কলকাতা, 18 এপ্রিল: রবিবার বিকেলে বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস । শহর থেকে জেলায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে । অস্বস্তিকর ভ্যাপসা গরমে হিমশিম খাচ্ছেন বঙ্গবাসী । এই উত্তাপের মধ্যেই মধ্যে স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর । কলকাতায় এদিন সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতায় আগামী 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । সন্ধ্যায় কলকাতা ও শহরতলীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । হাওয়ার বেগ 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘণ্টায় থাকতে পারে । দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়ার দাপট থাকবে ।
আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার-সহ সিকিমে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর উত্তরবঙ্গের জেলাগুলিতে সতর্কতাও জারি করেছে । 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে । সিকিম লাগোয়া এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।