কলকাতা 19 ফেব্রুয়ারি : বাম ছাত্র-যুব সংগঠনের নবান্ন অভিযানের 9দিন পার হয়ে গিয়েছে ৷ এখনও নিখোঁজ সিপিআইএম কর্মী দীপক পাঁজা ৷ এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন দীপক পাঁজার স্ত্রী সরস্বতী পাঁজা ৷ "হেবিয়াস কর্পাস" মামলা দায়ের করেন তিনি। মামলাকারীর তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় ও ইন্দ্রজিৎ দে বিচারপতি রাজেশ বিন্দাল ও বিচারপতি অনিরুদ্ধ রায়ের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি জানান ।
আরও পড়ুন : অন্ধকারের সেরা নিদর্শন গুজরাত, মোদিকে নিশানা ব্রাত্য বসুর
11 ফেব্রুয়ারি বাম ছাত্র-যুব সংগঠনের ডাকে নবান্ন অভিযানে শামিল হন কর্মীরা ৷ অভিযানে শামিল হতে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বাহারপোতা থেকে আসেন দীপক ৷ ওইদিন সন্ধেয় দলের অন্যান্য কর্মীরা বাড়ি ফিরলেও ফেরেননি দীপক পাঁজা ৷ এরপরেই তাঁর খোঁজ শুরু করেন পরিবারের লোকেরা ৷ পাঁশকুড়ার বিধায়ক ইব্রাহিম আলির তরফে বিষয়টি শিবপুর ও নিউমার্কেট থানায় জানানো হয় ৷ তবে, ঘটনার পর 9দিন পার হয়ে গেলেও এখনও পর্যন্ত কোনও খোঁজ পাওয়া যায়নি দীপক পাঁজার ৷ এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন দীপক পাঁজার স্ত্রী ৷
ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, নবান্ন অভিযানে মৃত বামকর্মী মইদুল ইসলামের মামলাটির আগামী সোমবার শুনানি রয়েছে। সেইসঙ্গে এই বিষয়টিও শোনা হবে ।