ETV Bharat / state

Lakshmir Bhandar wins Skoch Award: স্কচ পুরস্কার পেল লক্ষ্মীর ভাণ্ডার, সাধের প্রকল্প স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত মমতা - লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প

অতীতেও কখনও পরিবহণ দফতর, কখনও স্বাস্থ্য দফতর, কখনও ই-গভর্নেন্স এই পুরস্কার পেয়েছে । তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার যে পুরস্কার পেল, তা অবশ্যই বাড়তি গুরুত্বের দাবি রাখে । 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar wins Skoch Award) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 29, 2022, 10:24 AM IST

Updated : Oct 29, 2022, 11:17 AM IST

কলকাতা, 29 অক্টোবর: আবার রাজ্যের মুকুটে সেরার স্বীকৃতি । এবার 'স্কচ' অ্যাওয়ার্ড (Skoch Award) পেল মমতার সাধের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) । সরকার পরিচালনায় দক্ষতার জন‌্য বিভিন্ন বিভাগে রাজ‌্যগুলিকে ‘স্কচ’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে (Lakshmir Bhandar wins Skoch Award) ।

এর আগে একাধিক ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড এসেছে রাজ্যের ঝুলিতে । অতীতেও কখনও পরিবহণ দফতর, কখনও স্বাস্থ্য দফতর, কখনও ই-গভর্নেন্স এই পুরস্কার পেয়েছে । তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার যে পুরস্কার পেল, তা অবশ্যই বাড়তি গুরুত্বের দাবি রাখে । 2021 সালে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প । আর এবার সেই প্রকল্পই পেল 'স্কচ' অ্যাওয়ার্ড (WB Governments welfare scheme Lakshmir Bhandar) ।

আরও পড়ুন: রাজ্যের ঝুলিতে তিনটি স্কচ অ্যাওয়ার্ড, সেরার সেরা বাংলাই

নির্বাচনের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মেনেই শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প । রোজগারহীন কিংবা যাঁরা উপার্জন সামান্য তাঁদের হাতে এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে উঠে আসে পাঁচশো টাকা । এজন্যই এবার প্ল্যাটিনাম পেল রাজ্যে শিশুকল্যাণ ও নারীসুরক্ষা দফতর । টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার । আমি অত্যন্ত গর্বিত । নারীদের ক্ষমতায়নকে সর্বদা অগ্রাধিকার দিয়েছি আমরা । এই পুরস্কার শুধু সরকারের স্বীকৃতি নয়, বাংলার 1 কোটি 80 লক্ষ মহিলারও স্বীকৃতি ।’’

  • I am proud to announce that GoWB’s welfare scheme Lakshmir Bhandar has received the Skoch Award in the Women and Child Development category.

    Women empowerment has always been a priority for us. It’s a recognition not only for the Govt but also the 1.8 Cr empowered females of WB. pic.twitter.com/UhuuCDBThC

    — Mamata Banerjee (@MamataOfficial) October 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: স্কচ সিলভার অ্যাওয়ার্ড পেল রাজ্যের উৎসশ্রী পোর্টাল

প্রসঙ্গত, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিকবার উত্তেজনার ছবি দেখা গিয়েছিল । বহু মহিলা যারা আর্থিকভাবে যথেষ্ট স্থিতিশীল তাঁদের নামও দেখা গিয়েছে এই প্রকল্পে । অন্যদিকে একজন মহিলার দু'টি অ্যাকাউন্টে টাকা নেওয়ার খবরও সামনে এসেছে । একাধিক অভিযোগের মাঝেও এই সম্মান রাজ্যে আসায় আনন্দিত শাসকদল ।

কলকাতা, 29 অক্টোবর: আবার রাজ্যের মুকুটে সেরার স্বীকৃতি । এবার 'স্কচ' অ্যাওয়ার্ড (Skoch Award) পেল মমতার সাধের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmir Bhandar) । সরকার পরিচালনায় দক্ষতার জন‌্য বিভিন্ন বিভাগে রাজ‌্যগুলিকে ‘স্কচ’ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে (Lakshmir Bhandar wins Skoch Award) ।

এর আগে একাধিক ক্ষেত্রে স্কচ অ্যাওয়ার্ড এসেছে রাজ্যের ঝুলিতে । অতীতেও কখনও পরিবহণ দফতর, কখনও স্বাস্থ্য দফতর, কখনও ই-গভর্নেন্স এই পুরস্কার পেয়েছে । তবে এবার লক্ষ্মীর ভাণ্ডার যে পুরস্কার পেল, তা অবশ্যই বাড়তি গুরুত্বের দাবি রাখে । 2021 সালে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । বিধানসভা নির্বাচনে তৃণমূলের নির্বাচনী ইস্তেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প । আর এবার সেই প্রকল্পই পেল 'স্কচ' অ্যাওয়ার্ড (WB Governments welfare scheme Lakshmir Bhandar) ।

আরও পড়ুন: রাজ্যের ঝুলিতে তিনটি স্কচ অ্যাওয়ার্ড, সেরার সেরা বাংলাই

নির্বাচনের ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি মেনেই শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প । রোজগারহীন কিংবা যাঁরা উপার্জন সামান্য তাঁদের হাতে এই প্রকল্পের মাধ্যমে প্রতিমাসে উঠে আসে পাঁচশো টাকা । এজন্যই এবার প্ল্যাটিনাম পেল রাজ্যে শিশুকল্যাণ ও নারীসুরক্ষা দফতর । টুইট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘‘নারী ও শিশুকল্যাণ বিভাগে স্কচ পুরস্কার পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার । আমি অত্যন্ত গর্বিত । নারীদের ক্ষমতায়নকে সর্বদা অগ্রাধিকার দিয়েছি আমরা । এই পুরস্কার শুধু সরকারের স্বীকৃতি নয়, বাংলার 1 কোটি 80 লক্ষ মহিলারও স্বীকৃতি ।’’

  • I am proud to announce that GoWB’s welfare scheme Lakshmir Bhandar has received the Skoch Award in the Women and Child Development category.

    Women empowerment has always been a priority for us. It’s a recognition not only for the Govt but also the 1.8 Cr empowered females of WB. pic.twitter.com/UhuuCDBThC

    — Mamata Banerjee (@MamataOfficial) October 28, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: স্কচ সিলভার অ্যাওয়ার্ড পেল রাজ্যের উৎসশ্রী পোর্টাল

প্রসঙ্গত, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিকবার উত্তেজনার ছবি দেখা গিয়েছিল । বহু মহিলা যারা আর্থিকভাবে যথেষ্ট স্থিতিশীল তাঁদের নামও দেখা গিয়েছে এই প্রকল্পে । অন্যদিকে একজন মহিলার দু'টি অ্যাকাউন্টে টাকা নেওয়ার খবরও সামনে এসেছে । একাধিক অভিযোগের মাঝেও এই সম্মান রাজ্যে আসায় আনন্দিত শাসকদল ।

Last Updated : Oct 29, 2022, 11:17 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.