ETV Bharat / state

নিম্নমুখী তাপমাত্রা, পড়বে জাঁকিয়ে শীত পূর্বাভাস হাওয়া অফিসের

আবার একটি পশ্চিমী ঝঞ্ঝা রবিবার কাশ্মীর উপত্যকায় প্রবেশ করতে পারে । তার আগেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে উত্তর-পশ্চিম ভারতে। জানিয়েছে আবহাওয়া অফিস ৷

author img

By

Published : Dec 18, 2020, 10:33 AM IST

কলকাতা
কলকাতা

কলকাতা, 18 ডিসেম্বর : পৌষের দ্বিতীয় দিন থেকে রাজ্যে ফিরতে শুরু করেছে শীতের আমেজ । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী কয়েকদিনে চার থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা । জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমে 10 ডিগ্রি নিচে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না শীতের অনুভূতি। আগামী মঙ্গলবারের পর থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা । এর মাঝে অর্থাৎ শনি, রবি, সোম রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত অনুভূত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকবে কলকাতায় ৷ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 26 ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আবার একটি পশ্চিমী ঝঞ্জা রবিবার কাশ্মীর উপত্যকায় প্রবেশ করতে পারে । তার আগেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে উত্তর-পশ্চিম ভারতে। রাজ্যের পাশাপাশি আগামী দুই তিন দিন মধ্য-ভারতের রাজ্যগুলোতে তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে তাপমাত্রা ৷ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এর মতো রাজ্যগুলোতে পড়বে জাঁকিয়ে শীত ৷

কলকাতা, 18 ডিসেম্বর : পৌষের দ্বিতীয় দিন থেকে রাজ্যে ফিরতে শুরু করেছে শীতের আমেজ । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ রাত থেকেই তাপমাত্রা কমতে শুরু করবে। আগামী কয়েকদিনে চার থেকে পাঁচ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা । জেলার সর্বনিম্ন তাপমাত্রা কমে 10 ডিগ্রি নিচে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বেশিদিন দীর্ঘস্থায়ী হবে না শীতের অনুভূতি। আগামী মঙ্গলবারের পর থেকে ফের ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রা । এর মাঝে অর্থাৎ শনি, রবি, সোম রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত অনুভূত হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।


আজ সারাদিন আকাশ পরিষ্কার থাকবে কলকাতায় ৷ সকালে কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 26 ও সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আবার একটি পশ্চিমী ঝঞ্জা রবিবার কাশ্মীর উপত্যকায় প্রবেশ করতে পারে । তার আগেই শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে উত্তর-পশ্চিম ভারতে। রাজ্যের পাশাপাশি আগামী দুই তিন দিন মধ্য-ভারতের রাজ্যগুলোতে তিন থেকে পাঁচ ডিগ্রি কমবে তাপমাত্রা ৷ মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এর মতো রাজ্যগুলোতে পড়বে জাঁকিয়ে শীত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.