ETV Bharat / state

মাঝেরহাট ব্রিজ তৈরির জন্য বুধবার দক্ষিণ কলকাতায় জল বন্ধ

মাঝেরহাট ব্রিজে পাইলিংয়ের কাজ শুরু হয়েছে । এর জেরে 12 জুন সকাল 10 টা থেকে পরের দিন (13 জুন) সকাল পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 10, 2019, 2:36 PM IST

কলকাতা, 10 জুন : নতুন করে মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে । চলছে পাইলিংয়ের কাজ । এর জেরে আগামী 12 জুন সকাল 10 টা থেকে পরের দিন (13 জুন) সকাল পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ । 13 জুন সকাল 10 টার পর থেকে আবার জল পরিষেবা চালু হবে বলে জানিয়েছে কলকাতা পৌরনিগম । দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা কালীঘাট,হরিশ পার্ক, লালকার মার্ট, গল্ফগ্রিন, চেতলায় বন্ধ থাকবে জল সরবরাহ ।

এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "পাইলিংয়ের কাজ করার জন্য জলের পাইপ সরাতে হবে। তাই 12 জুন জল বন্ধ রেখে এই কাজ করা হবে। পরের দিন সকাল 10 টা থেকে জল সরবরাহ ফের স্বাভাবিক হবে। এর জেরে কালীঘাট, হরিশ পার্ক, লালকার মার্ট, গল্ফগ্রিন, চেতলায় জলসরবরাহ বন্ধ থাকবে । তবে বেহালার দিকে এর প্রভাব পড়বে না ।"

মেয়র আরও বলেন, "এবার থেকে বাণিজ্যিক ব্যবহারের জন্য জলের মিটার বসানো হবে। তবে জলের মিটার বসাতে কোনও টাকা নেওয়া হবে না। প্রচুর পরিমাণে জল অপচয় হয় বাণিজ্যিক এলাকাগুলিতে। কত জলের প্রয়োজন হয় আর কত জল ব্যয় হয় তার উপর নজরদারি করার জন্যই এই মিটার বসানোর সিদ্ধান্ত। এছাড়াও বর্ষার কাজের জন্য কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও জায়গায় মাটি খোঁড়া হলে, দ্রুত কাজ মিটিয়ে গর্ত চাপা দেওয়া হবে যাতে বর্ষায় জল জমে কোনও সমস্যা তৈরি না হয়।"

কলকাতা, 10 জুন : নতুন করে মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে । চলছে পাইলিংয়ের কাজ । এর জেরে আগামী 12 জুন সকাল 10 টা থেকে পরের দিন (13 জুন) সকাল পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ । 13 জুন সকাল 10 টার পর থেকে আবার জল পরিষেবা চালু হবে বলে জানিয়েছে কলকাতা পৌরনিগম । দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা কালীঘাট,হরিশ পার্ক, লালকার মার্ট, গল্ফগ্রিন, চেতলায় বন্ধ থাকবে জল সরবরাহ ।

এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "পাইলিংয়ের কাজ করার জন্য জলের পাইপ সরাতে হবে। তাই 12 জুন জল বন্ধ রেখে এই কাজ করা হবে। পরের দিন সকাল 10 টা থেকে জল সরবরাহ ফের স্বাভাবিক হবে। এর জেরে কালীঘাট, হরিশ পার্ক, লালকার মার্ট, গল্ফগ্রিন, চেতলায় জলসরবরাহ বন্ধ থাকবে । তবে বেহালার দিকে এর প্রভাব পড়বে না ।"

মেয়র আরও বলেন, "এবার থেকে বাণিজ্যিক ব্যবহারের জন্য জলের মিটার বসানো হবে। তবে জলের মিটার বসাতে কোনও টাকা নেওয়া হবে না। প্রচুর পরিমাণে জল অপচয় হয় বাণিজ্যিক এলাকাগুলিতে। কত জলের প্রয়োজন হয় আর কত জল ব্যয় হয় তার উপর নজরদারি করার জন্যই এই মিটার বসানোর সিদ্ধান্ত। এছাড়াও বর্ষার কাজের জন্য কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও জায়গায় মাটি খোঁড়া হলে, দ্রুত কাজ মিটিয়ে গর্ত চাপা দেওয়া হবে যাতে বর্ষায় জল জমে কোনও সমস্যা তৈরি না হয়।"

Intro:মাঝেরহাট ব্রিজ তৈরির জন্য দক্ষিণ কলকাতায় জল পরিষেবা বন্ধ থাকবে। চলতি মাসের 12 তারিখ দক্ষিণ কলকাতায় জল পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানিয়েছে কলকাতা পৌরনিগম। 12 তারিখ দশটা থেকে 13 তারিখ ভোর অবধি এই জল পরিষেবা বন্ধ থাকব। 13 তারিখ সকাল 10 টার পর থেকে জলপরী সেবার স্বাভাবিক হবে বলে জানিয়েছে কলকাতা পুর নিগাম। 12 তারিখ গার্ডেনরিচ জল বন্ধ রাখা হবে এর ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ করা হবে না। কালীঘাট ,হরিশ পার্ক, লালকার মার্ট, গলফ গ্রীন চেতলা গার্ডেনরিচ এই সব অঞ্চলের জল সরবরাহ বন্ধ রাখা হবে।


Body:মাঝেরহাট ব্রিজ নতুন করে তৈরি হওয়ার কাজ শুরু হয়েছে। ব্রিজ তৈরির পাইলিং এর কাজের জন্য জল সরবরাহ বন্ধ রাখা হবে। আজ মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন পাইলিং এর কাজ করার জন্য জলের পাইপ সরাতে হবে। তাই আগামী 12 তারিখ জল বন্ধ রেখে এই কাজ করা হবে। মিরর জানিয়েছেন 13 তারিখ সকাল 10 টা থেকে জল সরবরাহ ফের স্বাভাবিক হবে। গার্ডেনরিচ জল ওই দিন বন্ধ রাখা হবে। এই কাজের জন্য বেহালায় জল সরবরাহ প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন তিনি।


Conclusion:এছাড়াও এবার থেকে বাণিজ্যিক ব্যবহারের জলের মিটার বসানো হবে বলেও জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তবে জলের মিটারে কোন টাকা নেওয়া হবে না। জল খরচের ওপর নজরদারি চালাবার জন্যই এই মিটার বসানো হবে বলে জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। কারণ প্রচুর পরিমাণে জল অপচয় হয় বাণিজ্যিক এলাকাগুলিতে। কত জলের প্রয়োজন হয় আর কত জল ব্যয় হয় তার নজরদারি করার জন্যই এই মিটার বসানোর সিদ্ধান্ত। এছাড়াও কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে বর্ষার কাজের জন্য। মে অর জানিয়েছেন কোন জায়গায় মাটি খোঁড়া হলে তা দ্রুত কাজ মিটিয়ে মাটিচাপা দিতে হবে যাতে বরষার জল জমে কোন সমস্যা তৈরি না হতে পারে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.