কলকাতা, 4 এপ্রিল : বাংলা, হিন্দি, ইংরেজি বা উর্দুতে দেওয়াল লিখন চোখে পড়ে। কিন্তু, রাজ্যে চিনা হরফে দেওয়াল লিখন। বাস্তবেই তা হয়েছে। সেই দেওয়াল লিখন দেখা যাচ্ছে তপসিয়া এলাকাতে। এখনও প্রায় ৫ হাজার চিনা ভোটার রয়েছে এই এলাকায়। এই চিনা বংশোদ্ভূত ভোটারদের মন জয়ে প্রচার চালিয়ে যাচ্ছে সমস্ত রাজনৈতিক দলগুলো। আর তাদের নিজেদের দিকে টানতে প্রচারের ভাষাতে চমক তৃণমূলের। চিনা বংশোদ্ভূত ভোটারদের মন জয় করতে তৃণমূল কংগ্রেস চিনা হরফে দেওয়াল লিখল তপসিয়া এলাকায়।
তবে এটাই প্রথমবার না। ওই এলাকাতে ২০১৫ সাল থেকেই চিনা হরফে দেওয়াল লিখে চলেছে তৃণমূলের কর্মী-সমর্থকেরা। তপসিয়া এলাকার ৬৬ নম্বর ওয়ার্ডের কিছুটা অংশ কার্যত চিনা পাড়া বলে পরিচিত। প্রায় কয়েকশো বছর ধরে এখানে বসবাস চিনা বংশোদ্ভূতদের। এই চিনা পাড়ার বেশ কয়েকটি দেওয়ালে দেখা যাচ্ছে তাঁদের ভাষায় দেওয়াল লিখন। দেওয়ালের একদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে চিনা হরফে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন।
৬৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ফৈয়জ় আহমেদ খান এ প্রসঙ্গে ETV ভারতকে বলেন, "চিনা ভাষায় তাঁদের কাছে ভোটের আবেদন জানানো হয়েছে। দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়ের সমর্থনে চিনা হরফে দেওয়াল লেখা হয়েছে। চিনা বংশোদ্ভূতরা নিজেরাও এগিয়ে এসেছেন। তাঁরা দেওয়াল লিখছেন। ভোট প্রচার করছেন।"