ETV Bharat / state

Manipur Violence: মণিপুরে হিংসা নিয়ে বিধানসভায় আলোচনার সিদ্ধান্ত

সোমবার থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার বাদল অধিবেশন ৷ চলবে আগামী দু’সপ্তাহ ৷ এই অধিবেশনে মণিপুরে হিংসা নিয়ে আলোচনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এ দিন এই কথাই জানিয়েছেন বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক নির্মল ঘোষ ৷

West Bengal assembly
West Bengal assembly
author img

By

Published : Jul 24, 2023, 8:05 PM IST

কলকাতা, 24 জুলাই: মণিপুরে হিংসা নিয়ে আলোচনা হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ সোমবার থেকে বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন ৷ সেই অধিবেশনেই এই নিয়ে আলোচনা হবে ৷ আলোচনা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে সর্বদলীয় বৈঠকে ৷ যদিও সেই বৈঠকে শুধু শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন ৷ প্রধান বিরোধী দল বিজেপি বৈঠক বয়কট করে ৷ আর আইএসএফ নওশাদ সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন না ৷

মণিপুর নিয়ে আলোচনা প্রসঙ্গে বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ সংবাদসংস্থাকে বলেন, "সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মণিপুরের পরিস্থিতি এবং উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য যে মানবিক সংকটের সম্মুখীন হচ্ছে, সেই বিষয়ে বিধানসভায় আলোচনা হবে । আলোচনার তারিখ এবং কোন নিয়মে তা হবে, সেই বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি ।"

মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গোড়া থেকেই সরব তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও ৷ গত মে মাসের শুরুতে যখন মণিপুর অগ্নিগর্ভ হয়ে ওঠে, সেই সময় কর্ণাটকে বিধানসভার নির্বাচন চলছে ৷ সেই নির্বাচনের প্রসঙ্গ টেনে বারবার তৃণমূল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছে ৷ এমনকী, মণিপুর যেতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে চলতি মাসের গোড়ায় মণিপুরে যায় তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল ৷

আরও পড়ুন: মণিপুরের পাশে আছে ইন্ডিয়া, একজোট হয়ে জোরালো বার্তা বিরোধীদের; মোদির বিবৃতি দাবি

কিন্তু গত বৃহস্পতিবার মণিপুরে নারী নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিরোধীরা ৷ সংসদে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত ৷ তারা সেখানে শুধু আলোচনা চেয়েই ক্ষান্ত নন, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতিও দাবি করেছেন বিরোধী সাংসদরা ৷

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হলে, সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে রাজনৈতিক মহলের মত ৷ কারণ, এখানে প্রধান বিরোধী দল বিজেপি ৷ তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এই ধরনের আলোচনার প্রস্তাবের বিরোধিতা করা হবে তাদের তরফে ৷

উল্লেখ্য, বিজেপি গত কয়েকটি অধিবেশনের সর্বদলীয় বৈঠক বয়কট করেছে ৷ পাশাপাশি বিধানসভার কার্যবিবরণী কমিটির বৈঠকেও তারা উপস্থিত থাকে না ৷ এবারও তারা একই পদক্ষেপ করেছে ৷ তবে তারা এবারের অধিবেশনে পঞ্চায়েতের হিংসা নিয়ে আলোচনার দাবি তুলবে বলে জানিয়েছে ৷

এই নিয়ে এদিন বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, "রাজ্য সরকার তার ব্যর্থতা থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে । আমরা চাই বাংলায় মহিলাদের নিরাপত্তা, এবং রাজ্যে পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে আলোচনা হোক ।"

প্রসঙ্গত, এবার বিধানসভার অধিবেশন চলবে দু’সপ্তাহ ৷ ফলে এই সময়ে বিধানসভার অন্দর যে বারবার উত্তপ্ত হয়ে উঠবে শাসক ও বিরোধীর সংঘাতে, তা বলাই বাহুল্য !

কলকাতা, 24 জুলাই: মণিপুরে হিংসা নিয়ে আলোচনা হবে পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷ সোমবার থেকে বিধানসভায় শুরু হয়েছে বাদল অধিবেশন ৷ সেই অধিবেশনেই এই নিয়ে আলোচনা হবে ৷ আলোচনা হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে সর্বদলীয় বৈঠকে ৷ যদিও সেই বৈঠকে শুধু শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরাই উপস্থিত ছিলেন ৷ প্রধান বিরোধী দল বিজেপি বৈঠক বয়কট করে ৷ আর আইএসএফ নওশাদ সিদ্দিকী বৈঠকে উপস্থিত ছিলেন না ৷

মণিপুর নিয়ে আলোচনা প্রসঙ্গে বিধানসভায় শাসক দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ সংবাদসংস্থাকে বলেন, "সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মণিপুরের পরিস্থিতি এবং উত্তর-পূর্ব ভারতের এই রাজ্য যে মানবিক সংকটের সম্মুখীন হচ্ছে, সেই বিষয়ে বিধানসভায় আলোচনা হবে । আলোচনার তারিখ এবং কোন নিয়মে তা হবে, সেই বিষয়টি এখনও চূড়ান্ত করা হয়নি ।"

মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে গোড়া থেকেই সরব তৃণমূল কংগ্রেস ৷ এই নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কেও ৷ গত মে মাসের শুরুতে যখন মণিপুর অগ্নিগর্ভ হয়ে ওঠে, সেই সময় কর্ণাটকে বিধানসভার নির্বাচন চলছে ৷ সেই নির্বাচনের প্রসঙ্গ টেনে বারবার তৃণমূল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করেছে ৷ এমনকী, মণিপুর যেতে চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও লেখেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পরে চলতি মাসের গোড়ায় মণিপুরে যায় তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল ৷

আরও পড়ুন: মণিপুরের পাশে আছে ইন্ডিয়া, একজোট হয়ে জোরালো বার্তা বিরোধীদের; মোদির বিবৃতি দাবি

কিন্তু গত বৃহস্পতিবার মণিপুরে নারী নির্যাতনের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে এই নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে বিরোধীরা ৷ সংসদে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত ৷ তারা সেখানে শুধু আলোচনা চেয়েই ক্ষান্ত নন, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতিও দাবি করেছেন বিরোধী সাংসদরা ৷

এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় মণিপুর নিয়ে আলোচনা হলে, সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হতে পারে বলে রাজনৈতিক মহলের মত ৷ কারণ, এখানে প্রধান বিরোধী দল বিজেপি ৷ তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে এই ধরনের আলোচনার প্রস্তাবের বিরোধিতা করা হবে তাদের তরফে ৷

উল্লেখ্য, বিজেপি গত কয়েকটি অধিবেশনের সর্বদলীয় বৈঠক বয়কট করেছে ৷ পাশাপাশি বিধানসভার কার্যবিবরণী কমিটির বৈঠকেও তারা উপস্থিত থাকে না ৷ এবারও তারা একই পদক্ষেপ করেছে ৷ তবে তারা এবারের অধিবেশনে পঞ্চায়েতের হিংসা নিয়ে আলোচনার দাবি তুলবে বলে জানিয়েছে ৷

এই নিয়ে এদিন বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, "রাজ্য সরকার তার ব্যর্থতা থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে । আমরা চাই বাংলায় মহিলাদের নিরাপত্তা, এবং রাজ্যে পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে আলোচনা হোক ।"

প্রসঙ্গত, এবার বিধানসভার অধিবেশন চলবে দু’সপ্তাহ ৷ ফলে এই সময়ে বিধানসভার অন্দর যে বারবার উত্তপ্ত হয়ে উঠবে শাসক ও বিরোধীর সংঘাতে, তা বলাই বাহুল্য !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.