কলকাতা, ১৩ মার্চ : লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া থেকে প্রার্থী করা হয়েছে সুব্রত মুখোপাধ্যায়কে। অন্যদিকে, কৃষ্ণনগর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন মহুয়া মৈত্র। দু'জনই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।
প্রার্থী হয়ে কী বলছেন প্রবীণ রাজনীতিবিদ সুব্রত মুখোপাধ্যায় ? প্রতিদ্বন্দ্বীই বা কে ? জেনে নেওয়া যাক।
ইটিভি ভারত : দলনেত্রী আপনার প্রতি আস্থা রেখেছেন, প্রার্থী হয়ে কেমন লাগছে ?
সুব্রত মুখোপাধ্যায় : ১৯৭১ সাল থেকে সারা জীবন ধরেই ভোটের সঙ্গে যুক্ত। আবারও একটা ভোটে লড়তে হবে। এটা নতুন কিছু নয়।
ইটিভি ভারত : আপনার শরীর অসুস্থ, তার মধ্যে নির্বাচন, কী বলবেন ?
সুব্রত মুখোপাধ্যায় : মাঝখানে আমার শরীর খুবই খারাপ ছিল। কিন্তু, এখন আমি একদম ঠিক আছি। শরীর থাকলেই খারাপ হবে। প্রচারে একেবারে অসুবিধা হবে না।
ইটিভি ভারত : আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে ?
সুব্রত মুখোপাধ্যায় : কে কাথায় দাঁড়িয়েছে জানি না। তাই বলতে পারব না।
অন্যদিকে, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের নতুন মুখ মহুয়া মৈত্র। কী বলছেন তিনি, জেনে নেব।
ইটিভি ভারত : প্রার্থী হয়ে কেমন লাগছে ?
মহুয়া মৈত্র : দিদি আমার উপর ভরসা করেছেন, ভালো লাগছে। গত দু'বার আমরাই জিতেছি, এবারেও জিতব। সামনে ছ'সপ্তাহের লড়াই রয়েছে, লড়তে হবে।
ইটিভি ভারত : কীভাবে ভোট প্রচারে ঝাঁপাবেন ?
মহুয়া মৈত্র : দুটি স্ট্র্যাটেজিতে ভোট প্রচারে ঝাঁপাব। প্রথমত, বুথের সংগঠন চাঙ্গা করতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি ভোটারের কাছে পৌঁছাব। এটা আমার কাছে চ্যালেঞ্জ।
ইটিভি ভারত : আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে, কংগ্রেস, CPI(M) না BJP ?
মহুয়া মৈত্র : সেটা ওরা ঠিক করবে। আমরাই জিতব। প্রতিদ্বন্দ্বী কে তা আমার দেখার দরকার নেই। কাউকে প্রতিদ্বন্দ্বী বলে মনেও হয় না।