কলকাতা, 3 নভেম্বর : কালী পুজো ও জগদ্ধাত্রী পুজো মণ্ডপেও দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা ৷ বুধবার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। পাশাপাশি মণ্ডপের বাইরে পুলিশকে ভিড় নিয়ন্ত্রণের নির্দেশ দিল বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ৷ দুর্গাপুজোয় 'নো এন্ট্রি' সত্ত্বেও নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মণ্ডপে উপচে পড়েছিল ভিড় ৷ রাজ্য়ের দৈনিক সংক্রমণে যার প্রভাব পড়েছে যথেষ্ট ৷ সে কথা মাথায় রেখেই কালী এবং জগদ্ধাত্রী পুজোয় আরও কড়া মনোভাব দেখাল হাইকোর্ট ৷
দু'টি ডোজ নেওয়া থাকলেও মণ্ডপে প্রবেশের অনুমতি থাকছে না দর্শনার্থীদের। পাশাপাশি পুজো উদ্যোক্তাদের মধ্যে যারা মন্ডপে থাকবেন তাদের ভ্যাকসিনের ডাবল ডোজ থাকা আবশ্যক। নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের। ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানিয়েছে, ভ্যাকসিনের ডাবল ডোজ যেমন প্যান্ডেলে ঢোকার কোন শর্ত হতে পারে না, একইসঙ্গে বিপুল জনগণকেও যেন প্যান্ডেলে ঢোকার অনুমতি না দেওয়া হয় । অর্থাৎ, গতবছর যেভাবে কালীপূজা ও জগদ্ধাত্রী পুজোর ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছিল একইভাবে এ বছরেও প্রশাসন একইভাবে যেন ভিড় নিয়ন্ত্রণ করে, নির্দেশ হাইকোর্টের ৷
আরও পড়ুন : পরিবেশ বান্ধব বাজিতে সম্মতি কলকাতা হাইকোর্টের
হাইকোর্টের নির্দেশের ব্যাপারে মামলাকারী অজয় কুমার দে'র আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় জানান, "গতবছরের যে নির্দেশ ছিল একই নির্দেশ চলতি বছরেও বলবৎ থাকছে। অর্থাৎ, পুজোমণ্ডপে কোন দর্শক প্রবেশ করতে পারবেন না। পাশাপাশি দুর্গাপুজোর সময় কিছু পুজো মণ্ডপে যে ধরনের ভিড় দেখা গিয়েছিল কালী পুজোর মণ্ডপে যেন তার পুনরাবৃত্তি না ঘটে ৷ প্রশাসনকে সেই দিকটি মাথায় রাখার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে জনগণের উদ্দেশ্যে জানানো হয়েছে তারা যেন মণ্ডপে ভিড় না করেন। পাশাপাশি আদালত পর্যবেক্ষণে জানিয়েছে করোনা টিকার দুটি ডোজ নেওয়া থাকলেও মণ্ডপে প্রবেশ করা যাবে না।"