কলকাতা, 24 অগস্ট : আজ থেকে উত্তরবঙ্গে ফের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা জারি । মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে অবস্থান করছে । এর ফলে আগামী 48 ঘণ্টায় উত্তরবঙ্গ, সিকিম, অসমে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, কালিম্পংয়ে ভারী এবং আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । সেই সঙ্গে আগামী 25 ও 26 তারিখে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে । উপরোক্ত পাঁচ জেলায় আগামী 48 ঘণ্টায় অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে চলছে ভারী বৃষ্টিপাত । লাগাতার ভারী বৃষ্টির ফলে পাহাড়ি নদী গুলিতে জলস্তর বৃদ্ধি পাবে । এমনকি পাহাড়ি রাস্তায় ধসের সম্ভাবনাও রয়েছে ।
দক্ষিণবঙ্গে আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । দক্ষিণবঙ্গে সর্বত্রই আকাশ আংশিক মেঘলা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন : Covid Third Wave: অক্টোবরেই ভয়ংকর হবে তৃতীয় ঢেউ, স্কুল খুললে ঝুঁকির মুখে পড়বে শিশুরা
আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে যা 3 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক থেকে 1 ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 90 শতাংশ।