কলকাতা, 6 মার্চ : আগামিকাল দুপুর দুটোয় রাজ্যে বিধানসভার বাজেট অধিবেশন ৷ তার আগে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ এর আগে বিধানসভা অধিবেশনে তাঁর বক্তৃতা সরাসরি সম্প্রচার করতে দেওয়া হয়নি ৷ 'ব্ল্যাক আউট' করে দেওয়া হয়েছিল ৷ এবার যেন তেমনটা না হয়, তাই টুইট করেন ধনকড় ৷ বিষয়টি নিয়ে কথা বলতে আজ দুপুর দুটোয় রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (WB Governor tweets over his assembly address live telecast) ৷
এ বিষয়ে তিনি টুইটারে একটি বিবৃতি পোস্ট করেন রাজ্যপাল ৷ সংবিধানের 176 ধারা অনুযায়ী বিধানসভায় রাজ্যপালের বক্তৃতা দেওয়ার কথা উল্লেখ করেন ৷ আগে বহুবার তাঁর বক্তৃতা সরাসরি সম্প্রচার করতে দেওয়া হয়নি ৷ 'ব্ল্যাকআউট' করা হয়েছে ৷ এ বিষয়ে রাজ্যপাল জগদীপ ধনকড় বিধানসভার অধ্যক্ষের সঙ্গে কথা বলতে চান ৷ এবার যেন তেমনটা না হয় ৷ রাজ্যপালের অফিসের মর্যাদা রক্ষা করে তাঁর বক্তৃতা সরাসরি সম্প্রচার করার দাবি জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন : Dhankhar tweets Budget Session Time : জটিলতা কাটিয়ে 7 মার্চ দুপুরেই বাজেট অধিবেশন, টুইট রাজ্যপালের
-
WB Guv: The focus of the scheduled meeting of WB Assembly Speaker with Guv today at 2 PM would be to ensure sanctity of proceedings and dignity of the office of Guv as during earlier such addresses these were compromised with “black out” of “live coverage” of the Guv address. pic.twitter.com/lnGXrPLPtc
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">WB Guv: The focus of the scheduled meeting of WB Assembly Speaker with Guv today at 2 PM would be to ensure sanctity of proceedings and dignity of the office of Guv as during earlier such addresses these were compromised with “black out” of “live coverage” of the Guv address. pic.twitter.com/lnGXrPLPtc
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 6, 2022WB Guv: The focus of the scheduled meeting of WB Assembly Speaker with Guv today at 2 PM would be to ensure sanctity of proceedings and dignity of the office of Guv as during earlier such addresses these were compromised with “black out” of “live coverage” of the Guv address. pic.twitter.com/lnGXrPLPtc
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 6, 2022
বিষয়টি নিশ্চিত করতে 6 মার্চ, দুপুর দুটোয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন রাজ্যপাল ধনকড় ৷ প্রসঙ্গত উল্লেখ্য, 2021-এ বিধানসভা নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠিত হয় ৷ এরপর বিধানসভা অধিবেশনের প্রথম দিন, 2 জুলাই রাজ্যপাল চার মিনিটে তাঁর ভাষণ শেষ করতে বাধ্য হন ৷ তিনি ভাষণ পাঠ শুরু করতেই বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়কেরা ৷ প্রথমে তাঁরা আসনে বসেই বিক্ষোভ দেখালেও পরে ওয়েলে প্ল্যাকার্ড নিয়ে নেমে পড়েন ৷ তাঁদের বিক্ষোভ মূলত ছিল ভোট পরবর্তী হিংসা নিয়ে ৷ এতে রাজ্যপাল তাঁর ভাষণ অনুমোদনের কথা জানিয়ে বিধানসভা ছেড়ে চলে যান ৷
আগামিকাল 7 মার্চ নির্ধারিত সময় দুপুর দু‘টোতেই বসছে বাজেট অধিবেশন । এবার অধিবেশনের আগে শেষ হয়েছে পৌরনির্বাচন ৷ রাজ্যের প্রায় সব পৌরনিগম ও পৌরভোটে জয়ী হয়েছে ঘাসফুল ৷ তাই অধিবেশনে শাসকদলের বিধায়করা স্বাভাবিকভাবেই আরও উজ্জীবিত থাকবেন ৷