কলকাতা, 9 অক্টোবর : বৃষ্টিতে জলমগ্ন কলকাতার একাধিক রাস্তা ৷ জল জমে যায় বউবাজার , ঠনঠনিয়া , মুক্তারাম বাবু স্ট্রিট , স্ট্যান্ড রোড , সেন্ট্রাল এভিনিউ , পার্ক সার্কাস , সাইন্স সিটি , ট্যাংরা , তপসিয়া , পার্ক স্ট্রিট সহ একাধিক রাস্তায় ৷
আগামী 48 ঘণ্টা বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কয়েকটি জায়গায় । 48 ঘণ্টার পর থেকে আকাশ পরিষ্কার হতে পারে , এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । যার জেরেই এই বৃষ্টি ৷ তবে 24 ঘণ্টা পর এই নিম্নচাপ অক্ষরেখাটি বাংলাদেশের দিকে সরে যাবে । আবহাওয়ার উন্নতি হবে ৷
আলিপুর আবহাওয়া অফিসের সহ অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ৷ দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি ও কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে ৷ আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ৷ আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25. 7 ডিগ্রি সেলসিয়াস ৷