ETV Bharat / state

সুপ্রিম কোর্টকেও ব্ল্যাকমেল করছেন জালিয়াত মুখ্যমন্ত্রী, পদত্যাগ চাই : রাহুল

আইনশৃঙ্খলা নিয়ে রাজ্যের পেশ করা হলফনামা নিয়ে প্রশ্ন তুললেন BJP নেতারা। সেইসঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি তুলেছে BJP

রাহুল সিনহা
author img

By

Published : Feb 10, 2019, 4:46 AM IST

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গে BJP-র রথযাত্রা (গণতন্ত্র বাঁচাও যাত্রা) হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এই মর্মে হলফনামা পেশ করেছিল রাজ্য। রাজ্যের গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে রথযাত্রা বাতিলের নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট। এদিকে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম গোয়েন্দাদের উপর একটি স্টিং অপারেশন চালায়। সেখানে গোয়েন্দাদের বলতে শোনা যায়, "আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা নেই। মমতা ব্যানার্জির কথায় আমরা রিপোর্ট বানিয়ে দিয়েছি। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইনাডু বাংলা)"। আর এই স্টিং অপারেশন সংক্রান্ত খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করল BJP।

আজ BJP রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করেন রাহুল সিনহা। তিনি বলেন, "নবান্নতে বসে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গী-সাথীদের নিয়ে রিপোর্ট তৈরি করেছেন। এই রিপোর্টে বাস্তব প্রতিফলন নেই। রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি হয়েছে। গোয়েন্দা দপ্তরকে কাজে লাগিয়ে ভীত-সন্ত্রস্ত তৃণমূল কংগ্রেস রথযাত্রা আটকানোর পরিকল্পনা করেছে মাত্র। হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের সামনে মিথ্যা তথ্য পরিবেশন হয়েছে। সর্বোচ্চ আদালত রাজ্যের রিপোর্টের উপর বিশ্বাস করে রায় দিয়েছে। এই রায় যে ভুল ছিল তা প্রমাণ হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বোচ্চ ন্যায় আদালতকে ব্ল্যাকমেল করেছেন। ধোঁকা দিয়েছেন। আমি মনে করি, আদালতের উচিত, এই সরকারি মিথ্যাচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। এই রিপোর্ট বেরোনোর পর মুখ্যমন্ত্রীর জালিয়াতি জনসমক্ষে চলে আসছে। অবিলম্বে জালিয়াত মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছেও যাব।"

এদিকে, এবিষয়ে BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, "পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছিল। জানিয়েছিল, BJP-র রথযাত্রা বেরোলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। কাল একটি চ্যানেলে স্টিং অপারেশন হয়েছে। সেখানে গোয়েন্দারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা নিয়ে কোনও প্রশ্নই নেই। মমতা দিদি ভয় পেয়েছেন। তাই আমরা এরকম রিপোর্ট বানিয়ে দিয়েছি। তার মানে বোঝা যাচ্ছে, ওরা সুপ্রিম কোর্টে মিথ্যা হলফনামা পেশ করেছিল।"

undefined

কলকাতা, ১০ ফেব্রুয়ারি : পশ্চিমবঙ্গে BJP-র রথযাত্রা (গণতন্ত্র বাঁচাও যাত্রা) হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এই মর্মে হলফনামা পেশ করেছিল রাজ্য। রাজ্যের গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে রথযাত্রা বাতিলের নির্দেশ দেয় সুপ্রিমকোর্ট। এদিকে, একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম গোয়েন্দাদের উপর একটি স্টিং অপারেশন চালায়। সেখানে গোয়েন্দাদের বলতে শোনা যায়, "আইনশৃঙ্খলা নিয়ে কোনও সমস্যা নেই। মমতা ব্যানার্জির কথায় আমরা রিপোর্ট বানিয়ে দিয়েছি। (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইনাডু বাংলা)"। আর এই স্টিং অপারেশন সংক্রান্ত খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করল BJP।

আজ BJP রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠক করেন রাহুল সিনহা। তিনি বলেন, "নবান্নতে বসে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গী-সাথীদের নিয়ে রিপোর্ট তৈরি করেছেন। এই রিপোর্টে বাস্তব প্রতিফলন নেই। রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি হয়েছে। গোয়েন্দা দপ্তরকে কাজে লাগিয়ে ভীত-সন্ত্রস্ত তৃণমূল কংগ্রেস রথযাত্রা আটকানোর পরিকল্পনা করেছে মাত্র। হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের সামনে মিথ্যা তথ্য পরিবেশন হয়েছে। সর্বোচ্চ আদালত রাজ্যের রিপোর্টের উপর বিশ্বাস করে রায় দিয়েছে। এই রায় যে ভুল ছিল তা প্রমাণ হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বোচ্চ ন্যায় আদালতকে ব্ল্যাকমেল করেছেন। ধোঁকা দিয়েছেন। আমি মনে করি, আদালতের উচিত, এই সরকারি মিথ্যাচারের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। এই রিপোর্ট বেরোনোর পর মুখ্যমন্ত্রীর জালিয়াতি জনসমক্ষে চলে আসছে। অবিলম্বে জালিয়াত মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। বিষয়টি নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছেও যাব।"

এদিকে, এবিষয়ে BJP সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, "পশ্চিমবঙ্গ সরকার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছিল। জানিয়েছিল, BJP-র রথযাত্রা বেরোলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। কাল একটি চ্যানেলে স্টিং অপারেশন হয়েছে। সেখানে গোয়েন্দারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা নিয়ে কোনও প্রশ্নই নেই। মমতা দিদি ভয় পেয়েছেন। তাই আমরা এরকম রিপোর্ট বানিয়ে দিয়েছি। তার মানে বোঝা যাচ্ছে, ওরা সুপ্রিম কোর্টে মিথ্যা হলফনামা পেশ করেছিল।"

undefined
RESTRICTION SUMMARY: PART NO ACCESS BBC, ITN (INCLUDING CHANNEL 4 AND 5), AL JAZEERA, BLOOMBERG
SHOTLIST:
ASSOCIATED PRESS - AP CLIENTS ONLY
Windsor - 12 October 2018
1. STILL of Prince Philip, the Duke of Edinburgh, at Princess Eugenie's wedding to Jack Brooksbank
    
SKY - NO ACCESS BY BBC, ITN (INCLUDING CHANNEL 4 AND 5), AL JAZEERA, BLOOMBERG
ARCHIVE - Sandringham - 17 January 2019
++NIGHT SHOTS++
2. Various of debris at the scene of a crash involving Prince Philip
UK POOL - AP CLIENTS ONLY
ARCHIVE: Windsor - 21 April 2016
3. Queen Elizabeth II and Prince Philip in open-topped car being driven through streets of Windsor to greet wellwishers as part of Queen's 90th birthday celebrations
UK POOL - AP CLIENTS ONLY
ARCHIVE - Windsor - 12 October 2018
4. Queen Elizabeth and Prince Philip talk to priest after wedding of Princess Eugenie to Jack Brooksbank
UK POOL - AP CLIENTS ONLY
ARCHIVE: Sandringham, Norfolk - 25 December 2017
5. Queen and Prince Philip leaving church after Christmas service with their family, including Prince Anne, her husband Timothy Laurence, Prince Harry, Meghan Markle, Prince William, and his wife, Catherine
STORYLINE:
Britain's Prince Philip, the Duke of Edinburgh, has decided to stop driving at the age of 97, less than a month after he was involved in a collision that left two women injured, Buckingham Palace said on Saturday.
The palace said in a statement that "after careful consideration", Queen Elizabeth II's husband had decided to "voluntarily surrender his driving licence".
Philip was behind the wheel of a Land Rover near the royal family's Sandringham estate in eastern England when he smashed into another car on 17 January.
He had to be helped out of his overturned vehicle but wasn't injured.
Two women in the other car were injured, though not seriously, and a nine-month-old baby boy was unhurt.
Philip was photographed driving again two days later, without a seatbelt.
Police said they offered him "suitable words of advice" after that.
The prince was not charged in the crash.
Police said he and the other driver were both given breath tests for alcohol and passed.
In a letter of apology to one of the injured women, Philip said he was dazzled by the sun when he pulled onto a main road near the royal retreat, 100 miles (160 kilometres) north of London.
He told her that "I can only imagine that I failed to see the car coming, and I am very contrite about the consequences".
The letter was published by a newspaper.
There is no upper age limit for licencing drivers in Britain, although drivers over 70 are required to renew their licences every three years and tell authorities about any medical conditions that might raise safety issues.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.