ETV Bharat / state

WB Govt Fund: রাজস্ব ঘাটতি বাবদ বাংলাকে হাজার কোটি টাকা দিল কেন্দ্র - রাজ্যের কোষাগারে কেন্দ্রের টাকা

সপ্তাহ শুরুর দিনেই রাজ্যের কোষাগারে লক্ষ্মীলাভ(WB Govt Fund)৷ রাজস্ব ঘাটতি বাবদ পশ্চিমবঙ্গ-সহ 14টি রাজ্যকে এদিন টাকা পাঠাল কেন্দ্র ৷

Etv Bharat
রাজস্ব ঘাটতি বাবদ বাংলাকে হাজার কোটি টাকা দিল কেন্দ্র
author img

By

Published : Nov 7, 2022, 11:08 PM IST

কলকাতা, 7 নভেম্বর: অবশেষে সুখবর । সপ্তাহের প্রথম দিনেই লক্ষ্মী এলো ঘরে । সোমবার রাজ্যকে 1 হাজার 132 কোটি 25 লক্ষ টাকা পাঠাল কেন্দ্রীয় সরকার(Wb Govt Received Thousands Crore from Central Govt)। রাজস্ব ঘাটতি বাবদ পশ্চিমবঙ্গ-সহ 14টি রাজ্যকে এই টাকা দিয়েছে কেন্দ্র ৷ আর তার দৌলতেই রাজ্যের কোষাগারে এই লক্ষ্মীলাভ ।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এদিন রাজস্ব ঘাটতি বাবদ 14টি রাজ্যকে 7 হাজার 183 কোটি 42 লক্ষ টাকা দিয়েছে । সেই বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য। খাতায়-কলমে টাকা পাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাম শাসিত কেরল । করোনাকালীন রাজস্ব ঘাটতি বাবদ যে সহায়তা রাজ্যগুলিকে করা হচ্ছিল এদিন ধরলে তা অষ্টম কিস্তি। এই নিয়ে রাজ্যগুলিকে চলতি বছরে রাজস্ব বাবদ মোট 57 হাজার 467 কোটি 33 লক্ষ টাকা দিল মোদি সরকার ।

তবে এখানেই শেষ নয়, এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজস্ব ঘাটতি বাবদ 2022-23 অর্থবর্ষে মোট 86 হাজার 201 কোটি টাকা পাবে রাজ্যগুলি । আর পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশেই এই অনুদান দেওয়া হয়েছে। সংবিধানের 275 নম্বর অনুচ্ছেদের আওতায় এই অনুদান দেওয়া হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে । যে রাজ্যের যত রাজস্ব ঘাটতি, সেই রাজ্যকে বেশি পরিমাণে এই অনুদান দেওয়ার একটি প্রবণতা থাকে । এ ব্যাপারে অর্থ কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় । এক্ষেত্রে বাংলা ও কেরল ছাড়াও যে যে রাজ্যগুলি এই অনুদান পেয়েছে, সেগুলি হল - অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা ও উত্তরাখণ্ড ।

আরও পড়ুন : লকডাউনে রাজ্যের 4 হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি

কলকাতা, 7 নভেম্বর: অবশেষে সুখবর । সপ্তাহের প্রথম দিনেই লক্ষ্মী এলো ঘরে । সোমবার রাজ্যকে 1 হাজার 132 কোটি 25 লক্ষ টাকা পাঠাল কেন্দ্রীয় সরকার(Wb Govt Received Thousands Crore from Central Govt)। রাজস্ব ঘাটতি বাবদ পশ্চিমবঙ্গ-সহ 14টি রাজ্যকে এই টাকা দিয়েছে কেন্দ্র ৷ আর তার দৌলতেই রাজ্যের কোষাগারে এই লক্ষ্মীলাভ ।

সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এদিন রাজস্ব ঘাটতি বাবদ 14টি রাজ্যকে 7 হাজার 183 কোটি 42 লক্ষ টাকা দিয়েছে । সেই বরাদ্দের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য। খাতায়-কলমে টাকা পাওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাম শাসিত কেরল । করোনাকালীন রাজস্ব ঘাটতি বাবদ যে সহায়তা রাজ্যগুলিকে করা হচ্ছিল এদিন ধরলে তা অষ্টম কিস্তি। এই নিয়ে রাজ্যগুলিকে চলতি বছরে রাজস্ব বাবদ মোট 57 হাজার 467 কোটি 33 লক্ষ টাকা দিল মোদি সরকার ।

তবে এখানেই শেষ নয়, এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজস্ব ঘাটতি বাবদ 2022-23 অর্থবর্ষে মোট 86 হাজার 201 কোটি টাকা পাবে রাজ্যগুলি । আর পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশেই এই অনুদান দেওয়া হয়েছে। সংবিধানের 275 নম্বর অনুচ্ছেদের আওতায় এই অনুদান দেওয়া হয় বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে । যে রাজ্যের যত রাজস্ব ঘাটতি, সেই রাজ্যকে বেশি পরিমাণে এই অনুদান দেওয়ার একটি প্রবণতা থাকে । এ ব্যাপারে অর্থ কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেয় । এক্ষেত্রে বাংলা ও কেরল ছাড়াও যে যে রাজ্যগুলি এই অনুদান পেয়েছে, সেগুলি হল - অন্ধ্রপ্রদেশ, অসম, হিমাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পঞ্জাব, রাজস্থান, সিকিম, ত্রিপুরা ও উত্তরাখণ্ড ।

আরও পড়ুন : লকডাউনে রাজ্যের 4 হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.