ETV Bharat / state

370 ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের বিশিষ্টদের - প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের বিশিষ্টদের

সংবিধানের 370 ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানালেন রাজ্যের বিশিষ্টরা ৷ চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

নরেন্দ্র মোদি
author img

By

Published : Aug 6, 2019, 1:55 AM IST

কলকাতা, 6 অগাস্ট : সংবিধানের 370 ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন রাজ্যের 41 জন বিশিষ্ট ৷ তাঁদের মধ্যে রয়েছেন রন্তিদেব সেনগুপ্ত, ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পাল, অধ্যাপক রাধারমণ চক্রবর্তী সহ অন্যরা ৷

গতকালই জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেছেন । পরে রাজ্যসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাতে ছিল জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব ৷ বিরোধীদের হই-হট্টগোল সত্ত্বেও সংসদের উচ্চকক্ষে বিলটি পাশ করাতে সরকারকে বিশেষ বেগ পেতে হয়নি ৷

এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের 41 জন বিশিষ্ট ৷ চিঠিতে তাঁরা লিখেছেন, "এই সিদ্ধান্ত স্বাধীন ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ৷ গত সাত দশকে কাশ্মীরের সাধারণ মানুষ সবথেকে বেশি ভুগেছেন ৷ আমাদের আশা, কাশ্মীরে শান্তি ও ঐক্য নিশ্চিত করবে আপনার সিদ্ধান্ত ৷ আর ভারতের নৈসর্গিক অঞ্চলে দীর্ঘকালীন মেয়াদে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হবে ৷ ভারতীয় হিসেবে আমরা অবশ্যই এই সিদ্ধান্তকে সমর্থন করছি ৷ কারণ সবার ঊর্ধ্বে উঠে আমরা এক দেশ তত্ত্বে বিশ্বাস করি ৷ দেশ ও জম্মু-কাশ্মীরের ভাইবোনেদের স্বার্থে এই সিদ্ধান্ত যে অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া হয়েছে তা বলাইবাহুল্য ৷ এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস, কারণ অবশেষে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে ৷"

এই সংক্রান্ত আরও খবর : নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা রাখতে রাজ্যগুলিকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

এনিয়ে BJP নেত্রী তথা ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পাল বলেন, "আজ সত্যি এক ঐতিহাসিক দিন । এই দিনেই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ A ধারা বাতিল করা হয়েছে । এটা একটি সাহসী পদক্ষেপ । খুবই দরকার ছিল ৷"

এই সংক্রান্ত আরও খবর : পাঁচবছর দিন, কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলব : অমিত শাহ

কলকাতা, 6 অগাস্ট : সংবিধানের 370 ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন রাজ্যের 41 জন বিশিষ্ট ৷ তাঁদের মধ্যে রয়েছেন রন্তিদেব সেনগুপ্ত, ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পাল, অধ্যাপক রাধারমণ চক্রবর্তী সহ অন্যরা ৷

গতকালই জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেছেন । পরে রাজ্যসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাতে ছিল জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব ৷ বিরোধীদের হই-হট্টগোল সত্ত্বেও সংসদের উচ্চকক্ষে বিলটি পাশ করাতে সরকারকে বিশেষ বেগ পেতে হয়নি ৷

এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের 41 জন বিশিষ্ট ৷ চিঠিতে তাঁরা লিখেছেন, "এই সিদ্ধান্ত স্বাধীন ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ৷ গত সাত দশকে কাশ্মীরের সাধারণ মানুষ সবথেকে বেশি ভুগেছেন ৷ আমাদের আশা, কাশ্মীরে শান্তি ও ঐক্য নিশ্চিত করবে আপনার সিদ্ধান্ত ৷ আর ভারতের নৈসর্গিক অঞ্চলে দীর্ঘকালীন মেয়াদে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হবে ৷ ভারতীয় হিসেবে আমরা অবশ্যই এই সিদ্ধান্তকে সমর্থন করছি ৷ কারণ সবার ঊর্ধ্বে উঠে আমরা এক দেশ তত্ত্বে বিশ্বাস করি ৷ দেশ ও জম্মু-কাশ্মীরের ভাইবোনেদের স্বার্থে এই সিদ্ধান্ত যে অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া হয়েছে তা বলাইবাহুল্য ৷ এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস, কারণ অবশেষে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে ৷"

এই সংক্রান্ত আরও খবর : নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা রাখতে রাজ্যগুলিকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের

এনিয়ে BJP নেত্রী তথা ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পাল বলেন, "আজ সত্যি এক ঐতিহাসিক দিন । এই দিনেই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ A ধারা বাতিল করা হয়েছে । এটা একটি সাহসী পদক্ষেপ । খুবই দরকার ছিল ৷"

এই সংক্রান্ত আরও খবর : পাঁচবছর দিন, কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলব : অমিত শাহ

Intro:06-08-19

সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: কাশ্মিরে ৩৭০ ও ৩৫ এ ধারা বাতিল কেন্দ্রীয় সরকারের। এই সিদ্ধান্ত কে স্বাগত ও অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কে চিঠি পাঠালেন ৪১ জন বুদ্ধিজীবি।



যে সমস্ত বুদ্ধিজীবি চিঠি পাঠালেন। তার মধ্যে উল্লেখযোগ্য অধ্যাপক রাধারমন চক্রবত্তী, অধ্যাপক অচিন্তা বিশ্বাস, অঞ্জু সাহা, ড: অশোক রায়, রন্তিদেব সেনগুপ্ত, ফ্যাশান ডিজাইনার অগ্নিমিত্রা পাল সহ ৪১ জন বুদ্ধিজীবি।


দেশজুরে গনপিটুনি সহ একাধিক ইশুতে অপর্না সেন ও কৌশিক সেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছিলেন। তার পর এই চিঠিকে কেন্দ্র করে বির্তকও তৈরি হয়। এই চিঠির পালটা বিজেপি ঘনিষ্ঠ বুদ্ধিজীবি কঙ্গলা রাওয়াত ও প্রধানমন্ত্রীকে চিঠি পাঠায়।




এই বিজেপির অগ্নিমিত্রা পাল বলেন," আজ সত্যি একটা ঐতিহাসিক দিন। এই দিনেই জম্বু ও কাশ্মির থেকে ৩৭০ ও ৩৫ A ধারা বাতিল। একটা শাহসী পদক্ষেপ। এটা খুবই দরকার ছিলো" Body:To
The Honourable Prime Minister of India
Shri Narendra DamodarDas Modi.


Respected Sir,

We are delighted to welcome the decision to revoke article 370 that granted special status to the erstwhile State of Jammu and Kashmir which now stands bifurcated. It marks the beginning of a new chapter in the history of Independent India. The people of Kashmir suffered the most in the seven decade long stalemate. We expect your decision to ensure peace and harmony in Kashmir and trigger growth in that beautiful part of India in the longer run. We believe J&K was , is and will always be an integral part of India and the people of J&K are our own. As Indians We must stand by it because We believe in the theory of ONE Nation above all. We firmly stand by this historic step which finally consolidates the Nation , removing once and for all any illusion of seclusion held by self-seeking elements anywhere. It's evidently one of the most well thought of decisions taken in the interest of the Nation for our sisters brothers in Jammu and Kashmir.

We feel like this is our second independence day because probably today finally Shyama Prasad Mukherjee's dream is fulfilled.

We would like to convey that we are all geared up to extend our cooperation and support for this historic movement. Please do let us know how we can help to achieve the desired result.

Thanking you in anticipation,


With regards.

Bengal Intellectual society.

1 Prof Radharaman Chakraborty
2 Prof Achintya Biswas
3.Prof Nilanjan Ghosh
4.Prof Anindya Jyoti Majumdar
5.Prof Iman Kalyan Lahiri
6 Prof Bhagaban Behera
7.Prof Arup Kanti Pai
8.Prof Anup Shekhar Chakraborty
9.Tanima Kayal
10.Anuja Saha
11.Sampurna Goswami
12.Dr Ashok Ray
13 Dr Purnendu Roy
14.Dr Anupam Shukla
15.Dr Prabhas Majhi
16 Dr Kalyan Banerjee
17 Dr Sujit Chatterjee
18 Dr Ravindra Rekhade
19 Pratim Bose
20 Pritika Dutta
21 Urbi Das
22 Jeetendra Kumar Rampuria
23 Lipika Ghosh
24 Sujit Chatterjee
25 Suvradip Dasgupta
26 Vikas Singh
27 Simi Anil Kumar
28 Aparna Ray
29 Arun Bose
30 Madhumita Pyne
31 Mainak Putatunda
32 Shubhasish Banerjee
33 Madhumita Chatterjee
34 Sanjay RoyChowdhury
35 Srijita
36 Bodhaditya
37 Biraj
38 Neelanjana Banerjee
39 Sanghamitra Pandit
40 Agnimitra PaulConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.