ETV Bharat / state

যোগ বিজেপিতে, রাজনীতি ছাড়া থাকতে পারলেন না বনি - বিজেপিতে যোগ দিলেন অভিনেতা বনি সেনগুপ্ত

দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়দের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন বনি ৷

বনি সেনগুপ্ত
বনি সেনগুপ্ত
author img

By

Published : Mar 10, 2021, 4:46 PM IST

Updated : Mar 10, 2021, 10:55 PM IST

কলকাতা, 10 মার্চ : কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বান্ধবী কৌশানি মুখোপাধ্যায় ৷ রাজনীতি থেকে দূরে থাকতে পারলেন না বনি সেনগুপ্তও ৷ তবে বান্ধবীর পথ ধরে ঘাসফুলে নয়, সোজা গেরুয়া শিবিরে নাম লেখালেন 'পারব না আমি ছাড়তে তোকে'-এর নায়ক ৷ আজ দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়দের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন বনি ৷

শুধু কী বান্ধবী ? কৌশানির সঙ্গেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্তও ৷ শোনা যাচ্ছিল, কৃষ্ণনগরে কৌশানির হয়ে প্রচারে দেখা যেতে পারে বনি-কে ৷ কিন্তু বিধি বাম ৷ মা, প্রেমিকার উল্টোপথে হাঁটলেন রাজ চক্রবর্তী পরিচালিত 'বরবাদ' সিনেমার হিরো ৷ ভোটের আবহে রোজই বিজেপি অথবা তৃণমূলে যোগ দিচ্ছেন টলিউডের শিল্পীরা ৷ যশ দাশগুপ্ত, শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়, পায়েল সরকাররা আগেই পদ্মশিবিরে নাম লিখিয়েছেন ৷ কিন্তু বনি সেনগুপ্তর বিজেপিতে যোগদান নিঃসন্দেহে বড় চমক ৷ আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপির পতাকা ধরলেন তিনি ৷ বনির গলায় শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি ৷ বললেন, মানুষের হয়ে কাজ করতে চান ৷

আরও পড়ুন : প্রচারে নেমে গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খুললেন কৌশানী

প্রচারের জন্য গতকাল থেকে কৃষ্ণনগরে রয়েছেন কৌশানি ৷ আজ থেকে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি ৷ ফলে এই বিষয়ে কৌশানির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ প্রতিক্রিয়া মেলেনি বনির মা পিয়া সেনগুপ্তর তরফেও ৷ বনির বিজেপিতে যোগদান নিয়ে তারা কী প্রতিক্রিয়া দেন সেটাই দেখার ৷

কলকাতা, 10 মার্চ : কৃষ্ণনগর উত্তর থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন বান্ধবী কৌশানি মুখোপাধ্যায় ৷ রাজনীতি থেকে দূরে থাকতে পারলেন না বনি সেনগুপ্তও ৷ তবে বান্ধবীর পথ ধরে ঘাসফুলে নয়, সোজা গেরুয়া শিবিরে নাম লেখালেন 'পারব না আমি ছাড়তে তোকে'-এর নায়ক ৷ আজ দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়দের হাত ধরে বিজেপিতে যোগদান করলেন বনি ৷

শুধু কী বান্ধবী ? কৌশানির সঙ্গেই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বনি সেনগুপ্তর মা পিয়া সেনগুপ্তও ৷ শোনা যাচ্ছিল, কৃষ্ণনগরে কৌশানির হয়ে প্রচারে দেখা যেতে পারে বনি-কে ৷ কিন্তু বিধি বাম ৷ মা, প্রেমিকার উল্টোপথে হাঁটলেন রাজ চক্রবর্তী পরিচালিত 'বরবাদ' সিনেমার হিরো ৷ ভোটের আবহে রোজই বিজেপি অথবা তৃণমূলে যোগ দিচ্ছেন টলিউডের শিল্পীরা ৷ যশ দাশগুপ্ত, শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়, পায়েল সরকাররা আগেই পদ্মশিবিরে নাম লিখিয়েছেন ৷ কিন্তু বনি সেনগুপ্তর বিজেপিতে যোগদান নিঃসন্দেহে বড় চমক ৷ আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজীব বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপির পতাকা ধরলেন তিনি ৷ বনির গলায় শোনা গেল জয় শ্রীরাম ধ্বনি ৷ বললেন, মানুষের হয়ে কাজ করতে চান ৷

আরও পড়ুন : প্রচারে নেমে গোষ্ঠী কোন্দল নিয়ে মুখ খুললেন কৌশানী

প্রচারের জন্য গতকাল থেকে কৃষ্ণনগরে রয়েছেন কৌশানি ৷ আজ থেকে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছেন তিনি ৷ ফলে এই বিষয়ে কৌশানির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷ প্রতিক্রিয়া মেলেনি বনির মা পিয়া সেনগুপ্তর তরফেও ৷ বনির বিজেপিতে যোগদান নিয়ে তারা কী প্রতিক্রিয়া দেন সেটাই দেখার ৷

Last Updated : Mar 10, 2021, 10:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.