ETV Bharat / state

দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা

বিহারে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা । তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পঙে ।

তাপপ্রবাহে নাজেহাল শহর কলকাতা
author img

By

Published : May 8, 2019, 7:36 PM IST

কলকাতা, 8 মে : দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আরও বাড়তে চলেছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 48 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে অস্বস্তি বজায় থাকবে । পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে ।

কলকাতায় আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি থাকবে । যার দরুণ অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে । তবে আগামী 24 ঘণ্টায় তাপপ্রবাহের কোনও সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া অফিস । এদিকে, বিহারে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই-তিন ডিগ্রি বেশি থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকায় সারা দিনই গরম অনুভূত হবে । ভোরবেলা তাপমাত্রা কম থাকলেও স্বস্তি মিলবে না । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পঙে বৃষ্টি হবে ।

হিমালয় সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানা গেছে । যার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে ঝড়বৃষ্টি । তবে মালদা ও দুই দিনাজপুরে অস্বস্তিকর গরম বজায় থাকবে ।

কলকাতা, 8 মে : দক্ষিণবঙ্গে তাপমাত্রার পারদ আরও বাড়তে চলেছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 48 ঘণ্টায় কলকাতাসহ দক্ষিণবঙ্গে অস্বস্তি বজায় থাকবে । পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াবে ।

কলকাতায় আগামী 24 ঘণ্টায় তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি থাকবে । যার দরুণ অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে । তবে আগামী 24 ঘণ্টায় তাপপ্রবাহের কোনও সতর্কতা দেয়নি আলিপুর আবহাওয়া অফিস । এদিকে, বিহারে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই-তিন ডিগ্রি বেশি থাকবে । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকায় সারা দিনই গরম অনুভূত হবে । ভোরবেলা তাপমাত্রা কম থাকলেও স্বস্তি মিলবে না । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তবে উত্তরবঙ্গের পাঁচ জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার ও কালিম্পঙে বৃষ্টি হবে ।

হিমালয় সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে জানা গেছে । যার প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলবে ঝড়বৃষ্টি । তবে মালদা ও দুই দিনাজপুরে অস্বস্তিকর গরম বজায় থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.