কলকাতা, 3ফেব্রুয়ারি : আজ কলকাতায় ফেব্রুয়ারি মাসের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়ল । 4 বছর পর আবার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাল । এর আগে 2015 সালের 1 ফেব্রুয়ারিতে সর্বনিম্ন পারদ ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস । আর আজ সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়াল 12.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম । যদিও আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটতে শুরু করবে । ক'দিন টানা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।
আগামীকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ আংশিক মেঘলা থাকবে। সন্ধের পর পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে । বুধ ও বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। ক্রমশ বাড়বে তাপমাত্রা । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টির জেরে বুধ ও বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে । যদিও রাতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বাড়বে ।
বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । এর ফলে সমুদ্রপৃষ্ঠ থেকে জলীয়বাষ্প ঢুকবে আমাদের রাজ্যে । সেইসঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের সংস্পর্শে মেঘ তৈরি হবে । 3 দিন টানা বৃষ্টি চলবে ৷ আজ রাতেই জম্মু কাশ্মীর উপত্যকায় আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে । এর ফলে তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডে । মঙ্গল ও বুধবার উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।