কলকাতা, 28 ফেব্রুয়ারি : রাজ্যে এবার ভোট হবে আজ দফায় । সুষ্ঠু এবং শান্তিপূর্ণ ভোট করতে বদ্ধ পরিকর নির্বাচন কমিশন । এই প্রথমবার রাজ্যে আট দফা ভোটে ব্যবহার হবে এয়ার অ্যাম্বুলেন্স ।
মূলত ভোটের সময় যদি কোনও ভোট কর্মী বা কেন্দ্রীয় বাহিনী আহত বা অসুস্থ হয়ে পড়েন তাহলে তাঁকে হাসপাতাল বা নিকটতম চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয় । অন্যান্যবার নির্বাচনে শুধুমাত্র জঙ্গলমহল এবং মাওবাদী এলাকাগুলিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবহার হত । পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দিল্লি থেকে উড়ে আসছেন দুই পুলিশ পর্যবেক্ষক । তাঁদের জন্য রাখা হয়েছে হেলিকপ্টার । জাতীয় কমিশন আগে জানিয়েছিল যে, ভোটের কাজে সর্বোচ্চ তিনটি হেলিকপ্টার ব্যবহার করা যাবে । রাজ্যে আট দফাতে এয়ার অ্যাম্বুলেন্স ব্যবহার করতে চাইছে ।
আরও পড়ুন : জয় বাংলা নয়, সার্জিকাল মাস্ক পরে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ রায়গঞ্জে
ইতিমধ্যে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে । 125 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 97 কোম্পানি ইতিমধ্যে এসে পৌঁছেছে ।