কলকাতা, 20 এপ্রিল : বেপাত্তা কালবৈশাখী, দাবদাহে চরম অস্বস্তিতে দক্ষিণবঙ্গ ৷ তবে এবার স্বস্তির কথা শোনাল হাওয়া অফিস(West Bengal Weather Update) ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার দিনভোর এলোপাথারি হাওয়া। সন্ধ্যায় সেই হাওয়ায় হালকা শীতলতা। আর তাতেই কালবৈশাখীর জন্য মন আনচান দক্ষিণবঙ্গের। একই সঙ্গে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ তার সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা ৷
ইতিমধ্যে ঝাড়খণ্ড এবং ওড়িশা সীমান্তে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ডের ওপর ঘূর্ণাবর্ত তৈরির কথা বলা হচ্ছে। যার জেরে উত্তরবঙ্গে তো বৃষ্টি হবেই। দক্ষিণবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টি হতে পারে বলে খবর রয়েছে ৷ সঙ্গে ভিজতে পারে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চল। 20 থেকে 22 এপ্রিল পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। পূর্বাভাসে ঝড় বৃষ্টির পরিস্থিতির কথা বলা হয়েছে। কারণ চৈত্রমাসে ঝড় বৃষ্টি দেখা না-গেলেও অবশেষে পরিস্থিতি তৈরি হচ্ছে।
আরও পড়ুন : গরমের দিনে আপনার উপকারী বন্ধু হতে পারে মাস্কমেলন ফল
মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেড়ে হয়েছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস। বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 27 ডিগ্রিতে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও কিন্তু তা না-হওয়া পর্যন্ত গরম সইতেই হবে।