কলকাতা,1জুলাই : সম্মান, মর্যাদা, সুরক্ষার দাবি জানাল সরকারি চিকিৎসকদেরদু'টি সংগঠন। COVID-19-এর চিকিৎসায় পরিকাঠামোগত উন্নয়নও নিশ্চিত করতে বলা হল । চিকিৎসকদেরসমস্যার কথাও জানানো হয় । এই সমস্যাগুলির সমাধান না করে চিকিৎসকদের প্রতি সম্মানজানাতে সরকারি ছুটির ঘোষণা মূল্যহীন বলে জানায় সংগঠন দুইটি ।
COVID-19-এর প্রকোপে বিশ্বজুড়ে অভূতপূর্বপরিস্থিতি । আর আজ ডক্টরস’ ডে । COVID-19যোদ্ধাদের প্রতি সম্মান জানাতেএই বিশেষ দিনে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার ।
রাজ্যেরসরকারি চিকিৎসকদের একটি সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক ওচিকিৎসক মানস গুমটা বলেন, "1জুলাই, ডক্টরসডে-তে সরকারি সব দপ্তরে ছুটি ঘোষণা করা হয়েছে । জীবন বাজি রেখে COVID-19-এর যুদ্ধে কাজ করে চলা চিকিৎসকদেরসম্মান জানাতে নাকি এই ছুটি দেওয়া হয়েছে । সরকারকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, গভীর সংকটের এই সময় বিশেষ এইদিনটিতেও সরকারি সব হাসপাতাল, ইমারজেন্সি, আউটডোর, অপারেশন থিয়েটার, স্বাস্থ্যকেন্দ্র খোলা রয়েছে ।ঝুঁকির মধ্যে থাকা COVID হাসপাতালগুলিএবং চিকিৎসকরাও অন্য দিনের মতো কাজ করছেন ।"
অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক বলেন,"COVID-19-এর এইপরিস্থিতিতে সুরক্ষা সরঞ্জামের অভাবের মধ্যেও কাজ করছেন চিকিৎসকরা । জীবনের ঝুঁকিনিয়ে মাসের পর মাস পরিবার ছেড়ে রয়েছেন । প্রান্তিক স্থানেও নিরলস পরিষেবা দিয়েযাচ্ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা । বহু সরকারি চিকিৎসক ন্যায্য পাওনা পাচ্ছেননা । অনেকেই প্রতিহিংসামূলক বদলি, অন্যায় শাস্তির শিকার হচ্ছেন । গুরুতর অসুস্থ চিকিৎসকওস্বেচ্ছায় অবসর নিতে পারছেন না । কারণ, অধিকার কেড়ে নেওয়া হয়েছে । অবসরেরবয়স এক তরফা বাড়িয়ে দিয়ে জোর করে কাজ করানো হচ্ছে । পে কমিশনে বিপুল বঞ্চনা করাহয়েছে । বহু চিকিৎসক ক্ষোভ-অভিমানে বসে আছেন । চাকরি ছাড়তে চাইলেও তাঁরা চাকরিছাড়তে পারছেন না । "
COVID-19-এর এইঅভূতপূর্ব পরিস্থিতিতেও দেশজুড়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিগ্রহের কোনও বিরামনেই । এমনকী COVID-19 আক্রান্ত চিকিৎসকের মৃত্যুর শেষকৃত্যে বাধা দেওয়ার মতো বেদনাদায়কখবরও পাওয়া যাচ্ছে । COVID-19-এ আক্রান্ত হয়ে ছুটিতে থাকায় মাইনে কাটা হয়েছে দিল্লিরচিকিৎসকের । এই গভীর সংকটে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলা চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের স্বাভাবিক দাবিএকটু মর্যাদা, একটুসম্মান এবং ভয়হীন কাজের জায়গা বলে জানান মানস গুমটা । বলেন,"চিকিৎসকদিবসেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরাথাকবেন COVID-19-এর যুদ্ধক্ষেত্রে । তাই ছুটি নয়, COVID-19 যুদ্ধের সৈনিকদের সুরক্ষা, মর্যাদা, সম্মান এবং COVID-19যুদ্ধের পরিকাঠামো নিশ্চিত করলেআমরা খুশি হতাম । মানবিক দাবিগুলির সমাধান না করে, এই ছুটি COVID-19যোদ্ধাদের কাছে মূল্যহীন । আমরাহতাশ ।"
রাজ্যের সরকারি চিকিৎসকদের অন্য একটিসংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন,"চিকিৎসকদিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের বাদ দিয়েঅন্যান্যদের ছুটি দেওয়াটা প্রতারণা ছাড়া আর কিছু নয় । COVID-19-এর যুদ্ধে ইতিমধ্যেই অসংখ্য চিকিৎসক, স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।মারা গিয়েছেন অনেকে। এর পিছনে রয়েছে চূড়ান্ত সরকারি উদাসীনতা ।"
সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণসম্পাদক বলেন, এখনওপর্যন্ত আমাদের রাজ্য তথা দেশে চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের দেওয়া হচ্ছে নাপর্যাপ্ত ও প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা । রোগাক্রান্ত হলে এখনও তাঁদের জন্যসুনির্দিষ্ট এবং উপযুক্ত পরিকাঠামোযুক্ত সরকারি হাসপাতালের ব্যবস্থা করা হয়নি ।অপ্রতুল পরিকাঠামো এবং কম লোকবল সহ ঝুঁকি নিয়ে চিকিৎসকদের কাজ করে যেতে হচ্ছে ।দূরবর্তী জেলাগুলির অনেক চিকিৎসক, স্বাস্থ্যকর্মী জরুরি প্রয়োজনে ছুটি থেকে বঞ্চিত হচ্ছেন ।কেন্দ্রীয় এবং রাজ্য সরকার এই ব্যাপারে উদাসীন । চিকিৎসক দিবসে যথার্থ অর্থেসরকার যদি চিকিৎসকদের সম্মানিত করতে চায়, তাহলে এই বিষয়গুলির দিকে নজর দেওয়াউচিত ।