কলকাতা, 14 জানুয়ারি: রাজ্যে ক্রমশই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ ৷ এই পরিস্থিতিতে উপসর্গহীন অথচ বয়স 60 বছর বা তার বেশি এমন মানুষরা যদি কোনও কোভিড আক্রান্তের সংস্পর্শে আসেন, তাহলে উপসর্গ না থাকলেও তাঁদের করোনা টেস্ট করা উচিত (New Covid Guideline In WB)। এই মর্মে আজ নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। একইসঙ্গে এই নির্দেশিকাতে বলা হয়েছে, যে সমস্ত মানুষ কোনও কঠিন রোগ যেমন- ডায়াবেটিস, ক্যানসার, হাইপারটেনশন, ফুসফুস, লিভার বা কিডনির কঠিন রোগে আক্রান্ত তাদের উপসর্গ না থাকলেও টেস্ট জরুরি ৷ যদি তাঁরা কোনও কোভিড আক্রান্তের সংস্পর্শে আসেন। 60 বছরের কম বয়সি উপসর্গহীনদের পরীক্ষা করার প্রয়োজন নেই ৷
এই নির্দেশিকাতে বলা হয়েছে যে, সাধারণ উপসর্গহীন এবং মৃদু উপসর্গ-সহ মানুষদের হাসপাতালে ভর্তি হবার কোনও প্রয়োজন নেই ৷ তাদের জন্য হোম আইসোলেশনই যথেষ্ট। শুকনো কাশি, লাগাতার সর্দি, স্বাদ এবং গন্ধহীনতা হল করোনার মৃদু উপসর্গের লক্ষণ।
আরও পড়ুন: সাতসকালে কলকাতা মেট্রোয় আত্মহত্যা, প্রায় ঘণ্টাখানেক পরিষেবা ব্যাহত
স্বাস্থ দফতরের নির্দেশিকাতে আরও বলা হয়েছে যে, অক্সিজেন স্যাচুরেশন লেভেল 94-এর নিচে নেমে গেলে বা টানা 7 দিনের বেশি জ্বর থাকলে তবে হাসপাতালে ভর্তির প্রয়োজন আছে। ইতিমধ্যেই উদ্বেগজনক কোভিড পরিস্থিতির মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর আজ 6 সদস্যের এক বিশেষজ্ঞ চিকিসৎসক কমিটি গঠন করেছে ৷ যে টিমের কাজ হবে ক্রিটিক্যাল কেয়ারে থাকা কোভিড আক্রান্তদের উপর নজর রাখা। এই কমিটির প্রধান হলেন ডাঃ গোপালকৃষ্ণ ঢালি।