কলকাতা, 10 জুন : নতুন করে মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে । চলছে পাইলিংয়ের কাজ । এর জেরে আগামী 12 জুন সকাল 10 টা থেকে পরের দিন (13 জুন) সকাল পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ । 13 জুন সকাল 10 টার পর থেকে আবার জল পরিষেবা চালু হবে বলে জানিয়েছে কলকাতা পৌরনিগম । দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকা কালীঘাট,হরিশ পার্ক, লালকার মার্ট, গল্ফগ্রিন, চেতলায় বন্ধ থাকবে জল সরবরাহ ।
এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "পাইলিংয়ের কাজ করার জন্য জলের পাইপ সরাতে হবে। তাই 12 জুন জল বন্ধ রেখে এই কাজ করা হবে। পরের দিন সকাল 10 টা থেকে জল সরবরাহ ফের স্বাভাবিক হবে। এর জেরে কালীঘাট, হরিশ পার্ক, লালকার মার্ট, গল্ফগ্রিন, চেতলায় জলসরবরাহ বন্ধ থাকবে । তবে বেহালার দিকে এর প্রভাব পড়বে না ।"
মেয়র আরও বলেন, "এবার থেকে বাণিজ্যিক ব্যবহারের জন্য জলের মিটার বসানো হবে। তবে জলের মিটার বসাতে কোনও টাকা নেওয়া হবে না। প্রচুর পরিমাণে জল অপচয় হয় বাণিজ্যিক এলাকাগুলিতে। কত জলের প্রয়োজন হয় আর কত জল ব্যয় হয় তার উপর নজরদারি করার জন্যই এই মিটার বসানোর সিদ্ধান্ত। এছাড়াও বর্ষার কাজের জন্য কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনও জায়গায় মাটি খোঁড়া হলে, দ্রুত কাজ মিটিয়ে গর্ত চাপা দেওয়া হবে যাতে বর্ষায় জল জমে কোনও সমস্যা তৈরি না হয়।"