কলকাতা, 30 অগাস্ট : পুজো কমিটিগুলোর সঙ্গে বৈঠকে VIP গেট তুলে দেওয়ার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বললেন, "নো VIP ,অল LIP।" তিনি আরও বলেন, "এবার দুর্গাপুজোর নিরঞ্জন শেষ করতে হবে 10 অক্টোবরের মধ্যে । কলকাতা কার্নিভাল হবে 11 অক্টোবর ।"
আজ নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠক থেকে একগুচ্ছ ঘোষণা করেন তিনি । বলেন, "সব পুজো কমিটিকে বিদ্যুতের মাশুলের ক্ষেত্রে 25 শতাংশ ছাড় দেওয়া হবে । শুধু কলকাতার পুজো কমিটিগুলি নয়, রাজ্যের প্রতিটি পুজো কমিটিই এই সুযোগ পাবে ।" কলকাতার বিগ বাজেটের পুজোগুলি হয় মূলত বিজ্ঞাপনের টাকায় । সেই বিজ্ঞাপনের জন্য পৌরনিগমগুলিকে ট্যাক্স দিতে হয় । এই ট্যাক্স কমানোর জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিল পুজো কমিটিগুলির প্রতিনিধিরা । মুখ্যমন্ত্রী আজ সেই ট্যাক্স মকুবের কথা ঘোষণা করেন ।
পাশাপাশি, এবার সরকারের তরফে অনুদানের পরিমাণ এবার বাড়িয়ে দেওয়া হয়েছে । গতবছর সরকারের তরফে দশ হাজার টাকা করে দেওয়া হয়েছিল পুজো কমিটিগুলিকে । এবার সেই টাকার পরিমাণ 25 হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "মহিলা পরিচালিত পুজোগুলির জন্য আরও পাঁচ হাজার টাকা করে দেবে সরকার । পুজো কমিটিগুলিকে দমকল বিভাগকে কোনও টাকা দিতে হবে না ।" প্রসঙ্গত, আগে পুজো কমিটিগুলিকে দমকল বিভাগের থেকে ফি বাবদ টাকা দিতে হত ।
বৈঠক থেকে BJP-র বিরুদ্ধে বিভেদ ছড়ানোর অভিযোগ এনেছেন মুখ্যমন্ত্রী । বলেন, "বাংলায় বিভেদের রাজনীতি করতে দেব না । যখন কেউ পুজামণ্ডপে যান, তখন কী তাঁর নাম, পদবি থেকে ঢোকানো হয়? বড়দিনে আমরাই সব থেকে বেশি কেক কাটি । ইদে আমরাই সব থেকে বেশি বিরিয়ানি খাই ।"
বৈঠক শেষে ইনকাম ট্যাক্স প্রসঙ্গ তুলে কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী । বলেন, "ইনকাম ট্যাক্স কেউ দেবেন না । পুজো হল ট্যাক্স ফ্রি । আমরা গঙ্গাসাগরে যাওয়ার সময় কি ট্যাক্স দিই? দুর্গাপুজো নিয়েই যত ঝামেলা । বাংলাকে অসম্মান করতে দেব না ।"
প্রসঙ্গত, অভিযোগ উঠেছিল রাজনৈতিক অভিসন্ধিতেই পুজো কমিটিগুলোর উপর ইনকাম ট্যাক্স বসাচ্ছে কেন্দ্রীয় সরকার । যদিও ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, কোনও ইনকাম ট্যাক্স নেওয়া হবে না পূজা কমিটিগুলির থেকে ।