ETV Bharat / state

হাসপাতালে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হল না, ডেরেকের কাছে খোঁজ নিলেন লকেট

হাসপাতালে গিয়েও দেখা মিলল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের । ডেরেক ও'ব্রায়েনের কাছ থেকে খোঁজ খবর নিলেন লকেটরা ।

মুখ্যমন্ত্রী আরোগ্য কামনা করে উচ্চপর্যায়ের তদন্তের দাবি বিজেপি নেতৃত্বদের
মুখ্যমন্ত্রী আরোগ্য কামনা করে উচ্চপর্যায়ের তদন্তের দাবি বিজেপি নেতৃত্বদের
author img

By

Published : Mar 11, 2021, 9:19 PM IST

কলকাতা, 11 মার্চ : আহত মুখ্যমন্ত্রীকে দেখতে আজ সকাল থেকেই এসএসকেএম হাসপাতালে এসেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা । পাশাপাশি হাজির হয়েছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব । তথাগত রায়, শমীক ভট্টাচার্যের পরে এদিন দুপুরে আসেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় । বেশ কিছুক্ষণ পর উডবার্ন ওয়ার্ড থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "চিকিৎসকদের নিষেধাজ্ঞা থাকায় দেখা হয়নি মুখ‍্যমন্ত্রীর সঙ্গে । কথা হয়েছে ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে । তাঁর কাছ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিলাম ।" শুধু তাই নয়, কীভাবে এই ঘটনা ঘটল তার জন্য উচ্চপর্যায় তদন্তের দাবি করলেন লকেট চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন : ফের সিটি স্ক্যান হবে মমতার, দেখতে এলেন অভিষেক

তিনি বলেন, "হাড়ে চিড় আছে এবং কমপক্ষে এক সপ্তাহ বেড-রেস্টে থাকতে হবে । পায়ে প্ল‍্যাস্টার করা আছে । এমআরআই করানো হয়েছিল । রিপোর্টে মাথায় কোনও ফ্র‍্যাকচার নেই ।" উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলে বলেন, "কালকে যেভাবে ওনাকে দেখেছিলাম, মুখ থুবড়ে পড়ে গেছেন, হাত-পায়ে লেখেছে । আমার মনে হয় তদন্তের দরকার আছে । উচ্চস্তরীয় তদন্তের প্রয়োজন আছে । মুখ‍্যমন্ত্রীর সঙ্গে যে ধরনের উচ্চপর্যায়ের নিরাপত্তা ব‍্যবস্থা থাকে সেখানে কীভাবে এই ঘটনা ঘটল ? আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটার তদন্ত হওয়া উচিত ।"

একটা অসৌজন্যের রাজনীতি চলছে । এমনই অভিযোগ তোলা হচ্ছে গতকালের ঘটনায় বিরোধীদের প্রতিক্রিয়া দেখে । তা নিয়ে বিজেপি নেত্রী বলেন, "এখানে কোনও রাজনীতি নেই । এটা মানবিকতার বিষয় । এখানে রাজনীতি না দেখাই ভাল । একজন মুখ‍্যমন্ত্রী, এত উচ্চপর্যায়ের নিরাপত্তা তাঁকে ঘিরে থাকে । তা সত্ত্বেও এমন ঘটনা ঘটল । এখানে তো নিরাপত্তা ব‍্যবস্থা নিয়েই উঠছে প্রশ্ন । পুরোপুরি তদন্ত হওয়া উচিত । এরকমভাবে সিকিউরিটি লেভেল পেরিয়ে কী করে মুখ‍্যমন্ত্রীকে আক্রমণ করতে পারে ? এটা একটা বড় প্রশ্ন ।"

তদন্তের পরই উঠে আসবে প্রকৃত ঘটনা ৷ তবে আপাতত এই নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক ।"

কলকাতা, 11 মার্চ : আহত মুখ্যমন্ত্রীকে দেখতে আজ সকাল থেকেই এসএসকেএম হাসপাতালে এসেছেন তৃণমূল কংগ্রেসের নেতা-নেত্রীরা । পাশাপাশি হাজির হয়েছিলেন বিজেপির একাধিক নেতৃত্ব । তথাগত রায়, শমীক ভট্টাচার্যের পরে এদিন দুপুরে আসেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় । বেশ কিছুক্ষণ পর উডবার্ন ওয়ার্ড থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "চিকিৎসকদের নিষেধাজ্ঞা থাকায় দেখা হয়নি মুখ‍্যমন্ত্রীর সঙ্গে । কথা হয়েছে ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে । তাঁর কাছ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিলাম ।" শুধু তাই নয়, কীভাবে এই ঘটনা ঘটল তার জন্য উচ্চপর্যায় তদন্তের দাবি করলেন লকেট চট্টোপাধ্যায় ।

আরও পড়ুন : ফের সিটি স্ক্যান হবে মমতার, দেখতে এলেন অভিষেক

তিনি বলেন, "হাড়ে চিড় আছে এবং কমপক্ষে এক সপ্তাহ বেড-রেস্টে থাকতে হবে । পায়ে প্ল‍্যাস্টার করা আছে । এমআরআই করানো হয়েছিল । রিপোর্টে মাথায় কোনও ফ্র‍্যাকচার নেই ।" উচ্চপর্যায়ের তদন্তের দাবি তুলে বলেন, "কালকে যেভাবে ওনাকে দেখেছিলাম, মুখ থুবড়ে পড়ে গেছেন, হাত-পায়ে লেখেছে । আমার মনে হয় তদন্তের দরকার আছে । উচ্চস্তরীয় তদন্তের প্রয়োজন আছে । মুখ‍্যমন্ত্রীর সঙ্গে যে ধরনের উচ্চপর্যায়ের নিরাপত্তা ব‍্যবস্থা থাকে সেখানে কীভাবে এই ঘটনা ঘটল ? আমার মনে হয় খুব তাড়াতাড়ি এটার তদন্ত হওয়া উচিত ।"

একটা অসৌজন্যের রাজনীতি চলছে । এমনই অভিযোগ তোলা হচ্ছে গতকালের ঘটনায় বিরোধীদের প্রতিক্রিয়া দেখে । তা নিয়ে বিজেপি নেত্রী বলেন, "এখানে কোনও রাজনীতি নেই । এটা মানবিকতার বিষয় । এখানে রাজনীতি না দেখাই ভাল । একজন মুখ‍্যমন্ত্রী, এত উচ্চপর্যায়ের নিরাপত্তা তাঁকে ঘিরে থাকে । তা সত্ত্বেও এমন ঘটনা ঘটল । এখানে তো নিরাপত্তা ব‍্যবস্থা নিয়েই উঠছে প্রশ্ন । পুরোপুরি তদন্ত হওয়া উচিত । এরকমভাবে সিকিউরিটি লেভেল পেরিয়ে কী করে মুখ‍্যমন্ত্রীকে আক্রমণ করতে পারে ? এটা একটা বড় প্রশ্ন ।"

তদন্তের পরই উঠে আসবে প্রকৃত ঘটনা ৷ তবে আপাতত এই নিয়েই তোলপাড় রাজ্য রাজনীতি ৷ মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় । তিনি বলেন, "মুখ্যমন্ত্রী তাড়াতাড়ি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.