সাতগাছিয়া, 6 মার্চ : সাতগাছিয়ার বিধায়ক ও রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার সোনালি গুহ আজ বিজেপিতে যোগদান করতে পারেন । ইতিমধ্যেই বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সঙ্গে সোনালি গুহের কথা হয় । কাল রাত থেকেই দফায় দফায় বৈঠক হয় । সোনালি বিজেপিতে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন। মুকুল রায়কে আজ ফোন করেন সোনালি গুহ ।
গতকালই নির্বাচনী প্রার্থী তালিকা প্রকাশ করেছে তৃণমূল । তাদের এই তালিকায় অনেক চমকের পাশাপাশি অন্যতম বড় চমক সোনালি গুহ-র না থাকা । বহু বিধায়কের পাশাপাশি প্রার্থী তালিকায় নিজের নাম না পেয়ে স্বাভাবিক ভাবেই গতকালই ভেঙে পড়েছিলেন সাতগাছিয়ার দীর্ঘদিনের এই বিধায়ক । প্রার্থী তালিকা থেকে নাম বাদ পড়ায় গতকাল কান্নায় ভেঙে পড়েন এই দাপুটে নেত্রী ।
আরও পড়ুন :টিকিট পাননি, কান্নায় ভেঙে পড়লেন সোনালি
দিদিকে আইডল মেনে চলা সোনালির মুখে গতকালই অভিমানের সুর শোনা গিয়েছিল । সূত্রের খবর, এরপরই মুকুল রায়ের সঙ্গে ফোনে কথা হয় সোনালি গুহ-র । আর এই ফোনালাপই জল্পনা উস্কে দিয়েছে । জল্পনা বাস্তবায়ন হয় কখন তার দিকেই তাকিয়ে রাজ্য রাজনীতি ।