ETV Bharat / state

পারিবারিক কুৎসার পরিবর্তে বাংলার উন্নয়নের কথা বলুক প্রধানমন্ত্রী : ফিরহাদ

author img

By

Published : Mar 6, 2021, 9:48 PM IST

রোদে গায়ের রং পুড়ে যাওয়ার ভয়ে মঞ্চের ওপরে ছাউনির ব্যবস্থা করছে বিজেপি ৷ কটাক্ষ ফিরহাদের ৷

firhad hakim
firhad hakim

কলকাতা, 6 মার্চ : পারিবারিক কুৎসা ছাড়ুন ৷ বরং ব্রিগেড সমাবেশ থেকে বাংলার উন্নয়ন নিয়ে কথা বলুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবাসরীয় মোদির ব্রিগেড সভার আগে এমনটাই বললেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷

আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে বিজেপি । নির্বাচনী প্রচারে রবিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ব্রিগেড ময়দানে হবে প্রধানমন্ত্রীর জনসভা । নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর বিজেপির এই জনসভা নিয়ে প্রবল উত্তেজনা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে । তার আগে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, "প্রধানমন্ত্রী সভায় এসে ব্যক্তিগত আক্রমণ করেন ৷ এসব না করে বাংলার উন্নয়নের কথা বললে ভালো হবে ৷"

প্রধানমন্ত্রীর বাংলায় আসা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, "প্রধানমন্ত্রী বা বিজেপির যেকোনও কেন্দ্রীয় নেতা বাংলায় আসতেই পারেন । মাঠ ভরাতে কলকাতার বাইরে থেকে বিজেপি বাসে করে ট্রাকে করে লোক নিয়ে আসছে । কিন্তু তাতে কোনও আপত্তি নেই । কিন্তু সমাবেশে যোগদান করে উন্নয়নের কোনও কথা বা ঘোষণা করেন না প্রধানমন্ত্রী । তিনি শুধু ধর্মের নামে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেন ।" তাঁর অভিযোগ, "সভায় এসে ব্যক্তিগত কুৎসা করেন প্রধানমন্ত্রী ৷ সেটা ঠিক নয় । প্রধানমন্ত্রী নিজের পদের মর্যাদা ভুলে গিয়ে সাধারণ মানুষের মতো আচরণ করেন ৷ নির্বাচনী প্রচারে এসে ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী বাংলার উন্নয়নের কথা বলবেন এমনটাই আশা করি । এর আগে দেশের কোনও প্রধানমন্ত্রী পারিবারিক কুৎসা নিয়ে কথা বলেননি ।"

আরও পড়ুন : দলনেত্রী নন, শুভেন্দুর জয় দেখছেন; ছেলের হয়ে প্রচারেও প্রস্তুত শিশির

কলকাতা পৌরনিগমের মত সরকারি দফতরের রেলিংয়ে লাগানো হয়েছে প্রধানমন্ত্রীর ব্রিগেডের সমর্থনে ছবি ব্যানার ও পোস্টার । এর পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, "নির্বাচন কমিশন অজানা কারণে চোখ বন্ধ করে রয়েছে । সরকারি ভবন, ল্যাম্পপোস্ট, সরকারি রেলিংয়ে পোস্টার লাগানো হয়েছে ।" ফিরহাদ হাকিম জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে । নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে তারও দাবি জানিয়েছেন তিনি ।

মোদির ব্রিগেড সভা নিয়ে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া

আরও পড়ুন : আরও বেশি ভোটে জিতব, আত্মবিশ্বাসী চিরঞ্জিৎ

সমাবেশে তারকাদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, "সাধারণ মানুষ শুধু প্রধানমন্ত্রীকে দেখতে সভায় আসছে না ৷ বিজেপির জন্য এটা খুব হতাশাজনক । বিজেপিকে মঞ্চ ভরাতে ভাড়া করা লোক আনতে হচ্ছে ৷ এটা দুঃখজনক ।" সেইসঙ্গে ব্রিগেডের ময়দানে ছাউনি প্রসঙ্গে তিনি বলেন, "বাংলার রোদ খুব চড়া ৷ সহ্য করার ক্ষমতা নেই বিজেপির নেতা কর্মীদের । রোদে গায়ের রং পুড়ে যাওয়ার ভয়ে মঞ্চের ওপরে ছাউনির ব্যবস্থা করছে বিজেপি ।"

কলকাতা, 6 মার্চ : পারিবারিক কুৎসা ছাড়ুন ৷ বরং ব্রিগেড সমাবেশ থেকে বাংলার উন্নয়ন নিয়ে কথা বলুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ রবিবাসরীয় মোদির ব্রিগেড সভার আগে এমনটাই বললেন পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম ৷

আসন্ন নির্বাচনকে পাখির চোখ করে এগিয়ে চলেছে বিজেপি । নির্বাচনী প্রচারে রবিবার কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ব্রিগেড ময়দানে হবে প্রধানমন্ত্রীর জনসভা । নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর বিজেপির এই জনসভা নিয়ে প্রবল উত্তেজনা বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে । তার আগে পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম বললেন, "প্রধানমন্ত্রী সভায় এসে ব্যক্তিগত আক্রমণ করেন ৷ এসব না করে বাংলার উন্নয়নের কথা বললে ভালো হবে ৷"

প্রধানমন্ত্রীর বাংলায় আসা নিয়ে ফিরহাদ হাকিম বলেন, "প্রধানমন্ত্রী বা বিজেপির যেকোনও কেন্দ্রীয় নেতা বাংলায় আসতেই পারেন । মাঠ ভরাতে কলকাতার বাইরে থেকে বিজেপি বাসে করে ট্রাকে করে লোক নিয়ে আসছে । কিন্তু তাতে কোনও আপত্তি নেই । কিন্তু সমাবেশে যোগদান করে উন্নয়নের কোনও কথা বা ঘোষণা করেন না প্রধানমন্ত্রী । তিনি শুধু ধর্মের নামে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেন ।" তাঁর অভিযোগ, "সভায় এসে ব্যক্তিগত কুৎসা করেন প্রধানমন্ত্রী ৷ সেটা ঠিক নয় । প্রধানমন্ত্রী নিজের পদের মর্যাদা ভুলে গিয়ে সাধারণ মানুষের মতো আচরণ করেন ৷ নির্বাচনী প্রচারে এসে ব্রিগেড সমাবেশে প্রধানমন্ত্রী বাংলার উন্নয়নের কথা বলবেন এমনটাই আশা করি । এর আগে দেশের কোনও প্রধানমন্ত্রী পারিবারিক কুৎসা নিয়ে কথা বলেননি ।"

আরও পড়ুন : দলনেত্রী নন, শুভেন্দুর জয় দেখছেন; ছেলের হয়ে প্রচারেও প্রস্তুত শিশির

কলকাতা পৌরনিগমের মত সরকারি দফতরের রেলিংয়ে লাগানো হয়েছে প্রধানমন্ত্রীর ব্রিগেডের সমর্থনে ছবি ব্যানার ও পোস্টার । এর পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, "নির্বাচন কমিশন অজানা কারণে চোখ বন্ধ করে রয়েছে । সরকারি ভবন, ল্যাম্পপোস্ট, সরকারি রেলিংয়ে পোস্টার লাগানো হয়েছে ।" ফিরহাদ হাকিম জানিয়েছেন, নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করব এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে । নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে তারও দাবি জানিয়েছেন তিনি ।

মোদির ব্রিগেড সভা নিয়ে ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া

আরও পড়ুন : আরও বেশি ভোটে জিতব, আত্মবিশ্বাসী চিরঞ্জিৎ

সমাবেশে তারকাদের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, "সাধারণ মানুষ শুধু প্রধানমন্ত্রীকে দেখতে সভায় আসছে না ৷ বিজেপির জন্য এটা খুব হতাশাজনক । বিজেপিকে মঞ্চ ভরাতে ভাড়া করা লোক আনতে হচ্ছে ৷ এটা দুঃখজনক ।" সেইসঙ্গে ব্রিগেডের ময়দানে ছাউনি প্রসঙ্গে তিনি বলেন, "বাংলার রোদ খুব চড়া ৷ সহ্য করার ক্ষমতা নেই বিজেপির নেতা কর্মীদের । রোদে গায়ের রং পুড়ে যাওয়ার ভয়ে মঞ্চের ওপরে ছাউনির ব্যবস্থা করছে বিজেপি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.