কলকাতা, 24 সেপ্টেম্বর : লাগাতার বৃষ্টির হাত থেকে এখনই মিলছে না রেহাই ৷ আগামীকাল থেকে ফের ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ । শনিবার রবিবার ও সোমবার প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । এমনিতেই গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে কলকাতা সহ জেলাগুলির বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন ৷ যে কারণে একাধিক দুর্ঘটনা ঘটেছে ৷ আগামীকাল থেকে আবহাওয়া দফতর ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় চোখ কপালে উঠেছে বঙ্গবাসীর ৷
এর কারণ মায়ানমার উপকূলে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত ৷ আজ বিকেল নাগাদ এই ঘূর্ণাবর্ত পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগরের কাছাকাছি চলে আসবে । পরবর্তী সময়ে নিম্নচাপে পরিণত হবে । নিম্নচাপে পরিণত হয় উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে । এর ফলে আগামী 26 ও 27 তারিখ দক্ষিণবঙ্গে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । এই নিম্নচাপের জেরে বেশ কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 27 তারিখ অর্থাৎ সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনাতে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । এই নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের শনিবার থেকে সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে । এর পাশাপাশি মৌসুমী অক্ষরেখা ওড়িশার বালেশ্বর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এছাড়া রাজস্থানের উপর রয়েছে আরেকটি ঘূর্ণাবর্ত ।
আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে আজ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । তাপমাত্রার পারদ বৃদ্ধি পাবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের অনুভূতি হবে ।
আরও পড়ুন : fishermen warning : ফের দুর্যোগের আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
কলকাতা আকাশ আংশিক মেঘলা রয়েছে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 98 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ।
আগামী রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । ভারী বৃষ্টির জন্য দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে । বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে । কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও উত্তর 24 পরগনায় দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত হবে না । তবে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।