ETV Bharat / state

West Bengal Weather Update: পাহাড়ে শীত, সমতলে ঠান্ডার সাময়িক বিরতি - Weather Report

দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গে উৎসবের আমেজ থাকলেও শীত সেভাবে পড়বে না (West Bengal Weather Update) ৷ তবে বছর শেষ হওয়ার আগে আবহাওয়া সামান্য হলেও বদলায় কিনা সেটাই এখন দেখার ।

West Bengal Weather Update
আজকের আবহাওয়া
author img

By

Published : Dec 26, 2022, 6:49 AM IST

কলকাতা, 26 ডিসেম্বর: দক্ষিণবঙ্গে আবহাওয়ায় যখন উষ্ণতার ছোঁয়া তখন উত্তরবঙ্গে জমিয়ে ঠান্ডা । পাহাড় থেকে সমতল সর্বত্রই শীতের আমেজ । সিকিমের লাচেন এবং দার্জিলিংয়ের টাইগার হিলে বরফ পড়েছে । আগামী কয়েকদিন আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই । বছরের শেষ দু'দিন ফের ঠান্ডা বাড়বে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Update) ৷

উত্তরবঙ্গের সমতলের তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি ছিল (Weather Report) রবিবার । সকাল থেকে কনকনে ঠান্ডায় বেলায় রোদ ওঠায় স্বস্তি নেমেছে । বিকেল তিনটের পর থেকে ফের ঠান্ডা জাঁকিয়ে পড়েছে । মালদহ ও দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে ঘন কুয়াশা পড়েছে । শিলিগুড়ি, জলপাইগুড়িতে কুয়াশা কম । উত্তরবঙ্গের আবহাত্তয়ার পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে । আজ এবং আগামিকাল রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে । পরের তিনদিন তাপমাত্রা কমবে । অর্থাৎ বর্ষবিদায় এবং বরণে কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে ।

দক্ষিণবঙ্গে বড়দিনের উৎসবের রঙ থাকলেও শীতের আমেজ সেভাবে ছিল না । দিনের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে (Weather Forecast) । ফলে শীতবস্ত্র চাপিয়ে ঘুরে বেড়ানোর কোনও দরকারই পড়েনি । সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূত হয়েছে মাত্র । ফলে উত্তরবঙ্গের জাঁকিয়ে ঠান্ডার সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পার্থক্য সবদিক থেকেই চোখে পড়ার মতো । রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 94 শতাংশ । সোমবারও তাপমাত্রার এই আচমকা বৃদ্ধি অব্যাহত থাকবে । ভোরের দিকে কুয়াশা থাকলেও দিন রৌদ্রজ্বল । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন: সরকারি চাকুরিজীবীদের উন্নতির যোগ, বাকিদের ভাগ্যে কী আছে; জানুন রাশিফলে

কলকাতা, 26 ডিসেম্বর: দক্ষিণবঙ্গে আবহাওয়ায় যখন উষ্ণতার ছোঁয়া তখন উত্তরবঙ্গে জমিয়ে ঠান্ডা । পাহাড় থেকে সমতল সর্বত্রই শীতের আমেজ । সিকিমের লাচেন এবং দার্জিলিংয়ের টাইগার হিলে বরফ পড়েছে । আগামী কয়েকদিন আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা নেই । বছরের শেষ দু'দিন ফের ঠান্ডা বাড়বে এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Update) ৷

উত্তরবঙ্গের সমতলের তাপমাত্রা 10 ডিগ্রির কাছাকাছি ছিল (Weather Report) রবিবার । সকাল থেকে কনকনে ঠান্ডায় বেলায় রোদ ওঠায় স্বস্তি নেমেছে । বিকেল তিনটের পর থেকে ফের ঠান্ডা জাঁকিয়ে পড়েছে । মালদহ ও দুই দিনাজপুর, কোচবিহার, আলিপুরদুয়ারে ঘন কুয়াশা পড়েছে । শিলিগুড়ি, জলপাইগুড়িতে কুয়াশা কম । উত্তরবঙ্গের আবহাত্তয়ার পূর্বাভাসে বলা হয়েছে মঙ্গলবার সকালের মধ্যে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে । আজ এবং আগামিকাল রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে । পরের তিনদিন তাপমাত্রা কমবে । অর্থাৎ বর্ষবিদায় এবং বরণে কনকনে ঠান্ডা উত্তরবঙ্গে ।

দক্ষিণবঙ্গে বড়দিনের উৎসবের রঙ থাকলেও শীতের আমেজ সেভাবে ছিল না । দিনের বেলায় সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করেছে (Weather Forecast) । ফলে শীতবস্ত্র চাপিয়ে ঘুরে বেড়ানোর কোনও দরকারই পড়েনি । সন্ধ্যায় হালকা ঠান্ডা অনুভূত হয়েছে মাত্র । ফলে উত্তরবঙ্গের জাঁকিয়ে ঠান্ডার সঙ্গে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পার্থক্য সবদিক থেকেই চোখে পড়ার মতো । রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা 28.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 94 শতাংশ । সোমবারও তাপমাত্রার এই আচমকা বৃদ্ধি অব্যাহত থাকবে । ভোরের দিকে কুয়াশা থাকলেও দিন রৌদ্রজ্বল । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন: সরকারি চাকুরিজীবীদের উন্নতির যোগ, বাকিদের ভাগ্যে কী আছে; জানুন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.