কলকাতা, 10 জানুয়ারি : দেখতে দেখতে 24 দিনে পড়ল পার্শ্ব শিক্ষকদের আন্দোলন । সরকারের থেকে দাবি আদায় করে নিতে সল্টলেকে গত 24 দিন ধরে লাগাতার অবস্থানে বসে রয়েছেন রাজ্যের পার্শ্ব শিক্ষকরা । আজ 24 দিন হয়ে গেলেও এখনও পর্যন্ত রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে পারেননি তাঁরা । তবে দাবি না মিটলে এই অবস্থান চলবেই, তা স্পষ্টভাষায় জানিয়ে দিয়েছে আন্দোলনকারীরা ৷
পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের যুগ্ম-আহ্বায়ক ভগীরথ ঘোষ বলেন, "সুনির্দিষ্ট বেতন কাঠামো আমাদের মূল দাবি । আরটিই আইন 2009 এবং এনসিটিই-র নিয়ম অনুযায়ী শিক্ষকতার ক্ষেত্রে কোনওরকম চুক্তিভিত্তিক লোক রাখা যাবে না । 2009 সালের শিক্ষার অধিকার আইনে বলা আছে, 3 বছরের মধ্যে সবার স্থায়ীকরণ করতে হবে ৷ এসব হলেও এই সরকার বেতন কাঠামো দেয়নি ।" তিনি আরও বলেন, "2011 সালে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ছয় থেকে তিন বছরের মধ্যে রাজ্যের সকল শিক্ষককে ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে । তা এখনও কার্যকর করা হয়নি । মুখ্যমন্ত্রীর দেওয়া সেই প্রতিশ্রুতি পূরণের দাবিতে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের কর্মসূচি আজ 24 দিনে পা রেখেছে । যতক্ষণ পর্যন্ত না আমাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে ।"
![লড়াই আরও দীর্ঘ হবে জানাচ্ছেন অবস্থানকারীরা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-01-para-teachers-agitation-on-24th-day-7204411_10012021154749_1001f_01331_952.jpg)
আর্থিক অস্বচ্ছলতার কারণে এক পার্শ্ব শিক্ষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে দাবি করেছেন ঐক্যমঞ্চের যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ । তিনি বলেন, "এই দুর্মূল্যের বাজারে পার্শ্ব শিক্ষকদের জীবন কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে । মাত্র 4 হাজার টাকায় সংসার চালানো কোনওভাবেই সম্ভব হচ্ছে না । চরম আর্থিক সংকটের কারণে চিকিৎসা করাতে না পেরে গত মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের এক পার্শ্ব শিক্ষক আত্মহত্যা করেন ৷ তাঁর পরিবারের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে মৃতদেহ পর্যন্ত নিতে পারছেন না । আমরা সংগঠনের পক্ষ থেকে পাশে থাকার বার্তা দিয়েছি । আমরা লোক পাঠিয়েছি যাতে তাঁর সৎকারটা অন্তত হয় ।"
আরও পড়ুন : লকডাউনে কাজ হারিয়ে বাড়িতে, আত্মহত্যা পার্শ্ব শিক্ষকের
ভগীরথ ঘোষ আরও বলেন, "এই রাজ্যে মদ্যপান করে মানুষ মারা গেলে রাজ্য সরকার 2 লাখ টাকা পর্যন্ত দেয় । সেখানে একজন শিক্ষক মারা গেলে সরকারের তাকানোর সময় নেই । শিক্ষকরা দিনের পর দিন এভাবে মারা যাচ্ছে । এই সরকারের আমলে 284 জন পার্শ্ব শিক্ষককে একই কারণে হারিয়েছি । এটা বন্ধ করার জন্য আগামীদিনেও কর্মসূচি চালিয়ে যাব । এই সরকার পাথর ৷ তাই আমাদের আরও অনেকটা পথ অতিক্রম করতে হবে । আর তার জন্য আমরা প্রস্তুতও রয়েছি ।"