ETV Bharat / state

ফেব্রুয়ারির হাত ধরে রাজ্যে বসন্তের প্রবেশ - বসন্ত এসে গেছে

সকালে কলকাতায় হালকা শীতের আমেজ রয়েছে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি কম ।

অবশেষে বসন্ত এলো রাজ্যে
অবশেষে বসন্ত এলো রাজ্যে
author img

By

Published : Feb 22, 2021, 11:11 AM IST

কলকাতা, 22 ফেব্রুয়ারি : শীতের রেশ কেটে, রাজ্যে বসন্ত এল । সকালে হালকা শীতের আমেজ আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে । কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সকালে হালকা কুয়াশার রেশ রয়েছে । বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে । এমনকী রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে । তবে উত্তরবঙ্গে আরও কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা শীতের আমেজ রয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় রাতে ও ভোরে হালকা শীতের আমেজ বজায় থাকবে । সকালের দিকে থাকবে হালকা কুয়াশা । আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে ।

আরও পড়ুন : কুয়াশার দিল্লি, দিনেই নামল রাতের আঁধার !

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 89 শতাংশ, সর্বনিম্ন 34 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি । শহরে আগামী 24 ঘণ্টায় সকালে হালকা কুয়াশার রেশ থাকবে । আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু, কাশ্মীর, লাদাখ, মুজফফরপুর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে । আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা রয়েছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ।

কলকাতা, 22 ফেব্রুয়ারি : শীতের রেশ কেটে, রাজ্যে বসন্ত এল । সকালে হালকা শীতের আমেজ আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে । কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সকালে হালকা কুয়াশার রেশ রয়েছে । বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে । এমনকী রাতের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে । তবে উত্তরবঙ্গে আরও কয়েকদিন শীতের আমেজ বজায় থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালে হালকা শীতের আমেজ রয়েছে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন বিভিন্ন জেলায় রাতে ও ভোরে হালকা শীতের আমেজ বজায় থাকবে । সকালের দিকে থাকবে হালকা কুয়াশা । আগামী কয়েকদিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে ।

আরও পড়ুন : কুয়াশার দিল্লি, দিনেই নামল রাতের আঁধার !

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 দশমিক 3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 89 শতাংশ, সর্বনিম্ন 34 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়নি । শহরে আগামী 24 ঘণ্টায় সকালে হালকা কুয়াশার রেশ থাকবে । আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাতের সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু, কাশ্মীর, লাদাখ, মুজফফরপুর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে । আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা রয়েছে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশে । আগামী 24 ঘণ্টায় দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.