ETV Bharat / state

ঘুম উড়েছে বিজেপির, জিতবেন মমতাই: টুইটারে আক্রমণ পার্থর - টুইটারে বিজেপিকে আক্রমণ পার্থ চ্যাটার্জির

তৃতীয় দফা নির্বাচনেও জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি পার্থ চট্টোপাধ্যায়ের ৷ মঙ্গলবার সকালে নিজের টুইটার হ্যান্ডেল থেকে পার্থ লেখেন, ‘বিজেপির দাবি বাংলায় নাকি বিজেপি মডেল প্রয়োজন ৷ কিন্তু প্রথম দু'দফা নির্বাচন-সহ তৃতীয় দফাতেও এগিয়ে রয়েছে ঘাসফুল শিবির ৷ এতেই ঘুম উড়েছে বিজেপির ৷

পার্থ চট্টোপাধ্যায়ের ৷
পার্থ চট্টোপাধ্যায়ের ৷
author img

By

Published : Apr 6, 2021, 10:27 AM IST

Updated : Apr 6, 2021, 10:38 AM IST

কলকাতা, 6 এপ্রিল: প্রথম এবং দ্বিতীয় দফায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস ৷ তৃতীয় দফাতেও এগিয়ে থাকবে ঘাসফুল শিবির ৷ জয়ী হবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই ৷ বিজেপি যতই আস্ফালন করুক না কেন এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে বিজেপির ৷ বঙ্গে তৃতীয় দফা নির্বাচনের শুরুতেই প্রতিক্রিয়া পার্থর ৷ এদিন সকাল 9টা নাগাদ তৃণমূলের মহাসচিব টুইটে বিজেপিকে আক্রমণ করেন ৷ পাশাপাশি প্রথম তিন দফা ভোটের রায় দলীয় সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই দেন ৷

  • বহিরাগত @BJP4Bengal-র বক্তব্য বাংলার নাকি "বিজেপি মডেল" চাই!

    অথচ প্রথম দুই দফাতেই নন্দীগ্রাম সহ বাকি সব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। ঘুম ছুটেছে বিজেপির।

    আজ তৃতীয় দফাতেও সব কেন্দ্রেই বিপুল জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। জয়ী হবেন @MamataOfficial#VoteForTMC

    — Partha Chatterjee (@itspcofficial) April 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, "বহিরাগত বিজেপির বক্তব্য, বাংলার নাকি বিজেপি মডেল চাই ! অথচ প্রথম দুই দফাতেই নন্দীগ্রাম-সহ বাকি সব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার । ঘুম ছুটেছে বিজেপির । আজ তৃতীয় দফাতেও সব কেন্দ্রেই বিপুল জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস । জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷"

চলতি নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের মহারথীদের বাক্​যুদ্ধ, একে অপরকে আক্রমণ অব্যাহত ৷ জনসভায় তো বটেই, বাদ যাচ্ছে না সোশ্যাল মিডিয়াও ৷ দু'পক্ষই দাবি করেছে জিতবে তারাই ৷ কে ঠিক তা জানতে অবশ্য সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে 2 মে‘র জন্য ৷

কলকাতা, 6 এপ্রিল: প্রথম এবং দ্বিতীয় দফায় এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস ৷ তৃতীয় দফাতেও এগিয়ে থাকবে ঘাসফুল শিবির ৷ জয়ী হবেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই ৷ বিজেপি যতই আস্ফালন করুক না কেন এই পরিস্থিতিতে ঘুম ছুটেছে বিজেপির ৷ বঙ্গে তৃতীয় দফা নির্বাচনের শুরুতেই প্রতিক্রিয়া পার্থর ৷ এদিন সকাল 9টা নাগাদ তৃণমূলের মহাসচিব টুইটে বিজেপিকে আক্রমণ করেন ৷ পাশাপাশি প্রথম তিন দফা ভোটের রায় দলীয় সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই দেন ৷

  • বহিরাগত @BJP4Bengal-র বক্তব্য বাংলার নাকি "বিজেপি মডেল" চাই!

    অথচ প্রথম দুই দফাতেই নন্দীগ্রাম সহ বাকি সব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। ঘুম ছুটেছে বিজেপির।

    আজ তৃতীয় দফাতেও সব কেন্দ্রেই বিপুল জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস। জয়ী হবেন @MamataOfficial#VoteForTMC

    — Partha Chatterjee (@itspcofficial) April 6, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লেখেন, "বহিরাগত বিজেপির বক্তব্য, বাংলার নাকি বিজেপি মডেল চাই ! অথচ প্রথম দুই দফাতেই নন্দীগ্রাম-সহ বাকি সব কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের জয়জয়কার । ঘুম ছুটেছে বিজেপির । আজ তৃতীয় দফাতেও সব কেন্দ্রেই বিপুল জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস । জয়ী হবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷"

চলতি নির্বাচনে বিজেপি এবং তৃণমূলের মহারথীদের বাক্​যুদ্ধ, একে অপরকে আক্রমণ অব্যাহত ৷ জনসভায় তো বটেই, বাদ যাচ্ছে না সোশ্যাল মিডিয়াও ৷ দু'পক্ষই দাবি করেছে জিতবে তারাই ৷ কে ঠিক তা জানতে অবশ্য সাধারণ মানুষকে অপেক্ষা করতে হবে 2 মে‘র জন্য ৷

Last Updated : Apr 6, 2021, 10:38 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.