ETV Bharat / state

নাম, পদবি দেখে চিকিৎসা করি না ; মুখ্যমন্ত্রীকে জবাব চিকিৎসকদের

তাঁরা কোনও জরুরি পরিষেবা বন্ধ রাখেননি । নাম, পদবি দেখেও চিকিৎসা করেন না । মুখ্যমন্ত্রীকে জবাব দিয়ে বললেন SSKM-র চিকিৎসকরা ।

নাম, পদবি দেখে চিকিৎসা করি না ; মুখ্যমন্ত্রীকে জবাব চিকিৎসকদের
author img

By

Published : Jun 14, 2019, 6:39 AM IST

কলকাতা, 14 জুন : "আমরা নাম ও পদবি দেখে চিকিৎসায় ভেদাভেদ করি না ।" এভাবেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিলেন SSKM-এর চিকিৎসকরা । গতকাল মুখ্যমন্ত্রীর পদবি দেখে চিকিৎসা করার অভিযোগের ভিত্তিতে এই বক্তব্য রাখেন SSKM-এর বিভিন্ন বিভাগের চিকিৎসকরা ।


গতকাল SSKM হাসপাতালে এসে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান । সেইসময়ই তিনি মন্তব্য করেন, BJP-র উস্কানিতে হাসপাতালে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হচ্ছে । চিকিৎসকরা পদবি দেখে দেখে চিকিৎসা করছেন ।

We never discriminate the patient by name or surname, said doctors of sskm hopital
নাম, পদবি দেখে চিকিৎসা করি না ; বললেন চিকিৎসক

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে নিজেদের বিবৃতি দিলেন SSKM -এর বিভিন্ন বিভাগের চিকিৎসকরা । চিকিৎসকদের তরফে বলা হয়, "আমরা কোনও জরুরি পরিষেবা বন্ধ রাখিনি । আমরা নাম ও পদবি দেখে চিকিৎসায় ভেদাভেদ করি না । আমরা আশা করছি সরকারের তরফে অবিলম্বে স্বাস্থ্য পরিষেবা সচল করার জন্য দ্রুত পদক্ষেপ করা হবে । গুন্ডামি কখনও প্রতিক্রিয়া হতে পারে না ।"

চিকিৎসকদের তরফে আরও বলা হয়, "আমরা মানুষের শত্রু নই । এই অচলাবস্থায় সাধারণ মানুষেরই সবথেকে বেশি ভোগান্তি হচ্ছে । যত তাড়াতাড়ি সম্ভব মানুষের একতা প্রতিষ্ঠিত করতে হবে । যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে । "

কলকাতা, 14 জুন : "আমরা নাম ও পদবি দেখে চিকিৎসায় ভেদাভেদ করি না ।" এভাবেই মুখ্যমন্ত্রীর মন্তব্যের জবাব দিলেন SSKM-এর চিকিৎসকরা । গতকাল মুখ্যমন্ত্রীর পদবি দেখে চিকিৎসা করার অভিযোগের ভিত্তিতে এই বক্তব্য রাখেন SSKM-এর বিভিন্ন বিভাগের চিকিৎসকরা ।


গতকাল SSKM হাসপাতালে এসে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানান । সেইসময়ই তিনি মন্তব্য করেন, BJP-র উস্কানিতে হাসপাতালে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি হচ্ছে । চিকিৎসকরা পদবি দেখে দেখে চিকিৎসা করছেন ।

We never discriminate the patient by name or surname, said doctors of sskm hopital
নাম, পদবি দেখে চিকিৎসা করি না ; বললেন চিকিৎসক

মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরোধিতা করে নিজেদের বিবৃতি দিলেন SSKM -এর বিভিন্ন বিভাগের চিকিৎসকরা । চিকিৎসকদের তরফে বলা হয়, "আমরা কোনও জরুরি পরিষেবা বন্ধ রাখিনি । আমরা নাম ও পদবি দেখে চিকিৎসায় ভেদাভেদ করি না । আমরা আশা করছি সরকারের তরফে অবিলম্বে স্বাস্থ্য পরিষেবা সচল করার জন্য দ্রুত পদক্ষেপ করা হবে । গুন্ডামি কখনও প্রতিক্রিয়া হতে পারে না ।"

চিকিৎসকদের তরফে আরও বলা হয়, "আমরা মানুষের শত্রু নই । এই অচলাবস্থায় সাধারণ মানুষেরই সবথেকে বেশি ভোগান্তি হচ্ছে । যত তাড়াতাড়ি সম্ভব মানুষের একতা প্রতিষ্ঠিত করতে হবে । যারা দোষী তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে । "

Intro:wb_kol_june 13 sskm solidarity for nrs vs2_7203421Body:wb_kol_june 13 sskm solidarity for nrs vs2_7203421Conclusion:wb_kol_june 13 sskm solidarity for nrs vs2_7203421

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.