamata Banerjee and TMC are anti-tribal. pic.twitter.com/vJNiZ7nBLM

    — BJP Bengal (@BJP4Bengal) November 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রতিবাদ সভা থেকে অখিল বিরোধী দলনেতা শুভেন্দুকে আক্রমণ করতে শুরু করেন । তাঁর হাত-পাঁজর ভেঙে দেওয়ারও হুমকি দেন মন্ত্রী । এরপরই তাঁকে বলতে শোনা যায়, "আমরা রূপ বিচার করি না । রাষ্ট্রপতির পদকে আমরা সম্মান করি কিন্তু তোমার (শুভেন্দু অধিকারী) রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা ? " বিজেপির দাবি এভাবে দেশের প্রথম নাগরিককে অপমান করেছেন রাজ্যের এই মন্ত্রী । রাজ্য বিজেপির তরফে টুইট করে বলা হয়েছে, "অখিল রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার সামনে দাঁড়িয়ে রাষ্ট্রপতি সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন । আমাদের রাষ্ট্রপতি একজন আদিবাসী । এখান থেকেই বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল আদিবাসী বিরোধী ।"

আরও পড়ুন: "মমতা ইশারা করলেই শুভেন্দুর হাত-পাঁজর ভেঙে দেব", হুঁশিয়ারি অখিলের

Last Updated : Nov 12, 2022, 10:01 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.