ETV Bharat / state

WB Lawyers Letter to Outgoing CJI গরুপাচার মামলা বাংলার বাইরে স্থানান্তরিত করা হোক, বিদায়ী প্রধান বিচারপতিকে চিঠি আইনজীবীদের

গরুপাচার মামলায় এখন জেল হেফাজতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ৷ তাঁর জামিন মঞ্জুর না হলে সিবিআইয়ের বিচারককে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ (Cattle Smuggling Case CBI Judge threat letter) ৷ এ নিয়ে আতঙ্কিত রাজ্যের আইনজীবীরা ৷

Anubrata Mondal Cattle Smuggling
অনুব্রত মণ্ডল
author img

By

Published : Aug 26, 2022, 8:16 AM IST

Updated : Aug 26, 2022, 10:10 AM IST

কলকাতা/নয়াদিল্লি, 26 অগস্ট: গরুপাচার কাণ্ডে অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এখন আসানসোলে বিশেষ সংশোধনাগারে ৷ 23 অগস্ট, অর্থাৎ তাঁকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করার ঠিক আগের দিন সিবিআই বিচারক রাজেশ চক্রবর্তী একটি হুমকি চিঠি পান বলে অভিযোগ ওঠে ৷ তৃণমূল নেতাকে জামিন না দিলে বিচারককে মাদক মামলায় ফাঁসানো হবে বলে উল্লেখ করা হয় চিঠিতে ৷ এই প্রসঙ্গে দেশের বিদায়ী প্রধান বিচারপতি এন ভি রামানার দৃষ্টি আকর্ষণ করতে তাঁর কাছে চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গের একদল আইনজীবী ৷ তাঁরা গরুপাচার কাণ্ডে অনুব্রতর মামলাটিকে রাজ্যের বাইরে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছেন বলে খবর (WB Lawyers letter to outgoing CJI Ramana over threat to CBI judge in Cattle Smuggling Case) ৷

আইনজীবীরা চিঠিতে জানিয়েছেন, "আমরা কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের অন্য জেলা কোর্টগুলির আইনজীবী ৷ সম্প্রতি পশ্চিমবঙ্গে এক হাই-প্রোফাইল রাজনৈতিক নেতার বিচার চলাকালীন যে ঘটনা ঘটেছে, তাতে আমরা আতঙ্কিত ৷ এতে সরাসরি বিচারব্যবস্থাকে আক্রমণ করা হয়েছে ৷" তাঁরা জানিয়েছেন, আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে একটি হুমকি চিঠি পাঠিয়েছেন বাপ্পা চক্রবর্তী (Bappa Chatterjee) নামের এক ব্যক্তি ৷ তাতে বলা হয়েছে, গরুপাচার মামলার তদন্তে থাকা সিবিআই যদি অভিযুক্তের জামিন মঞ্জুর না করে, তাহলে বিচারকের পরিবারের সদস্যদের এনডিপিএস মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে ৷

আরও পড়ুন: বিচার ব্যবস্থা নিরপেক্ষ, একপাক্ষিক নয়, মমতার মন্তব্যে জল্পনা

বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানার কাছে আইনজীবীদের আর্জি ,"আমরা কলকাতা হাইকোর্ট এবং পশ্চিমবঙ্গের অন্য জেলা আদালতগুলির সাধারণ আইনজীবী ৷ এই হুমকি চিঠির ঘটনায় আমরা দুশ্চিন্তায় রয়েছি ৷ বিচারব্যবস্থার উপর এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷" প্রধান বিচারপতি এন ভি রামানার হস্তক্ষেপ দাবি করে এই মামলাটি রাজ্যের বাইরে অন্য কোনও রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানান পশ্চিমবঙ্গের আইনজীবীরা

প্রসঙ্গত উল্লেখ্য, গরুপাচার মামলায় 11 অগস্ট তাঁর বোলপুরের বাড়ি থেকে 'কেষ্ট'কে গ্রেফতার করে সিবিআই ৷ 24 অগস্ট তাঁকে ফের সিবিআই আদালতে পেশ করা হয় ৷ বিচারক অনুব্রতকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠান ৷ এখন তিনি আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছেন ৷ আগামী 7 সেপ্টেম্বর তাঁকে ফের আদালতে পেশ করা হবে ৷

আরও পড়ুন: অনুব্রতকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আসানসোলের আদালত

কলকাতা/নয়াদিল্লি, 26 অগস্ট: গরুপাচার কাণ্ডে অভিযুক্ত দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এখন আসানসোলে বিশেষ সংশোধনাগারে ৷ 23 অগস্ট, অর্থাৎ তাঁকে আসানসোলের সিবিআই আদালতে পেশ করার ঠিক আগের দিন সিবিআই বিচারক রাজেশ চক্রবর্তী একটি হুমকি চিঠি পান বলে অভিযোগ ওঠে ৷ তৃণমূল নেতাকে জামিন না দিলে বিচারককে মাদক মামলায় ফাঁসানো হবে বলে উল্লেখ করা হয় চিঠিতে ৷ এই প্রসঙ্গে দেশের বিদায়ী প্রধান বিচারপতি এন ভি রামানার দৃষ্টি আকর্ষণ করতে তাঁর কাছে চিঠি পাঠালেন পশ্চিমবঙ্গের একদল আইনজীবী ৷ তাঁরা গরুপাচার কাণ্ডে অনুব্রতর মামলাটিকে রাজ্যের বাইরে স্থানান্তরিত করার আবেদন জানিয়েছেন বলে খবর (WB Lawyers letter to outgoing CJI Ramana over threat to CBI judge in Cattle Smuggling Case) ৷

আইনজীবীরা চিঠিতে জানিয়েছেন, "আমরা কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের অন্য জেলা কোর্টগুলির আইনজীবী ৷ সম্প্রতি পশ্চিমবঙ্গে এক হাই-প্রোফাইল রাজনৈতিক নেতার বিচার চলাকালীন যে ঘটনা ঘটেছে, তাতে আমরা আতঙ্কিত ৷ এতে সরাসরি বিচারব্যবস্থাকে আক্রমণ করা হয়েছে ৷" তাঁরা জানিয়েছেন, আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে একটি হুমকি চিঠি পাঠিয়েছেন বাপ্পা চক্রবর্তী (Bappa Chatterjee) নামের এক ব্যক্তি ৷ তাতে বলা হয়েছে, গরুপাচার মামলার তদন্তে থাকা সিবিআই যদি অভিযুক্তের জামিন মঞ্জুর না করে, তাহলে বিচারকের পরিবারের সদস্যদের এনডিপিএস মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে ৷

আরও পড়ুন: বিচার ব্যবস্থা নিরপেক্ষ, একপাক্ষিক নয়, মমতার মন্তব্যে জল্পনা

বিদায়ী প্রধান বিচারপতি এনভি রামানার কাছে আইনজীবীদের আর্জি ,"আমরা কলকাতা হাইকোর্ট এবং পশ্চিমবঙ্গের অন্য জেলা আদালতগুলির সাধারণ আইনজীবী ৷ এই হুমকি চিঠির ঘটনায় আমরা দুশ্চিন্তায় রয়েছি ৷ বিচারব্যবস্থার উপর এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি ৷" প্রধান বিচারপতি এন ভি রামানার হস্তক্ষেপ দাবি করে এই মামলাটি রাজ্যের বাইরে অন্য কোনও রাজ্যে নিয়ে যাওয়ার আবেদন জানান পশ্চিমবঙ্গের আইনজীবীরা

প্রসঙ্গত উল্লেখ্য, গরুপাচার মামলায় 11 অগস্ট তাঁর বোলপুরের বাড়ি থেকে 'কেষ্ট'কে গ্রেফতার করে সিবিআই ৷ 24 অগস্ট তাঁকে ফের সিবিআই আদালতে পেশ করা হয় ৷ বিচারক অনুব্রতকে 14 দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠান ৷ এখন তিনি আসানসোল বিশেষ সংশোধনাগারে রয়েছেন ৷ আগামী 7 সেপ্টেম্বর তাঁকে ফের আদালতে পেশ করা হবে ৷

আরও পড়ুন: অনুব্রতকে 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠাল আসানসোলের আদালত

Last Updated : Aug 26, 2022, 10:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.