ETV Bharat / state

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটেছে, দক্ষিণবঙ্গে ফিরবে শীতের আমেজ - আলিপুর আবহাওয়া অফিস

আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ এছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস নেই ৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা ক্রমশ কমবে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফিরবে শীতের আমেজ ৷

পশ্চিমবঙ্গের আবহাওয়া
পশ্চিমবঙ্গের আবহাওয়া
author img

By

Published : Dec 17, 2019, 3:01 PM IST

কলকাতা, 17 ডিসেম্বর : কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকাল থেকেই হালকা কুয়াশা ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তাপমাত্রাও ৷ আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখন কেটেছে ৷ কিন্তু, এখনও সে ভাবে তাপমাত্রা কমেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ৷ আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ এছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস নেই ৷

আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে শীতের আমেজ ৷ যদিও, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা ক্রমশ কমবে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফিরবে শীতের আমেজ ৷

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা -

  • আসানসোল- 17.2 ডিগ্রি
  • বাঁকুড়া- 17.4 ডিগ্রি
  • ব্যারাকপুর- 16.6 ডিগ্রি
  • বহরমপুর- 14.2 ডিগ্রি
  • বর্ধমান- 16.6 ডিগ্রি
  • ক্যানিং- 18 ডিগ্রি
  • দমদম- 18.3 ডিগ্রি
  • হলদিয়া- 18.2 ডিগ্রি
  • মালদা- 18.6 ডিগ্রি
  • পুরুলিয়া- 16 ডিগ্রি
  • শ্রীনিকেতন- 16.2 ডিগ্রি
  • মেদিনীপুর- 18.6 ডিগ্রি
  • কৃষ্ণনগর- 17.2 ডিগ্রি


উত্তরবঙ্গের কয়েকটি জেলা সর্বনিম্ন তাপমাত্রা-

  • দার্জিলিং- 4.0 ডিগ্রি
  • জলপাইগুড়ি- 12.4 ডিগ্রি
  • কালিম্পং- 6.0 ডিগ্রি
  • কোচবিহার- 10.1 ডিগ্রি
  • শিলিগুড়ি- 8.9 ডিগ্রি

কলকাতা, 17 ডিসেম্বর : কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকাল থেকেই হালকা কুয়াশা ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে তাপমাত্রাও ৷ আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব এখন কেটেছে ৷ কিন্তু, এখনও সে ভাবে তাপমাত্রা কমেনি কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে ৷ আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ এছাড়া, পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷ উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস নেই ৷

আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমছে শীতের আমেজ ৷ যদিও, আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল থেকে তাপমাত্রা ক্রমশ কমবে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ফিরবে শীতের আমেজ ৷

দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা -

  • আসানসোল- 17.2 ডিগ্রি
  • বাঁকুড়া- 17.4 ডিগ্রি
  • ব্যারাকপুর- 16.6 ডিগ্রি
  • বহরমপুর- 14.2 ডিগ্রি
  • বর্ধমান- 16.6 ডিগ্রি
  • ক্যানিং- 18 ডিগ্রি
  • দমদম- 18.3 ডিগ্রি
  • হলদিয়া- 18.2 ডিগ্রি
  • মালদা- 18.6 ডিগ্রি
  • পুরুলিয়া- 16 ডিগ্রি
  • শ্রীনিকেতন- 16.2 ডিগ্রি
  • মেদিনীপুর- 18.6 ডিগ্রি
  • কৃষ্ণনগর- 17.2 ডিগ্রি


উত্তরবঙ্গের কয়েকটি জেলা সর্বনিম্ন তাপমাত্রা-

  • দার্জিলিং- 4.0 ডিগ্রি
  • জলপাইগুড়ি- 12.4 ডিগ্রি
  • কালিম্পং- 6.0 ডিগ্রি
  • কোচবিহার- 10.1 ডিগ্রি
  • শিলিগুড়ি- 8.9 ডিগ্রি
Intro:আজও শহরে তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি উপরে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালে হালকা কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেছে। কিন্তু এখনো সেই ভাবে তাপমাত্রা কমেনি কলকাতাসহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি।পুরুলিয়া বাঁকুড়া বীরভূমে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির পূর্বাভাস নেই।


Body:আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক থাকলেও সর্বনিম্ন তাপমাত্রার পারদ বেশ খানিকটা বেশি রয়েছে স্বাভাবিকের থেকে তুলনায়। আর এর ফলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই উধাও হচ্ছে শীতের আমেজ। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামীকাল অর্থাৎ বুধবারের পর থেকে ক্রমশ তাপমাত্রা কমবে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফিরবে শীতের আমেজ। অবশ্য সপ্তাহের শেষে ফের আরও একবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে থমকছ পারে তাপমাত্রা পতন।


Conclusion:দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা

আসানসোল 17.2
বাঁকুড়া 17.4
ব্যারাকপুর 16.6
বহরমপুর 14.2
বর্ধমান 16.6
ক্যানিং 18
দমদম 18.3
হলদিয়া 18.2
মালদা 18.6
পুরুলিয়া 16
শ্রীনিকেতন 16.2
মেদিনীপুর 18.6
কৃষ্ণনগর 17.2

উত্তরবঙ্গের কয়েকটি জেলা সর্বনিম্ন তাপমাত্রা

দার্জিলিং 4.0
জলপাইগুড়ি 12.4
কালিংপং 6.0
কোচবিহার 10.1
শিলিগুড়ি 8.9
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.