ETV Bharat / state

আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ গাঙ্গেয় জেলাগুলোতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস - Kolkata

আজ সন্ধ্যার পর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা ৷ বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিকর গরম রয়েছে ৷

কলকাতা-সহ গাঙ্গেয় জেলাগুলোতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
কলকাতা-সহ গাঙ্গেয় জেলাগুলোতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস
author img

By

Published : Jun 9, 2020, 1:17 PM IST

কলকাতা, 9 জুন : কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা রয়েছে । তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের থেকে বেশি ৷ সেই সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে । ফলে কষ্টকর পরিস্থিতি তৈরি হয়েছে । তাপদাহে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 56 শতাংশ । যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামীকাল থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে ।

আগামী 24 ঘণ্টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । এই নিম্নচাপটি পরবর্তী সময় ঘনীভূত হয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর করবে । এর ফলে বাংলাদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । সেই সঙ্গে এই নিম্নচাপের প্রভাবে মৌসুমী বায়ুর গতি ত্বরান্বিত হবে । এই নিম্নচাপের হাত ধরেই বর্ষা প্রবেশ করবে রাজ্যে । 11-12 জুন নাগাদ বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে ৷ এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

অন্যদিকে, বাংলাদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত থাকায় বর্ষাকে প্রভাবিত করবে । এই অক্ষরেখার প্রভাবে দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বেশি প্রবেশ করছে রাজ্যে । জলীয় বাষ্পপূর্ণ বাতাস থেকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । এই স্থানীয় বজ্রগর্ভ মেঘের থেকেই আগামী 24 ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ।

আজও সন্ধ্যার পর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতায় আগামী 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 24.4 মিলিমিটার ৷

কলকাতা, 9 জুন : কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা রয়েছে । তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের থেকে বেশি ৷ সেই সঙ্গে জলীয় বাষ্পের পরিমাণ বেশি রয়েছে । ফলে কষ্টকর পরিস্থিতি তৈরি হয়েছে । তাপদাহে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ ও সর্বনিম্ন 56 শতাংশ । যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । আগামীকাল থেকে রাজ্যজুড়ে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যজুড়ে ।

আগামী 24 ঘণ্টায় পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । এই নিম্নচাপটি পরবর্তী সময় ঘনীভূত হয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর করবে । এর ফলে বাংলাদেশ, ওড়িশা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । সেই সঙ্গে এই নিম্নচাপের প্রভাবে মৌসুমী বায়ুর গতি ত্বরান্বিত হবে । এই নিম্নচাপের হাত ধরেই বর্ষা প্রবেশ করবে রাজ্যে । 11-12 জুন নাগাদ বর্ষা প্রবেশ করতে চলেছে দক্ষিণবঙ্গে ৷ এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।

অন্যদিকে, বাংলাদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের উপর দিয়ে এই অক্ষরেখা বিস্তৃত থাকায় বর্ষাকে প্রভাবিত করবে । এই অক্ষরেখার প্রভাবে দক্ষিণ দিক থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস বেশি প্রবেশ করছে রাজ্যে । জলীয় বাষ্পপূর্ণ বাতাস থেকে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে । এই স্থানীয় বজ্রগর্ভ মেঘের থেকেই আগামী 24 ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে ঝড়-বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে ।

আজও সন্ধ্যার পর কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতায় আগামী 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 24.4 মিলিমিটার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.