জয়পুর থেকে লড়বেন নরহরি মাহাত ।
মহিষাদল থেকে লড়বেন বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় ।
হলদিয়ায় লড়বেন তাপসী মণ্ডল ।
ময়না থেকে লড়বেন অশোক দিন্দা ।
কাঁথি উত্তর থেকে লড়বেন সুনিতা সিংহ ।
ডেবরা থেকে লড়বেন ভারতী ঘোষ ।
পুরুলিয়া থেকে লড়বেন সুদীপ মুখোপাধ্যায় ।
বিষ্ণুপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তন্ময় ঘোষ ।
সোনামুখী থেকে লড়বেন দিবাকর ঘরামি ।
রানিবাঁধ থেকে লড়বেন ক্ষুদিরাম টুডু ।
দাসপুর থেকে লড়বেন প্রসন্ন বেরা ।
ইন্দাস থেকে লড়বেন নির্মল ধারা ।