কলকাতা, 6 অগাস্ট : সংবিধানের 370 ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন রাজ্যের 41 জন বিশিষ্ট ৷ তাঁদের মধ্যে রয়েছেন রন্তিদেব সেনগুপ্ত, ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পাল, অধ্যাপক রাধারমণ চক্রবর্তী সহ অন্যরা ৷
গতকালই জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করা হয়েছে । 370 ধারার 1 নম্বর উপধারার প্রয়োগ করে রাষ্ট্রপতি 1954 সালে জম্মু ও কাশ্মীরকে দেওয়া 370 ধারা প্রত্যাহারের নির্দেশিকায় সই করেছেন । পরে রাজ্যসভায় জম্মু-কাশ্মীর পুনর্গঠন বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তাতে ছিল জম্মু-কাশ্মীর ও লাদাখকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করার প্রস্তাব ৷ বিরোধীদের হই-হট্টগোল সত্ত্বেও সংসদের উচ্চকক্ষে বিলটি পাশ করাতে সরকারকে বিশেষ বেগ পেতে হয়নি ৷
এই সংক্রান্ত আরও খবর : জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিল পাশ রাজ্যসভায়
কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন রাজ্যের 41 জন বিশিষ্ট ৷ চিঠিতে তাঁরা লিখেছেন, "এই সিদ্ধান্ত স্বাধীন ভারতের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে ৷ গত সাত দশকে কাশ্মীরের সাধারণ মানুষ সবথেকে বেশি ভুগেছেন ৷ আমাদের আশা, কাশ্মীরে শান্তি ও ঐক্য নিশ্চিত করবে আপনার সিদ্ধান্ত ৷ আর ভারতের নৈসর্গিক অঞ্চলে দীর্ঘকালীন মেয়াদে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হবে ৷ ভারতীয় হিসেবে আমরা অবশ্যই এই সিদ্ধান্তকে সমর্থন করছি ৷ কারণ সবার ঊর্ধ্বে উঠে আমরা এক দেশ তত্ত্বে বিশ্বাস করি ৷ দেশ ও জম্মু-কাশ্মীরের ভাইবোনেদের স্বার্থে এই সিদ্ধান্ত যে অত্যন্ত ভেবেচিন্তে নেওয়া হয়েছে তা বলাইবাহুল্য ৷ এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা দিবস, কারণ অবশেষে শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হয়েছে ৷"
এই সংক্রান্ত আরও খবর : নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা রাখতে রাজ্যগুলিকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রকের
এনিয়ে BJP নেত্রী তথা ফ্যাশন ডিজ়াইনার অগ্নিমিত্রা পাল বলেন, "আজ সত্যি এক ঐতিহাসিক দিন । এই দিনেই জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ও ৩৫ A ধারা বাতিল করা হয়েছে । এটা একটি সাহসী পদক্ষেপ । খুবই দরকার ছিল ৷"
এই সংক্রান্ত আরও খবর : পাঁচবছর দিন, কাশ্মীরকে সর্বাঙ্গীণ সুন্দর করে তুলব : অমিত শাহ