কলকাতা, 10 ডিসেম্বর : আসন্ন কলকাতা পৌরভোট এবং বাকি পৌরসভাগুলির ক্ষেত্রে ব্যবহার করা হবে না ভিভিপ্যাট (No VVPAT in Kolkata Municipal Election) । রাজ্য নির্বাচন কমিশন সূত্রে এবারও এমন কথা জানা গিয়েছে ।
কমিশন সূত্রে খবর, ইতিপূর্বে দেশের কোনও রাজ্যের পৌর নির্বাচনে ভিভিপ্যাট ব্যবহার করা হয়নি । আর এটাই নিয়ম । কলকাতা হাইকোর্টের হলফনামায় এই তথ্য জানাবে রাজ্য নির্বাচন কমিশন ।
আরও পড়ুন : KMC Election 2021 : নির্বাচন কমিশনের ওয়েবসাইট নিয়ে রাজনৈতিকমহলে অসন্তোষ
রাজ্য বিজেপি-সহ অন্য বিরোধী দলগুলি আসন্ন পৌরভোটে ইভিএম-এর (Electronic Voting Machine, EVM) পাশাপাশি ভিভিপ্যাটও রাখার দাবি তুলেছে । এমনকি সম্প্রতি ত্রিপুরা (Tripura Municipal Election 2021) ও অন্য বেশ কয়েকটি রাজ্যের পৌরভোটেও ভিভিপ্যাট ব্যবহার করা হয়নি । তাই 19 ডিসেম্বর রাজ্যে পৌর নির্বাচনের ক্ষেত্রেও ভিভিপ্যাট ব্যবহার করা হবে না ।