ETV Bharat / state

Madhyamik Result 2023: মাধ্যমিকে প্রায় এক লক্ষ অকৃতকার্য ! কী বলছেন পর্ষদ সভাপতি

পরীক্ষার্থীর সংখ্যা কম থাকা সত্ত্বেও এত সংখ্যায় পরীক্ষার্থী অকৃতকার্যের কারণ কী ? এই বিষয়ে কী বলছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ?

Etv Bharat
পরীক্ষার্থীর অকৃতকার্যের বিষয়ে পর্ষদ সভাপতির বক্তব্য
author img

By

Published : May 19, 2023, 9:05 PM IST

পরীক্ষার্থীর অকৃতকার্যের বিষয়ে পর্ষদ সভাপতির বক্তব্য

কলকাতা, 19 মে: আজ শুক্রবার প্রকাশিত হয়েছে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ফল ৷ এবার পরীক্ষায় মোট পাশের হার 86.15 শতাংশ । তবে এবার পরীক্ষায় প্রথম থেকেই দানা বেঁধেছিল একটি বিতর্ক ৷ এবারে পরীক্ষার্থীর সংখ্যা নাকি অনেকটাই কম ছিল । এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6 লাখ 97 হাজার 212 জন । তবে এর মধ্যে পরীক্ষা দিয়েছিলেন 6 লক্ষ 82 হাজার 321 জন । তবে এর মধ্যে পাশ করেছেন 5 লক্ষ 65 হাজার 428 জন । অতএব পরীক্ষায় অকৃতকার্যের সংখ্যা দাঁড়িয়েছে 1 লক্ষ 14 হাজার 880 জনে । যা নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে ।

2022 সালে মাধ্যমিকে অকৃতকার্যের সংখ্যাটা ছিল 1 লক্ষ 43 হাজার 687 জন । তবুও মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11 লক্ষ 27 হাজার 800 । পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 10 লক্ষ 98 হাজার 775 জন । কিন্তু এই বছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় 4 হাজারেরও কম । যদিও এর কারণ জানিয়ে বিশদ বিবরণ দিয়েছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । কিন্তু করোনার পরে এত কম পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সত্ত্বেও কেন ফেলের হার প্রায় এক লক্ষের কাছাকাছি তা নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষামহলে ।

যদিও এই বিষয়ে মুখ খুলেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন,"পর্ষদের নামে মাঝে মধ্যে শোনা যায় ঢালাও নম্বর দেওয়া হয়েছে । যে ছাত্রছাত্রীরা প্রস্তুত নয় তাদেরও নম্বর দেওয়া হয়েছে ৷ এই সব ঠিক নয় ৷ এবারে বিষয়টিও নজরে রাখা হয়েছে ৷ তবে আমার মনে হয় কোভিডকালের রেশ দেখা গিয়েছে । কারণ আমাদের ছাত্র-ছাত্রীরা ক্লাসরুমে বসে পড়াশোনা করতে বেশি অভ্যস্ত ডিজিটাল থেকে। তাই হয়তো এই ধরনের চিত্র দেখা গিয়েছে ।" যদিও পর্ষদ সভাপতি অকৃতকার্যদের আগামিদিনের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন । কারণ তাঁর কাছে প্রথম ও প্রধান বিষয় হল পরীক্ষায় অংশগ্রহণ করা ।

আরও পড়ুন : ইঞ্জিনিয়ার হতে চায় মাধ্যমিকে প্রথম দেবদত্তা, চিকিৎসক হওয়ার স্বপ্ন দ্বিতীয় শুভমের

পরীক্ষার্থীর অকৃতকার্যের বিষয়ে পর্ষদ সভাপতির বক্তব্য

কলকাতা, 19 মে: আজ শুক্রবার প্রকাশিত হয়েছে 2023 সালের মাধ্যমিক পরীক্ষার ফল ৷ এবার পরীক্ষায় মোট পাশের হার 86.15 শতাংশ । তবে এবার পরীক্ষায় প্রথম থেকেই দানা বেঁধেছিল একটি বিতর্ক ৷ এবারে পরীক্ষার্থীর সংখ্যা নাকি অনেকটাই কম ছিল । এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 6 লাখ 97 হাজার 212 জন । তবে এর মধ্যে পরীক্ষা দিয়েছিলেন 6 লক্ষ 82 হাজার 321 জন । তবে এর মধ্যে পাশ করেছেন 5 লক্ষ 65 হাজার 428 জন । অতএব পরীক্ষায় অকৃতকার্যের সংখ্যা দাঁড়িয়েছে 1 লক্ষ 14 হাজার 880 জনে । যা নিয়ে ক্রমেই উদ্বেগ বাড়ছে ।

2022 সালে মাধ্যমিকে অকৃতকার্যের সংখ্যাটা ছিল 1 লক্ষ 43 হাজার 687 জন । তবুও মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11 লক্ষ 27 হাজার 800 । পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন 10 লক্ষ 98 হাজার 775 জন । কিন্তু এই বছর পরীক্ষার্থীর সংখ্যা গত বছরের তুলনায় প্রায় 4 হাজারেরও কম । যদিও এর কারণ জানিয়ে বিশদ বিবরণ দিয়েছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । কিন্তু করোনার পরে এত কম পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার সত্ত্বেও কেন ফেলের হার প্রায় এক লক্ষের কাছাকাছি তা নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষামহলে ।

যদিও এই বিষয়ে মুখ খুলেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় । তিনি বলেন,"পর্ষদের নামে মাঝে মধ্যে শোনা যায় ঢালাও নম্বর দেওয়া হয়েছে । যে ছাত্রছাত্রীরা প্রস্তুত নয় তাদেরও নম্বর দেওয়া হয়েছে ৷ এই সব ঠিক নয় ৷ এবারে বিষয়টিও নজরে রাখা হয়েছে ৷ তবে আমার মনে হয় কোভিডকালের রেশ দেখা গিয়েছে । কারণ আমাদের ছাত্র-ছাত্রীরা ক্লাসরুমে বসে পড়াশোনা করতে বেশি অভ্যস্ত ডিজিটাল থেকে। তাই হয়তো এই ধরনের চিত্র দেখা গিয়েছে ।" যদিও পর্ষদ সভাপতি অকৃতকার্যদের আগামিদিনের জন্য শুভেচ্ছাবার্তা দিয়েছেন । কারণ তাঁর কাছে প্রথম ও প্রধান বিষয় হল পরীক্ষায় অংশগ্রহণ করা ।

আরও পড়ুন : ইঞ্জিনিয়ার হতে চায় মাধ্যমিকে প্রথম দেবদত্তা, চিকিৎসক হওয়ার স্বপ্ন দ্বিতীয় শুভমের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.